Ajker Patrika

মাদক মামলায় ফাঁসছেন একঝাঁক তারকা

মাদক মামলায় ফাঁসছেন একঝাঁক তারকা

মাদক মামলায় ফের উঠেছে তারকাদের নাম। তলব করা হয়েছে বলিউড অভিনেত্রী রাকুলপ্রীত সিং, রানা ডগ্গুবতী, রবি তেজার মতো ভারতের দক্ষিণী ছবির একাধিক বড় তারকাকে। চার বছরের পুরোনো এই মাদক মামলায় মোট ১২ জন তেলুগু অভিনেতা-অভিনেত্রী-পরিচালককে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি।

ভারতীয় গণমাধ্যম বলছে, রাকুল প্রীত সিংকে তলব করা হয়েছে ৬ সেপ্টেম্বর, রানা ডগ্গুবতীকে ৮ সেপ্টেম্বর। পরিচালক পুরী জগন্নাথকে ৩১ আগস্ট হাজিরা দিতে বলা হয়েছে। এ ছাড়া দক্ষিণী ছবির মেগাস্টার রবি তেজাকেও ৯ সেপ্টেম্বর হাজির হতে বলা হয়েছে। খবর রটেছে, তালিকায় রয়েছে দক্ষিণী ছবির এ সময়ের জনপ্রিয় মুখ চার্মি কৌর, মুমাইথ খান, তরুণ, তানিশ, নান্দুরাও।

২০১৭ সালে তেলেঙ্গনাতে ৩০ লাখ মূল্যের মাদক আটক করা হয়। এরপর শুরু হয় তদন্ত। দায়ের করা হয় ১২টি মামলা। চার্জশিটও দাখিল করা হয়েছিল ১১টি মামলার। সে সময় একাধিক তারকার নাম আসে এই মাদককাণ্ডে। তবে আপাতত প্রমাণ না থাকায় সাক্ষী হিসেবেই ডাকা হয়েছে এই রুপালি পর্দার জনপ্রিয় ব্যক্তিত্বদের। এই মামলায় মোট ৬২ জন তারকাকে সন্দেহভাজনের তালিকায় রাখা হয়েছে। যদিও কোনো তারকার নামে এখনো চার্জশিট গঠন করা হয়নি বলে শোনা গেছে। এই ৬২ জন তেলুগু তারকার আঙুলের ছাপ নেওয়া হয়েছে। তবে এটা পরীক্ষামূলক ব্যাপার, তাই কারও নামই সামনে আসেনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, মাদ্রাসা সুপারসহ তিনজন আটক

মধুচন্দ্রিমায় স্বামী নিহত, কফিন জড়িয়ে হিমাশি

বিজিবির সাবেক মহাপরিচালক সাফিনুলের পরিবারের ৫৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

১৬ বছর আগে নিহত শিশু ও সাত বছর ধরে প্রবাসী অষ্টগ্রামে মামলার আসামি!

এটা ছোটখাটো অপহরণ: চবির ৫ শিক্ষার্থীকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত