Ajker Patrika

মুগদায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, হাসপাতালে তরুণের মৃত্যু

ঢামেক প্রতিবেদক
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর মুগদায় গণপিটুনিতে গুরুতর আহত এক তরুণ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। প্রাথমিকভাবে তাঁর নাম আল আমিন এবং বয়স ২০ বছর বলে জানা গেছে। তবে তাঁর ঠিকানা এখন পর্যন্ত জানা যায়নি। নিহত ওই তরুণ ছিনতাইয়ের চেষ্টাকালে গণপিটুনির শিকার হন বলে জানিয়েছে পুলিশ।

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে এই তরুণের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন মুগদা থানার উপপরিদর্শক (এসআই) উত্তম কুমার।

তিনি বলেন, গতকাল বুধবার রাত রাত পৌনে ১০টার দিকে মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালের উল্টো দিকের শান্ত ফিলিং স্টেশনের সামনে ছিনতাইয়ের চেষ্টা করেন আল আমিন। স্থানীয়রা তা দেখতে পেয়ে তাঁকে পিটুনি দেয়। এতে গুরুতর আহত ওই তরুণকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ বিকেলে তিনি মারা যান।

নিহত তরুণের ঠিকানা জানার চেষ্টা চলছে জানিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, মুগদা থানায় ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে প্রভাবশালী ভারতীয় বংশোদ্ভূত প্রতিরক্ষা বিশেষজ্ঞ গ্রেপ্তার

জুলাই সনদে স্বাক্ষর নিয়ে শেষ মুহূর্তে এসে অনিশ্চয়তা, সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠক

ইতিহাসের সর্ববৃহৎ ক্রিপ্টো কেলেঙ্কারি, ১৪ বিলিয়ন ডলারের কয়েন জব্দ

বিহার নির্বাচন: লড়বেন না প্রশান্ত কিশোর, ‘নিশ্চিত পরাজয়’ দেখছেন বিজেপি জোটের

প্রাপ্তবয়স্কদের কনটেন্ট চালু করছে চ্যাটজিপিটি, শিশুদের নিরাপত্তা কোথায়

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত