নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নেদারল্যান্ডসভিত্তিক সংস্থা আইসিসিও কো-অপারেশন বাংলাদেশের কর্মকর্তা ও ইতালির নাগরিক তাবেলা সিজারকে হত্যার দায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও চারজনকে খালাস দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ শেখ ছামিদুল ইসলাম এ রায় দেন।
যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া আসামিরা হলেন তামজিদ আহমেদ ওরফে রুবেল, রাসেল চৌধুরী, মিনহাজুল আরেফিন ওরফে ভাগনে রাসেল।
খালাসপ্রাপ্তদের মধ্যে রয়েছেন ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সিটি করপোরেশনের সাবেক ওয়ার্ড কমিশনার এম এ কাইয়ুম, তাঁর ভাই আবদুল মতিন, শাখাওয়াত হোসেন ও সোহেল।
তাঁদের খালাস দেওয়ার বিষয়ে রায়ে আদালত বলেন, এই চারজনের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়নি।
রায়ে শাখাওয়াত হোসেনকে অন্য কোনো মামলায় প্রয়োজন না হলে অবিলম্বে মুক্তি দেওয়ার নির্দেশ দেওয়া হয়। বিএনপি নেতা এম এ কাইয়ুম ও সোহেলের বিরুদ্ধে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়।
আজ হত্যা মামলার রায় ঘোষণার দিন তামজিদ আহমেদ, রাসেল চৌধুরী, মিনহাজুল আরেফিন ও শাখাওয়াত হোসেনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। আবদুল মতিন জামিনে থেকে আদালতে হাজির হন।
সাজা ঘোষণার পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত তিনজনকে আবার কারাগারে পাঠানো হয়।
মামলার অভিযোগে বলা হয়, ২০১৫ সালের ২৮ সেপ্টেম্বর রাজধানীর গুলশানে তাবেলা সিজারকে গুলি করে একদল দুর্বৃত্ত। স্থানীয় লোকজন উদ্ধার করে তাঁকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
এ ঘটনার দায় আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেট (আইএস) নেয় বলে যুক্তরাষ্ট্রভিত্তিক এক ওয়েবসাইটে দাবি করা হয়েছিল।
হত্যাকাণ্ডের পর আইসিসিও কো-অপারেশন বাংলাদেশের আবাসিক প্রতিনিধি হেলেন দার বিক বাদী হয়ে গুলশান থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হয়।
পরের বছরের ২৮ জুন ঢাকার আদালতে বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ওয়ার্ড কমিশনার এম এ কাইয়ুমসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক গোলাম রাব্বানী।
মামলার অভিযোগপত্রে বলা হয়, তাবেলা সিজারের ওপর হামলাকারীদের একমাত্র লক্ষ্য ছিল একজন শ্বেতাঙ্গকে হত্যা করে দেশে-বিদেশে আতঙ্ক ছড়িয়ে দেওয়া। দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এই পরিকল্পনা করা হয়।
গ্রেপ্তারের পর তামজিদ আহমেদ, রাসেল চৌধুরী, মিনহাজুল আরেফিন, আবদুল মতিন ও শাখাওয়াত হোসেন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে হত্যার দায় স্বীকার করেন।
মামলার বিচার চলাকালে পলাতক ছিলেন বিএনপি নেতা এম এ কাইয়ুম ও সোহেল।
নেদারল্যান্ডসভিত্তিক সংস্থা আইসিসিও কো-অপারেশন বাংলাদেশের কর্মকর্তা ও ইতালির নাগরিক তাবেলা সিজারকে হত্যার দায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও চারজনকে খালাস দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ শেখ ছামিদুল ইসলাম এ রায় দেন।
যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া আসামিরা হলেন তামজিদ আহমেদ ওরফে রুবেল, রাসেল চৌধুরী, মিনহাজুল আরেফিন ওরফে ভাগনে রাসেল।
খালাসপ্রাপ্তদের মধ্যে রয়েছেন ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সিটি করপোরেশনের সাবেক ওয়ার্ড কমিশনার এম এ কাইয়ুম, তাঁর ভাই আবদুল মতিন, শাখাওয়াত হোসেন ও সোহেল।
তাঁদের খালাস দেওয়ার বিষয়ে রায়ে আদালত বলেন, এই চারজনের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়নি।
রায়ে শাখাওয়াত হোসেনকে অন্য কোনো মামলায় প্রয়োজন না হলে অবিলম্বে মুক্তি দেওয়ার নির্দেশ দেওয়া হয়। বিএনপি নেতা এম এ কাইয়ুম ও সোহেলের বিরুদ্ধে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়।
আজ হত্যা মামলার রায় ঘোষণার দিন তামজিদ আহমেদ, রাসেল চৌধুরী, মিনহাজুল আরেফিন ও শাখাওয়াত হোসেনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। আবদুল মতিন জামিনে থেকে আদালতে হাজির হন।
সাজা ঘোষণার পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত তিনজনকে আবার কারাগারে পাঠানো হয়।
মামলার অভিযোগে বলা হয়, ২০১৫ সালের ২৮ সেপ্টেম্বর রাজধানীর গুলশানে তাবেলা সিজারকে গুলি করে একদল দুর্বৃত্ত। স্থানীয় লোকজন উদ্ধার করে তাঁকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
এ ঘটনার দায় আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেট (আইএস) নেয় বলে যুক্তরাষ্ট্রভিত্তিক এক ওয়েবসাইটে দাবি করা হয়েছিল।
হত্যাকাণ্ডের পর আইসিসিও কো-অপারেশন বাংলাদেশের আবাসিক প্রতিনিধি হেলেন দার বিক বাদী হয়ে গুলশান থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হয়।
পরের বছরের ২৮ জুন ঢাকার আদালতে বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ওয়ার্ড কমিশনার এম এ কাইয়ুমসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক গোলাম রাব্বানী।
মামলার অভিযোগপত্রে বলা হয়, তাবেলা সিজারের ওপর হামলাকারীদের একমাত্র লক্ষ্য ছিল একজন শ্বেতাঙ্গকে হত্যা করে দেশে-বিদেশে আতঙ্ক ছড়িয়ে দেওয়া। দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এই পরিকল্পনা করা হয়।
গ্রেপ্তারের পর তামজিদ আহমেদ, রাসেল চৌধুরী, মিনহাজুল আরেফিন, আবদুল মতিন ও শাখাওয়াত হোসেন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে হত্যার দায় স্বীকার করেন।
মামলার বিচার চলাকালে পলাতক ছিলেন বিএনপি নেতা এম এ কাইয়ুম ও সোহেল।
ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বেতারের সংবাদ পাঠিকা মনি চৌধুরী (৩৫) গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় তিনি তাঁর দুটি পা হারিয়েছেন। বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের চৌধুরীহাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মনি চৌধ
১ সেকেন্ড আগেসরকার ইউক্যালিপটাস ও আকাশমণিগাছের চারা তৈরি, রোপণ ও বিক্রয় নিষিদ্ধ করেছে। পরিবেশ রক্ষার এই উদ্যোগকে সামাজিক আন্দোলন হিসেবে গড়ে তুলতে গত মঙ্গলবার (১ জুলাই) উপজেলা পরিষদ চত্বরে ৬ হাজার ১০০ চারা ধ্বংস করা হয়। এতে নেতৃত্ব দেন ইউএনও মো. তৌহিদুর রহমান।
৮ মিনিট আগেছেলেকে গ্রেপ্তার করেছে খবর শুনে বাবা আলী আকবর থানায় ছুটে যান। হাজতখানায় ছেলেকে দেখে মুহূর্তেই স্ট্রোক করেন তিনি। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে শর্তসাপেক্ষে আত্মীয়স্বজনের জিম্মায় ছেড়ে দিয়েছে পুলিশ।
১৫ মিনিট আগেতিনি বলেন, গতকাল বুধবার রাত রাত পৌনে ১০টার দিকে মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালের উল্টো দিকের শান্ত ফিলিং স্টেশনের সামনে ছিনতাইয়ের চেষ্টা করেন আল আমিন। স্থানীয়রা তা দেখতে পেয়ে তাঁকে পিটুনি দেয়। এতে গুরুতর আহত ওই তরুণকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
১৮ মিনিট আগে