Ajker Patrika

এমা ওয়াটসনের গাড়ি চালানোর ওপর ৬ মাসের নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক
এমা ওয়াটসন। ছবি: সিএনএন
এমা ওয়াটসন। ছবি: সিএনএন

জনপ্রিয় ‘হ্যারি পটার’ সিনেমার অভিনেত্রী এমা ওয়াটসনকে ছয় মাসের জন্য ড্রাইভিং থেকে নিষিদ্ধ করা হয়েছে। গত বছরের ৩১ জুলাই ইংল্যান্ডের অক্সফোর্ডে ৩০ মাইল গতি-সীমার রাস্তায় তিনি ৩৮ মাইল প্রতি ঘণ্টা গতিতে গাড়ি চালাচ্ছিলেন।

সিএনএন জানিয়েছে, ৩৫ বছর বয়সী এই ব্রিটিশ অভিনেত্রী ও অধিকারকর্মী ঘটনাটির জন্য আদালতে হাজির হননি। তবে আজ বুধবার হাই উইকম ম্যাজিস্ট্রেট কোর্টে অনুষ্ঠিত সংক্ষিপ্ত শুনানিতে তাঁকে ১ হাজার ৪৪ পাউন্ড জরিমানা করা হয় এবং তাঁর লাইসেন্সে আরও তিনটি পেনাল্টি পয়েন্ট যোগ করে স্বয়ংক্রিয়ভাবে ছয় মাসের নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

একই দিনে ওয়াটসনের সহ-অভিনেত্রী ও বিখ্যাত থিয়েটার শিল্পী জোয়ে ওয়ানামেকারেরও একটি পৃথক গতিসীমা লঙ্ঘনের মামলার শুনানি হয় আদালতে। গত বছরের আগস্টে বার্কশায়ারে ৪০ মাইল গতি-সীমার সড়কে তিনি ৪৬ মাইল গতিতে গাড়ি চালিয়েছিলেন। এই কারণে ওয়ানামেকারকেও একই ধরনের শাস্তি দেওয়া হয়।

সংবাদ সংস্থা পিএ-এর তথ্যমতে, ঘটনাগুলোর আগে ওয়াটসন ও ওয়ানামেকার—উভয়ের লাইসেন্সে ৯টি করে পেনাল্টি পয়েন্ট ছিল। নতুন তিনটি পয়েন্ট যুক্ত হওয়ায় যুক্তরাজ্যের আইন অনুযায়ী তাঁদের ছয় মাসের নিষেধাজ্ঞা স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হয়।

সিএনএন এমা ওয়াটসনের প্রতিনিধিদের কাছে মন্তব্যের জন্য যোগাযোগ করেছে। তবে ওয়ানামেকারের পক্ষ থেকে মন্তব্য জানাতে অস্বীকৃতি জানানো হয়েছে।

‘হ্যারি পটার’ সিরিজের মাধ্যমে একসঙ্গে অভিনয় করা দুই তারকার এই সমান্তরাল শাস্তি কাকতালীয়। সিনেমার পর এমা ওয়াটসন একদিকে যেমন শিক্ষাক্ষেত্রে মনোযোগ দিয়েছেন, তেমনি নারীর অধিকার এবং চলচ্চিত্র নির্মাণেও রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। এ ছাড়া ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’ এবং গ্রেটা গারউইগ পরিচালিত ‘লিটল উইমেন’–এ তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে বিশ্বজুড়ে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত