Ajker Patrika

ফরিদপুরে এ কে আজাদের বাড়ির সামনে বিএনপির মিছিল

ফরিদপুর প্রতিনিধি
আপডেট : ০৪ জুলাই ২০২৫, ০০: ৪৮
ফরিদপুরে এ কে আজাদের বাড়ির সামনে বিএনপির বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা
ফরিদপুরে এ কে আজাদের বাড়ির সামনে বিএনপির বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

সাবেক সংসদ সদস্য ও শিল্পপতি এ কে আজাদের ফরিদপুরের বাড়ির সামনে বিক্ষোভ করেছেন বিএনপির নেতা-কর্মীরা। আজ বৃহস্পতিবার বিকেলে শহরের ঝিলটুলীতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির নেতা-কর্মীরা সদর উপজেলা ভূমি অফিসের সামনে জড়ো হয়ে মিছিল নিয়ে এ কে আজাদের বাড়ির সামনে কিছুক্ষণ অবস্থান নেন। পরে মিছিলটি শহরের কাঠপট্টিতে বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন মহানগর বিএনপির সদস্যসচিব গোলাম মোস্তফা মিরাজ।

জানতে চাইলে হা-মীম গ্রুপের ভূমি কর্মকর্তা মো. রাফিজুল খান জানান, বিএনপির নেতারা গেটে আঘাত করলে সিকিউরিটি গার্ড মেহেদী হাসান এগিয়ে গিয়ে গেট খুলে দেন। ওই সময় ভেতরে মহানগর বিএনপির সদস্যসচিব গোলাম মোস্তফা, মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক নাহিদুল ইসলাম নাহিদসহ বিএনপির তিন–চারজন নেতা-কর্মী বাড়ির ভেতরে ঢোকেন।

এ বিষয়ে মহানগর বিএনপির সদস্যসচিব গোলাম মোস্তফা মিরাজ আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি, আজ বিকেলে এ কে আজাদের বাড়িতে আওয়ামী লীগের নেতা-কর্মীদের গোপন মিটিং করা হবে। এমন খবরে তাৎক্ষণিকভাবে একটি মিছিল করি। তবে ওই সড়কে এ কে আজাদ সাহেবের বাড়ি ছিল, তা আমি জানতাম না।’

জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী জানান, তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। এ কে আজাদের বাড়িতে কিছু ঘটেছে বলে তাঁর জানা নেই। কেউ তাঁকে জানায়নি।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান বলেন, ‘বিকেল ৪টার দিকে আমি খবর পাই এ কে আজাদের বাড়িতে বিএনপির লোকজন গিয়েছে। এ খবর পাওয়ার পর দ্রুত সেখানে পুলিশ পাঠানো হয়। তবে ঘটনাস্থলে গিয়ে পুলিশ কাউকে পায়নি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুরাদনগরে বাড়ি ঘেরাও করে মা-ছেলেসহ ৩ জনকে পিটিয়ে হত্যা

যৌতুকের জন্য নির্যাতনের শিকার নারীরা সব ক্ষেত্রে সরাসরি মামলা করতে পারবেন না

যুক্তরাষ্ট্রের সঙ্গে ১০ বছর মেয়াদি প্রতিরক্ষা চুক্তিতে যাচ্ছে ভারত: পেন্টাগন

চাচাকে বিয়ে করতে না পেরে ৪৫ দিনের মাথায় স্বামীকে খুন করলেন নববধূ

ফরিদগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত