বিনোদন প্রতিবেদক, ঢাকা
১৯৯৯ সালে যাত্রা শুরু নেমেসিস ব্যান্ডের। প্রতিষ্ঠার ছয় বছর পর ২০০৫ সালে প্রকাশ পেয়েছিল ব্যান্ডের প্রথম স্টুডিও অ্যালবাম ‘অন্বেষণ’। এরপর ২০১১ ও ২০১৭ সালে আসে ‘তৃতীয় যাত্রা’ ও ‘গণজোয়ার’ নামের আরও দুটি স্টুডিও অ্যালবাম। প্রতিটি অ্যালবামে ছিল ৬ বছরের গ্যাপ। তবে চতুর্থ অ্যালবাম প্রকাশ করতে আরও বেশি সময় নিল নেমেসিস। ৮ বছর পর নতুন অ্যালবাম ‘ভিআইপি’ নিয়ে হাজির হচ্ছে দলটি।
ইতিমধ্যে প্রকাশ পেয়েছে ভিআইপি অ্যালবামের দুটি গান। গত অক্টোবরে মুক্তি পায় ‘ভাঙা আয়না’ শিরোনামের গান। এর প্রায় এক বছর আগে প্রকাশ পেয়েছিল ‘ঘোর’। এই দুটি গান চতুর্থ অ্যালবামের জানালেও ঘোষণা করা হয়নি অ্যালবামের নাম। অবশেষে ১০ মে নেমেসিসের ফেসবুক পেজে জানানো হয় চতুর্থ অ্যালবামের নাম ভিআইপি, প্রকাশ পাবে ২৩ মে।
নতুন অ্যালবামের খবর জানিয়ে নেমেসিসের ফেসবুক পেজে লেখা হয়েছে, ‘নেমেসিস-এর চতুর্থ স্টুডিও অ্যালবাম: ভিআইপি। ২৩ মে আসছে, সব ডিজিটাল প্ল্যাটফর্মে। আমাদের শেষ অ্যালবামটা বের হয়েছিল ঠিক ৮ বছর আগে। এই দীর্ঘ সময়ে আমরা এক বৈশ্বিক মহামারির মুখোমুখি হয়েছি। দেখেছি ক্ষমতার অপব্যবহার। আমরা একদিকে যেমন হতাশায় ডুবে গেছি, আবার আশার আলোও দেখেছি। আর এসব অনুভূতির প্রতিফলন এই ১০টি গান। আমাদের ৪র্থ অ্যালবাম ভিআইপি রিলিজের খবরটা দিতে পেরে আমরা উচ্ছ্বসিত। আশা করি গানগুলো সবার ভালো লাগবে।’
নেমেসিস ব্যান্ডের ম্যানেজার রাজু আহমেদ জানান, ভিআইপি অ্যালবাম সাজানো হয়েছে ১০টি গান দিয়ে। যার মধ্যে থাকছে ঘোর ও ভাঙা আয়না। ২৩ মে নেমেসিসের ইউটিউব চ্যানেলে অ্যালবামের সব গান একসঙ্গে প্রকাশ করা হবে। অ্যালবামটির গানগুলো লিখেছেন ও সুর করেছেন ব্যান্ডের ভোকাল ও গিটারিস্ট জোহাদ রেজা চৌধুরী। নিজেদের চতুর্থ অ্যালবাম প্রকাশকে কেন্দ্র করে দেশে ও বিদেশে বেশ কিছু কনসার্ট ট্যুরেরও পরিকল্পনা আছে নেমেসিসের।
নেমেসিসের লাইনআপ
জোহাদ রেজা চৌধুরী (ভোকাল ও গিটার), রাফসান (গিটার)
ইফাজ (গিটার)
রাতুল (বেজ গিটার) জেফ্রি (ড্রামস)
১৯৯৯ সালে যাত্রা শুরু নেমেসিস ব্যান্ডের। প্রতিষ্ঠার ছয় বছর পর ২০০৫ সালে প্রকাশ পেয়েছিল ব্যান্ডের প্রথম স্টুডিও অ্যালবাম ‘অন্বেষণ’। এরপর ২০১১ ও ২০১৭ সালে আসে ‘তৃতীয় যাত্রা’ ও ‘গণজোয়ার’ নামের আরও দুটি স্টুডিও অ্যালবাম। প্রতিটি অ্যালবামে ছিল ৬ বছরের গ্যাপ। তবে চতুর্থ অ্যালবাম প্রকাশ করতে আরও বেশি সময় নিল নেমেসিস। ৮ বছর পর নতুন অ্যালবাম ‘ভিআইপি’ নিয়ে হাজির হচ্ছে দলটি।
ইতিমধ্যে প্রকাশ পেয়েছে ভিআইপি অ্যালবামের দুটি গান। গত অক্টোবরে মুক্তি পায় ‘ভাঙা আয়না’ শিরোনামের গান। এর প্রায় এক বছর আগে প্রকাশ পেয়েছিল ‘ঘোর’। এই দুটি গান চতুর্থ অ্যালবামের জানালেও ঘোষণা করা হয়নি অ্যালবামের নাম। অবশেষে ১০ মে নেমেসিসের ফেসবুক পেজে জানানো হয় চতুর্থ অ্যালবামের নাম ভিআইপি, প্রকাশ পাবে ২৩ মে।
নতুন অ্যালবামের খবর জানিয়ে নেমেসিসের ফেসবুক পেজে লেখা হয়েছে, ‘নেমেসিস-এর চতুর্থ স্টুডিও অ্যালবাম: ভিআইপি। ২৩ মে আসছে, সব ডিজিটাল প্ল্যাটফর্মে। আমাদের শেষ অ্যালবামটা বের হয়েছিল ঠিক ৮ বছর আগে। এই দীর্ঘ সময়ে আমরা এক বৈশ্বিক মহামারির মুখোমুখি হয়েছি। দেখেছি ক্ষমতার অপব্যবহার। আমরা একদিকে যেমন হতাশায় ডুবে গেছি, আবার আশার আলোও দেখেছি। আর এসব অনুভূতির প্রতিফলন এই ১০টি গান। আমাদের ৪র্থ অ্যালবাম ভিআইপি রিলিজের খবরটা দিতে পেরে আমরা উচ্ছ্বসিত। আশা করি গানগুলো সবার ভালো লাগবে।’
নেমেসিস ব্যান্ডের ম্যানেজার রাজু আহমেদ জানান, ভিআইপি অ্যালবাম সাজানো হয়েছে ১০টি গান দিয়ে। যার মধ্যে থাকছে ঘোর ও ভাঙা আয়না। ২৩ মে নেমেসিসের ইউটিউব চ্যানেলে অ্যালবামের সব গান একসঙ্গে প্রকাশ করা হবে। অ্যালবামটির গানগুলো লিখেছেন ও সুর করেছেন ব্যান্ডের ভোকাল ও গিটারিস্ট জোহাদ রেজা চৌধুরী। নিজেদের চতুর্থ অ্যালবাম প্রকাশকে কেন্দ্র করে দেশে ও বিদেশে বেশ কিছু কনসার্ট ট্যুরেরও পরিকল্পনা আছে নেমেসিসের।
নেমেসিসের লাইনআপ
জোহাদ রেজা চৌধুরী (ভোকাল ও গিটার), রাফসান (গিটার)
ইফাজ (গিটার)
রাতুল (বেজ গিটার) জেফ্রি (ড্রামস)
অন্যায়ের বিরুদ্ধে সব সময় গানে-কবিতায় সরব থাকেন সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান। রাজপথেও থাকেন সামনের সারিতে। জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানেও সোচ্চার ছিলেন তিনি। সে সময় আলোচিত হয়েছিল তাঁর ‘ভয় বাংলায়’ গানটি। ছাত্র-জনতার পক্ষে নেমেছিলেন রাস্তায়। ছাত্র-জনতার অভ্যুত্থানের এক বছর পূর্তিতে এবার তিনি গানে
৭ ঘণ্টা আগেবার্টল্ট ব্রেখটের বিখ্যাত নাটক ‘দ্য এক্সসেপশন অ্যান্ড দ্য রুল’। এতে তুলে ধরা হয়েছে, পুঁজিবাদী সাম্রাজ্যের অন্তর্নিহিত বৈষম্য এবং আইনের শাসনের দুর্বলতা। ঢাকার মঞ্চে নাটকটি নিয়ে আসছে প্রাচ্যনাট নাট্যদল। নাম দেওয়া হয়েছে, ‘ব্যতিক্রম এবং নিয়ম’। এটি অনুবাদ করেছেন শহীদুল মামুন। নির্দেশনা দিয়েছেন আজাদ আবুল
৭ ঘণ্টা আগেক্রিস্টোফার নোলানের সর্বশেষ সিনেমা ‘ওপেনহাইমার’ ২০২৩ সালে বক্স অফিসে নতুন ইতিহাস গড়ে। প্রায় এক বিলিয়ন ডলার ব্যবসা করে প্রেক্ষাগৃহে। ১৩টি বিভাগে মনোনীত হয়ে ৭টি বিভাগে জেতে অস্কার। ওপেনহাইমারের পর নতুন সিনেমা বানাচ্ছেন নোলান। এবার তিনি বেছে নিয়েছেন গ্রিক কবি হোমারের ‘দ্য ওডিসি’ মহাকাব্য।
৭ ঘণ্টা আগেজনপ্রিয় ‘হ্যারি পটার’ সিনেমার অভিনেত্রী এমা ওয়াটসনকে ছয় মাসের জন্য ড্রাইভিং থেকে নিষিদ্ধ করা হয়েছে। গত বছরের ৩১ জুলাই ইংল্যান্ডের অক্সফোর্ডে ৩০ মাইল গতি-সীমার রাস্তায় তিনি ৩৮ মাইল প্রতি ঘণ্টা গতিতে গাড়ি চালাচ্ছিলেন।
১৬ ঘণ্টা আগে