Ajker Patrika

ভারতের ‘ন্যাশনাল ক্রাশ’

বিনোদন ডেস্ক
Thumbnail image

ঢাকা: কারও কাছে ন্যাকামি কুইন, কারও কাছে এক্সপ্রেশন কুইন। তবে রাশ্মিকাই এখন ভারতের ‘ন্যাশনাল ক্রাশ’। এর আগে বলিউড অভিনেত্রী দিশা পাটানি হয়েছিলেন ভারতের ন্যাশনাল ক্রাশ। সেই দৌড়ে দিশাকেও পেছনে ফেলে এগিয়ে এলেন রাশ্মিকা। সার্চ ইঞ্জিন গুগলে ‘ন্যাশনাল ক্রাশ অব ইন্ডিয়া’ লিখে সার্চ করলে রাশ্মিকার ছবিই দেখতে পাবেন। গত বছর থেকে নিজের এই অবস্থান ধরে রেখেছেন।

কেন রাশ্মিকাকে নিয়ে এত মাতামাতি? এর পেছনে অবশ্যই রয়েছে তাঁর দুর্দান্ত অন স্ক্রিন পারফরম্যান্স। তা ছাড়া আরও একটি কারণ তাঁকে ভারতের ন্যাশনাল ক্রাশ করে তুলেছে, সেটি হচ্ছে তাঁর অসম্ভব মিষ্টি হাসি। রাশ্মিকার হাসিতে নাকি জাদু রয়েছে। আর ভুবন ভোলানো সেই হাসিতেই মজেছে তরুণ প্রজন্ম। তামিল, তেলুগু, কন্নড় ছবির ভুবনে রীতিমতো রাজরানি এই রাশ্মিকা। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর ভক্তের সংখ্যা অনেক তারকার জন্য ঈর্ষণীয়। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার ছাড়িয়ে গেছে ১৫ মিলিয়ন। অনুরাগীরা আছেন অপেক্ষায়, কবে বলিউডে অভিষেক হবে তাঁর। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক বিয়ের প্রস্তাব পাচ্ছেন ২৫ বছর বয়সী এই তারকা।

রাশ্মিকা ২০১৬ সালে ছবির দুনিয়ায় পা রাখেন। কন্নড় ছবি ‘কিরিক পার্টি’ দিয়ে তাঁর ক্যারিয়ার শুরু হয়। সম্প্রতি ‘সুলতান’ ছবির মাধ্যমে তামিল ছবির দুনিয়ায় অভিষেক হয়েছে তাঁর। রাশ্মিকার সংক্ষিপ্ত ক্যারিয়ারে এখন পর্যন্ত ১২টির মতো ছবি মুক্তি পেয়েছে। এখন পর্যন্ত ১৩টি পুরস্কারের জন্য মনোনয়ন পায়, ৮টিতে বিজয়ী হোন। অল্প সময়ের মধ্যেই তাঁর জনপ্রিয়তা পৌঁছে গেছে তুঙ্গে। এই দক্ষিণি অভিনেত্রীকে আল্লু অর্জুনের সঙ্গে ‘পুষ্পা’ ছবিতে দেখা যাবে। শিগগিরই ‘মিশন মজনু’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হবে তাঁর। শান্তনু বাগচী পরিচালিত এই ছবিতে রাশ্মিকার বিপরীতে আছেন বলিউড নায়ক সিদ্ধার্থ মালহোত্রা। বিকাশ বহেল পরিচালিত কমেডি-ড্রামা ছবি ‘গুডবাই’তে তাঁকে অমিতাভ বচ্চনের সঙ্গে দেখা যাবে।

রাশ্মিকা মান্দানা। ছবি: ইনস্টাগ্রাম থেকে ‘মিশন মজনু’ ছবির মূল চরিত্রে অভিনয় করছেন এই দক্ষিণি অভিনেত্রী। শান্তনু বাগচী পরিচালিত ‘মিশন মজনু’ ছবিটি সত্তরের দশকের এক সত্য ঘটনার ওপর নির্মিত। এই ছবিতে পাকিস্তানে ভারতের গুপ্ত অভিযান নিয়ে একটি সত্য ঘটনা তুলে ধরা হবে। সিদ্ধার্থকে ছবিতে ‘র’-এর গুপ্তচরের ভূমিকায় দেখা যাবে। ‘মিশন মজনু’ ছবির অন্যতম সেরা আকর্ষণ হতে যাচ্ছেন রাশ্মিকা। সিদ্ধার্থ আর রাশ্মিকার নতুন জুটি সবাই পছন্দ করবেন বলে বিশ্বাস ছবির নির্মাতাদের।

অন্যদিকে রাশ্মিকা অভিনীত ‘গুডবাই’ ছবির পরিচালক বিকাশ বহেল। ‘চিল্লার পার্টি’, ‘কুইন’, ‘সুপার থার্টি’ ছবিগুলো পরিচালনা করেছেন বিকাশ। দ্বিতীয় ছবিতেই বিকাশের মতো পরিচালক ও অমিতাভের মতো অভিনেতা পেয়েছেন রাশ্মিকা। এখানে অমিতাভ বচ্চনের মেয়ে হিসেবে পর্দায় আসবেন ‘ডিয়ার কমরেড’খ্যাত এই অভিনেত্রী।

২০১৭ সালে দক্ষিণী নায়ক রক্ষিত শেঠিকে বিয়ে করেছিলেন রাশ্মিকা। কিন্তু বছর ঘুরতে না–ঘুরতেই তাঁদের বিচ্ছেদও হয়ে যায়। গ্ল্যামার দুনিয়ায় আসার পর থেকে এখনো পেছনে ফিরে তাকাতে হয়নি রাশ্মিকাকে। এখনো পর্যন্ত তাঁর প্রতিটা ফিল্মই বাণিজ্যিকভাবে দারুণ সফল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত