Ajker Patrika

ফরিদগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি 
আপডেট : ০৩ জুলাই ২০২৫, ১৭: ১২
গ্রেপ্তারকৃত মো. মজিবুর রহমান। ছবি: সংগৃহীত
গ্রেপ্তারকৃত মো. মজিবুর রহমান। ছবি: সংগৃহীত

চাঁদপুরের ফরিদগঞ্জে বিএনপির কার্যালয় ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় পৌর আওয়ামী লীগের সভাপতি মো. মজিবুর রহমানকে (৫০) গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে মজিবুর রহমানের অবস্থান নিশ্চিত হয়ে চরকুমিরা গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত মজিবুর রহমান চরকুমিরা গ্রামের মৃত আব্দুল ছাত্তারের ছেলে ও ফরিদগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।

পুলিশ সূত্রে জানা যায়, ২০২২ সালের ১ অক্টোবর ফরিদগঞ্জ উপজেলা বিএনপি ও সহযোগী-অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা কেন্দ্রঘোষিত দলীয় কর্মসূচি পালনকালে উপজেলা বিএনপির কার্যালয় ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনার প্রায় আড়াই বছর পর চলতি বছরের ২০ ফেব্রুয়ারি স্থানীয় স্বেচ্ছাসেবক দল নেতা এমরান হোসেন স্বপন বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করেন। সেই মামলার সন্দেহভাজন আসামি হিসেবে মামলার তদন্তকারী কর্মকর্তা ফরিদগঞ্জ থানার এসআই আরিফুর রহমান সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে মো. মজিবুর রহমানকে গ্রেপ্তার করেন।

বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ বলেন, গ্রেপ্তারকৃত মজিবুর রহমানকে বৃহস্পতিবার (৩ জুলাই) আদালতে পাঠানো হয়েছে।

আরও খবর পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুরাদনগরে বাড়ি ঘেরাও করে মা-ছেলেসহ ৩ জনকে পিটিয়ে হত্যা

যুক্তরাষ্ট্রের সঙ্গে ১০ বছর মেয়াদি প্রতিরক্ষা চুক্তিতে যাচ্ছে ভারত: পেন্টাগন

চাচাকে বিয়ে করতে না পেরে ৪৫ দিনের মাথায় স্বামীকে খুন করলেন নববধূ

যৌতুকের জন্য নির্যাতনের শিকার নারীরা সব ক্ষেত্রে সরাসরি মামলা করতে পারবেন না

ফরিদগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত