তামিল অভিনেতা বিজয় সেতুপতির ওপর হামলার চেষ্টা করেছেন এক যুবক। মঙ্গলবার রাতে ভারতের বেঙ্গালুরু এয়ারপোর্টে এ ঘটনা ঘটেছে। ঘটনার ৬ সেকেন্ডের একটি ভিডিও ইতিমধ্যে ভাইরাল নেট দুনিয়ায়।
জানা গেছে, ‘মাস্টার শেফ তামিল’ অনুষ্ঠানের শুটিংয়ের জন্য বেঙ্গালুরু গিয়েছিলেন বিজয় সেতুপতি। কাজের ফাঁকে সদ্য প্রয়াত অভিনেতা পুনিত রাজকুমারের পরিবারের সঙ্গেও দেখা করেন। মঙ্গলবার রাতে বাড়ি ফেরার ফ্লাইট ধরার কথা ছিল। বিমানবন্দরের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। দেহরক্ষীরা ছিলেন সঙ্গে।
এ সময় আচমকা এক ব্যক্তি পেছন থেকে এসে ঝাঁপিয়ে পড়েন বিজয় সেতুপতির ওপর। তবে দেহরক্ষীরা থাকায় রেহাই পেয়েছেন অভিনেতা। দূর থেকে ঘটনাটি ক্যামেরাবন্দি করেছেন এক ব্যক্তি। যা প্রকাশ্যে আসার পরই শোরগোল পড়ে গেছে নেট দুনিয়ায়।
ভিডিওতে দেখা যায়, বিজয় সেতুপতি দেহরক্ষীদের নিয়ে এয়ারপোর্টের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছেন। হঠাৎ-ই এক ব্যক্তি ছুটে এসে জাম্প করে তাঁর ওপর আক্রমণের চেষ্টা করেন। তবে দেহরক্ষীরা দ্রুত পাকড়াও করেন আক্রমণকারীকে। বিমানবন্দরের পুলিশও ছুটে আসেন। আটক করা হয় ওই ব্যক্তিকে।
কিন্তু কেন এই ঘটনাটি ঘটল? কী কারণে আক্রমণের চেষ্টা হলো বিজয়ের ওপর? ভারতীয় সংবাদমাধ্যমকে বিজয় সেতুপতির এক ঘনিষ্ঠ বন্ধু জানিয়েছেন, ওই হামলাকারী আসলে মাতাল ছিলেন। নেশার ঘোরে এই ঘটনা ঘটিয়েছেন তিনি।
এ ঘটনার পর দ্রুত স্থান ত্যাগ না করে বিজয় এগিয়ে যান আক্রমণকারীর দিকে। তার সঙ্গে আলাপ করার চেষ্টা করেন। তবে দেহরক্ষীদের জোরাজুরিতে কিছুক্ষণ পর এয়ারপোর্ট থেকে বেরিয়ে যান বিজয়। তবে উল্লেখযোগ্য বিষয় হল, এত বড় ঘটনা ঘটার পরও হামলাকারীর বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করা হয়নি অভিনেতার পক্ষ থেকে।
দেখুন ভাইরাল হওয়া হামলার ভিডিও:
তামিল অভিনেতা বিজয় সেতুপতির ওপর হামলার চেষ্টা করেছেন এক যুবক। মঙ্গলবার রাতে ভারতের বেঙ্গালুরু এয়ারপোর্টে এ ঘটনা ঘটেছে। ঘটনার ৬ সেকেন্ডের একটি ভিডিও ইতিমধ্যে ভাইরাল নেট দুনিয়ায়।
জানা গেছে, ‘মাস্টার শেফ তামিল’ অনুষ্ঠানের শুটিংয়ের জন্য বেঙ্গালুরু গিয়েছিলেন বিজয় সেতুপতি। কাজের ফাঁকে সদ্য প্রয়াত অভিনেতা পুনিত রাজকুমারের পরিবারের সঙ্গেও দেখা করেন। মঙ্গলবার রাতে বাড়ি ফেরার ফ্লাইট ধরার কথা ছিল। বিমানবন্দরের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। দেহরক্ষীরা ছিলেন সঙ্গে।
এ সময় আচমকা এক ব্যক্তি পেছন থেকে এসে ঝাঁপিয়ে পড়েন বিজয় সেতুপতির ওপর। তবে দেহরক্ষীরা থাকায় রেহাই পেয়েছেন অভিনেতা। দূর থেকে ঘটনাটি ক্যামেরাবন্দি করেছেন এক ব্যক্তি। যা প্রকাশ্যে আসার পরই শোরগোল পড়ে গেছে নেট দুনিয়ায়।
ভিডিওতে দেখা যায়, বিজয় সেতুপতি দেহরক্ষীদের নিয়ে এয়ারপোর্টের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছেন। হঠাৎ-ই এক ব্যক্তি ছুটে এসে জাম্প করে তাঁর ওপর আক্রমণের চেষ্টা করেন। তবে দেহরক্ষীরা দ্রুত পাকড়াও করেন আক্রমণকারীকে। বিমানবন্দরের পুলিশও ছুটে আসেন। আটক করা হয় ওই ব্যক্তিকে।
কিন্তু কেন এই ঘটনাটি ঘটল? কী কারণে আক্রমণের চেষ্টা হলো বিজয়ের ওপর? ভারতীয় সংবাদমাধ্যমকে বিজয় সেতুপতির এক ঘনিষ্ঠ বন্ধু জানিয়েছেন, ওই হামলাকারী আসলে মাতাল ছিলেন। নেশার ঘোরে এই ঘটনা ঘটিয়েছেন তিনি।
এ ঘটনার পর দ্রুত স্থান ত্যাগ না করে বিজয় এগিয়ে যান আক্রমণকারীর দিকে। তার সঙ্গে আলাপ করার চেষ্টা করেন। তবে দেহরক্ষীদের জোরাজুরিতে কিছুক্ষণ পর এয়ারপোর্ট থেকে বেরিয়ে যান বিজয়। তবে উল্লেখযোগ্য বিষয় হল, এত বড় ঘটনা ঘটার পরও হামলাকারীর বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করা হয়নি অভিনেতার পক্ষ থেকে।
দেখুন ভাইরাল হওয়া হামলার ভিডিও:
ম্যানচেস্টারের প্রথম কনসার্টে জেমস ক্যামেরনের সঙ্গে কাজের কথা প্রকাশ করেন বিলি আইলিশ। যেহেতু জেমস ক্যামেরনের মতো বিশ্ববিখ্যাত নির্মাতার সঙ্গে প্রথম কাজ, বিলি আইলিশ তাই খবরটি ভক্তদের জানানোর জন্য উন্মুখ হয়ে ছিলেন।
১ ঘণ্টা আগেচন্দ্র বারোটের প্রথম পরিচালনা ডন। প্রথম সিনেমাতেই ইতিহাস সৃষ্টি করেন তিনি। সেলিম-জাভেদের চিত্রনাট্যে নির্মিত ডন অমিতাভ বচ্চনের ক্যারিয়ারের অন্যতম আলোচিত সিনেমা।
৪ ঘণ্টা আগেকোনালের সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছেন নিলয় ডি রকস্টার। ময়না গানের ভিডিওতে মডেল হয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী এবং অভিনেতা ও নির্মাতা শরাফ আহমেদ জীবন।
৫ ঘণ্টা আগেদুজন হাতে হাত ধরে ঢোকেন অনুষ্ঠানে। সারাক্ষণ তাঁরা একসঙ্গেই ছিলেন। সুস্মিতাকে মুহূর্তের জন্যও চোখের আড়াল করতে চাইছিলেন না সৃজিত। সুস্মিতার হাত ছেড়ে অন্য কোথাও যেতে দেখা যায়নি পরিচালককে।
৮ ঘণ্টা আগে