কেঁচো সার তৈরি করে স্বাবলম্বী রাশিদা
রাশিদার বাড়িতে পালিত দুটি গরুর গোবর দিয়েই সার উৎপাদন করেন তিনি। এক একটি রিংয়ে প্রতি ২৫-৩০ দিনে এক মণ কেচো সার উৎপাদন হয়, যা তিনি ৬০০ টাকা মণ দরে বিক্রি করেন। পাশাপাশি প্রতিকেজি কেচো বিক্রি করেন ১,৫০০ টাকায়। তাঁর তৈরি সার স্থানীয় কৃষক এবং কৃষি অফিস কিনে নেয়। মাসে সবজি, সার, দুধ ও কেচো বিক্রি করে তাঁর