ভারতের দক্ষিণী ছবির জনপ্রিয় নায়িকা সামান্থা রুথ প্রভু। ২০১০ সালে তামিল সিনেমায় অভিষেক। একই বছর নাগা চৈতন্য আক্কিনেনির সঙ্গে জুটি হয়ে তেলুগু ভাষার ‘ইয়ে মায়া চেসাভ’ নামের ছবিতে অভিনয় করেন। তারপরই প্রেমের সম্পর্কে জড়ান তাঁরা।
লুকিয়ে দীর্ঘদিন প্রেম করেন এই তারকা জুটি। প্রেমের সম্পর্ক নিয়ে নানা খবর রটে গণমাধ্যমে। সবকিছুর অবসান ঘটিয়ে ২০১৭ সালের ৬ অক্টোবর বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা। এই জুটি নিয়ে নতুন গুঞ্জন, ভেঙে যাচ্ছে চৈতন্য-সামান্থার সংসার!
বিয়ের পর সামান্থা তাঁর নামের শেষাংশে স্বামীর পদবি ‘আক্কিনেনি’ যুক্ত করেন। তাঁর ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক অ্যাকাউন্টে সামান্থা রুথ প্রভুর পরিবর্তে লেখেন সামান্থা আক্কিনেনি। কিন্তু হঠাৎ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে নিজের নামের সঙ্গে যুক্ত করা ‘আক্কিনেনি’ অংশটুকু মুছে ফেলেছেন তিনি।
‘আমার নিজের একটা পরিচয় ছিল। যে পরিচয়টা বহু কষ্টে অর্জিত। কিন্তু গত কয়েক বছরে মনে হচ্ছে সেই পরিচয়টা অন্য কোনো বড় নামের আড়ালে ঢেকে যাচ্ছে। আমি আমার পরিচয়ে পরিচিত হতে চাই।’
সামান্থা আক্কিনেনি, অভিনেত্রী
আগের মতো সামান্থা রুথ প্রভু নামে দেখা যাচ্ছে তাঁর প্রোফাইলের নাম। এরপরই শুরু হয়েছে সামান্থা-নাগার সংসার ভাঙার গুঞ্জন। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি সামান্থার।
টাইমস অব ইন্ডিয়ার সঙ্গে গত সপ্তাহেই এক সাক্ষাৎকারে কথা বলেছেন সামান্থা। সেখানে তিনি বলেছেন, ‘আমার নিজের একটা পরিচয় ছিল। যে পরিচয়টা বহু কষ্টে অর্জিত। কিন্তু গত কয়েক বছরে মনে হচ্ছে সেই পরিচয়টা অন্য কোনো বড় নামের আড়ালে ঢেকে যাচ্ছে। আমি আমার পরিচয়ে পরিচিত হতে চাই।’
বর্তমানে ‘কাতুবাকুলা রেন্ডু কাদাল’ ছবি নিয়ে ব্যস্ত সামান্থা। এ ছাড়া ‘শকুন্তলাম’ ছবিতে দেখা যাবে তাঁকে। এ ছাড়া অশ্বিন সারাবানাম পরিচালিত একটি ভৌতিক ছবিতে অভিনয় করবেন সামান্থা। এর কোনো ছবিতেই চৈতন্যের সঙ্গে দেখা যাবে না সামান্থাকে।
ভারতের দক্ষিণী ছবির জনপ্রিয় নায়িকা সামান্থা রুথ প্রভু। ২০১০ সালে তামিল সিনেমায় অভিষেক। একই বছর নাগা চৈতন্য আক্কিনেনির সঙ্গে জুটি হয়ে তেলুগু ভাষার ‘ইয়ে মায়া চেসাভ’ নামের ছবিতে অভিনয় করেন। তারপরই প্রেমের সম্পর্কে জড়ান তাঁরা।
লুকিয়ে দীর্ঘদিন প্রেম করেন এই তারকা জুটি। প্রেমের সম্পর্ক নিয়ে নানা খবর রটে গণমাধ্যমে। সবকিছুর অবসান ঘটিয়ে ২০১৭ সালের ৬ অক্টোবর বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা। এই জুটি নিয়ে নতুন গুঞ্জন, ভেঙে যাচ্ছে চৈতন্য-সামান্থার সংসার!
বিয়ের পর সামান্থা তাঁর নামের শেষাংশে স্বামীর পদবি ‘আক্কিনেনি’ যুক্ত করেন। তাঁর ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক অ্যাকাউন্টে সামান্থা রুথ প্রভুর পরিবর্তে লেখেন সামান্থা আক্কিনেনি। কিন্তু হঠাৎ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে নিজের নামের সঙ্গে যুক্ত করা ‘আক্কিনেনি’ অংশটুকু মুছে ফেলেছেন তিনি।
‘আমার নিজের একটা পরিচয় ছিল। যে পরিচয়টা বহু কষ্টে অর্জিত। কিন্তু গত কয়েক বছরে মনে হচ্ছে সেই পরিচয়টা অন্য কোনো বড় নামের আড়ালে ঢেকে যাচ্ছে। আমি আমার পরিচয়ে পরিচিত হতে চাই।’
সামান্থা আক্কিনেনি, অভিনেত্রী
আগের মতো সামান্থা রুথ প্রভু নামে দেখা যাচ্ছে তাঁর প্রোফাইলের নাম। এরপরই শুরু হয়েছে সামান্থা-নাগার সংসার ভাঙার গুঞ্জন। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি সামান্থার।
টাইমস অব ইন্ডিয়ার সঙ্গে গত সপ্তাহেই এক সাক্ষাৎকারে কথা বলেছেন সামান্থা। সেখানে তিনি বলেছেন, ‘আমার নিজের একটা পরিচয় ছিল। যে পরিচয়টা বহু কষ্টে অর্জিত। কিন্তু গত কয়েক বছরে মনে হচ্ছে সেই পরিচয়টা অন্য কোনো বড় নামের আড়ালে ঢেকে যাচ্ছে। আমি আমার পরিচয়ে পরিচিত হতে চাই।’
বর্তমানে ‘কাতুবাকুলা রেন্ডু কাদাল’ ছবি নিয়ে ব্যস্ত সামান্থা। এ ছাড়া ‘শকুন্তলাম’ ছবিতে দেখা যাবে তাঁকে। এ ছাড়া অশ্বিন সারাবানাম পরিচালিত একটি ভৌতিক ছবিতে অভিনয় করবেন সামান্থা। এর কোনো ছবিতেই চৈতন্যের সঙ্গে দেখা যাবে না সামান্থাকে।
শাশ্বত চট্টোপাধ্যায় এখন শুধু বাংলার নন, বলিউডেও তাঁর ব্যস্ততা বেড়েছে। তবু বাংলাদেশের সিরিজে অভিনয়ের প্রস্তাব পেতেই উচ্ছ্বসিত হয়ে উঠেছিলেন। বাংলাদেশে আসতে পারবেন, এটাই ছিল তাঁর প্রধান আগ্রহের বিষয়। সৈয়দ আহমেদ শাওকীর পরিচালনায় ‘গুলমোহর’ সিরিজের শুটিং করতে গত বছর ঢাকায় এসেছিলেন শাশ্বত।
১২ ঘণ্টা আগেবিশ্বের অন্যতম ধনী সংগীতশিল্পী সেলেনা গোমেজ। গত বছর বিলিয়নিয়ার হওয়ার গৌরব অর্জন করেন তিনি। সেই সেলেনাই নাকি হিমশিম খাচ্ছেন কর্মীদের বেতন দিতে। প্রতিষ্ঠান চালাতে তাঁর মা ব্যাংক থেকে বড় অঙ্কের ঋণ নিয়েছেন। ফোর্বসে এমন খবর প্রকাশের পর সমালোচনার মুখে পড়েছেন সেলেনা।
১২ ঘণ্টা আগেকিংবদন্তি নির্মাতা মৃণাল সেনের বায়োপিক বানিয়েছিলেন সৃজিত মুখার্জি। ‘পদাতিক’ নামের সিনেমাটিতে মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করেন বাংলাদেশের চঞ্চল চৌধুরী। বিভিন্ন চলচ্চিত্র উৎসব ঘুরে, প্রেক্ষাগৃহে মুক্তির পর সিনেমাটি এবার আসছে টিভির পর্দায়।
১২ ঘণ্টা আগে১৯৯৯ সালে যাত্রা শুরু নেমেসিস ব্যান্ডের। প্রতিষ্ঠার ছয় বছর পর ২০০৫ সালে প্রকাশ পেয়েছিল ব্যান্ডের প্রথম স্টুডিও অ্যালবাম ‘অন্বেষণ’। এরপর ২০১১ ও ২০১৭ সালে আসে ‘তৃতীয় যাত্রা’ ও ‘গণজোয়ার’ নামের আরও দুটি স্টুডিও অ্যালবাম। প্রতিটি অ্যালবামে ছিল ৬ বছরের গ্যাপ। তবে চতুর্থ অ্যালবাম প্রকাশ করতে আরও বেশি সময়
১ দিন আগে