Ajker Patrika

সিনেমা ও প্রেম নিয়ে উচ্ছ্বসিত

আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ১৩: ০৩
সিনেমা ও প্রেম নিয়ে উচ্ছ্বসিত

গত তিন বছরে রাকুল প্রীতের ৭টি সিনেমা জমেছে। এগুলো মুক্তি পাবে চলতি বছরই। এর মধ্যে একটি সিনেমা তামিলের, বাকি ছয়টি বলিউডের। সিনেমাগুলো হলো ‘আয়ালান’, ‘অ্যাটাক’, ‘রানওয়ে ৩৪’, ‘থ্যাংক গড’, ‘ডক্টর জি’, ‘মিশন সিনডারেলা’ ও ‘ছত্রিওয়ালি’। কাজেই, বলিউডে রাকুলের এই বছরটা বেশ ভালো যাওয়ার কথা। রাকুল বলেন, ‘তিন বছর, বিশেষ করে করোনা প্রকোপের মধ্যেও যখনই সুযোগ পেয়েছি শুটিং করেছি। এই সিনেমাগুলো গত পাঁচ বছরের পরিশ্রমের ফল।’

সিনেমাগুলোতে রাকুলের বিপরীতে পাওয়া যাবে অজয় দেবগণ, অক্ষয় কুমার, জন আব্রাহাম, আয়ুষ্মান খুরানার মতো তারকাদের। এমন খ্যাতিমান তারকাদের পাশে নিজেকে কতটা প্রকাশ করতে পেরেছেন রাকুল? রাকুলের মতে, ‘প্রতিটি সিনেমাতেই আমার চরিত্র নিয়ে আলাদা করে বলার মতো অনেক কিছুই আছে। যেমন, সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ‘রানওয়ে ৩৪’। ২০১৫ সালে দোহা থেকে কোচির যাত্রীবোঝাই একটি বিমানের চালক যেভাবে ভয়ংকর প্রতিকূলতার মধ্যেও যাত্রীদের প্রাণ বাঁচিয়েছিলেন, সেই ঘটনাই এ সিনেমার মূল উপজীব্য। এখানে অজয় দেবগণ ও আমি পাইলটের চরিত্রে অভিনয় করেছি। প্রথমবার এমন চরিত্রে অভিনয় করলাম।’

প্রযোজক বাসু ভগনানির ছেলে জ্যাকি ভগনানির সঙ্গে প্রেম করছেন রাকুল। জ্যাকি নিজেও প্রযোজক, অভিনেতা। ক্যারিয়ারের এই সময়ে প্রেমের কথা স্বীকার করতে চান না অনেকেই। রাকুলের ভাবনা ভিন্ন, তিনি বলেন, ‘সবাই জানে আমাদের সম্পর্ক আছে। এটা লুকানোর বিষয় না। গত কয়েক মাসে আমার কাজের চেয়ে প্রেম নিয়েই বেশি চর্চা হচ্ছে। প্রতিটা সাক্ষাৎকারে বলতে হচ্ছে, হ্যাঁ, আমি তাঁকে ভালোবাসি।’

দক্ষিণি সিনেমা দিয়েই রাকুলের যাত্রা শুরু। প্রায় ৩০টি তামিল, তেলুগু, কন্নড় ভাষার সিনেমায় অভিনয় করেছেন। সেখানকার প্রথম সারির নায়িকা হয়েও বলি্উডে কেন আসা? রাকুল বলেন, ‘আমি সমানতালে হিন্দি, তামিল, তেলুগু—এমন আরও কয়েকটি ভাষায় পারদর্শী। কী প্রস্তাব আসছে, আমি সেখানে কী করতে পারি—এটাই বড় কথা। তবে দক্ষিণে এমন হয় যে টানা ছয় মাস একটা কাজ চলে। তখন আলাদা করে হিন্দি ছবির জন্য সময় বের করা কঠিন হয়। তাই গত কয়েক বছরে দক্ষিণের চেয়ে বলিউডেই বেশি ব্যস্ততা বেড়েছে। এখানে একই মাসে অনেক কাজে সময় দেওয়া যায়।’

বিনোদন সম্পর্কিত আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত