কর্ণফুলী(চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের কর্ণফুলীতে বাড়ির ছাদে খেলতে গিয়ে আসিম বিন সাইফ (১৩) নামের সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক শিশু মারা গেছে।
আজ বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেল পৌনে ৫টার দিকে উপজেলার বড়উঠান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউসুফ মোহাম্মদের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শিশু স্থানীয় মোহাম্মদ সাইফুদ্দিনের ছেলে। দুই ভাই ও এক বোনের মধ্যে সে সবার বড়।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, আজ বিকেল পৌন ৫টার সময় তিনতলা ভবনের ছাদের ওপর কাপড় শুকানোর টিনশেডের ঘরে খেলছিল আসিমসহ চারজন। ওই সময় ওই ভবনের পাশের কবরস্থানের একটি গাছ কাটছিলেন লোকজন। গাছ কাটার সময় একটি ডাল ওই টিনশেডের ঘরে পড়লে আসিম চাপা পড়ে এবং কাপড় শুকানোর রশিতে পেঁচিয়ে যায়। পরে আসিমের সঙ্গে খেলারত আসিমের ছোট ভাই আয়ানসহ তিনজন নিচে পরিবারকে খবর দিলে তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর আজ রাত ৮টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, পরিবারের লোকজন আহাজারি করছিলেন। ওই সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
নিহত শিশুর ছোট ভাই আয়ান বিন সাইফ বলে, ‘আমরা চারজন খেলা করছিলাম। ওই সময় হঠাৎ একটি ডাল টিনের ঘরে পড়ে আর ভাইয়া টিনের নিচে চাপা পড়ে। সঙ্গে সঙ্গে সে মারা যায়।’
নিহত শিশুর চাচা গিয়াস উদ্দিন বলেন, ‘আমরা ঘরে আম খাচ্ছিলাম। তখন আওয়াজ শুনে ছাদে উঠে দেখি আসিম টিনের চালের নিচে চাপা পড়ে গলায় কাপড় শুকানোর রশি পেঁচিয়ে রয়েছে। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাই। কিন্তু তাকে বাঁচাতে পারিনি।’
কর্ণফুলী থানার শাহমীরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ রিয়াদুল ইসলাম জানান, সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে আত্মীয়দের সঙ্গে কথা বলে ময়নাতদন্তসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
চট্টগ্রামের কর্ণফুলীতে বাড়ির ছাদে খেলতে গিয়ে আসিম বিন সাইফ (১৩) নামের সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক শিশু মারা গেছে।
আজ বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেল পৌনে ৫টার দিকে উপজেলার বড়উঠান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউসুফ মোহাম্মদের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শিশু স্থানীয় মোহাম্মদ সাইফুদ্দিনের ছেলে। দুই ভাই ও এক বোনের মধ্যে সে সবার বড়।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, আজ বিকেল পৌন ৫টার সময় তিনতলা ভবনের ছাদের ওপর কাপড় শুকানোর টিনশেডের ঘরে খেলছিল আসিমসহ চারজন। ওই সময় ওই ভবনের পাশের কবরস্থানের একটি গাছ কাটছিলেন লোকজন। গাছ কাটার সময় একটি ডাল ওই টিনশেডের ঘরে পড়লে আসিম চাপা পড়ে এবং কাপড় শুকানোর রশিতে পেঁচিয়ে যায়। পরে আসিমের সঙ্গে খেলারত আসিমের ছোট ভাই আয়ানসহ তিনজন নিচে পরিবারকে খবর দিলে তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর আজ রাত ৮টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, পরিবারের লোকজন আহাজারি করছিলেন। ওই সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
নিহত শিশুর ছোট ভাই আয়ান বিন সাইফ বলে, ‘আমরা চারজন খেলা করছিলাম। ওই সময় হঠাৎ একটি ডাল টিনের ঘরে পড়ে আর ভাইয়া টিনের নিচে চাপা পড়ে। সঙ্গে সঙ্গে সে মারা যায়।’
নিহত শিশুর চাচা গিয়াস উদ্দিন বলেন, ‘আমরা ঘরে আম খাচ্ছিলাম। তখন আওয়াজ শুনে ছাদে উঠে দেখি আসিম টিনের চালের নিচে চাপা পড়ে গলায় কাপড় শুকানোর রশি পেঁচিয়ে রয়েছে। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাই। কিন্তু তাকে বাঁচাতে পারিনি।’
কর্ণফুলী থানার শাহমীরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ রিয়াদুল ইসলাম জানান, সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে আত্মীয়দের সঙ্গে কথা বলে ময়নাতদন্তসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক নোয়াখালীর সেনবাগ ও সদরের দত্তেরহাট শাখায় অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক) নোয়াখালী কার্যালয়ের একটি দল। এ সময় তারা ওই কার্যালয়ের বিভিন্ন নথিপত্র যাচাই করে।
২ মিনিট আগেপিরোজপুরের মঠবাড়িয়ায় আলম হাওলাদার নামের এক চা-দোকানিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আলম হাওলাদার (৭০) উপজেলার মিরুখালী ইউনিয়নের বড়শৌলা গ্রামের বাসিন্দা
১৫ মিনিট আগেএনসিপি আগামী বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব করতে চায়—হয় সরকারি দল হিসেবে, না হয় শক্তিশালী বিরোধী দল হিসেবে। তবে জাতীয় পার্টির মতো ‘পোষা বিরোধী দল’ হওয়ার জন্য এনসিপি রাজনীতি করছে না।
১৯ মিনিট আগেএবার আরও বড় পরিসরে শুরু হতে যাচ্ছে রাজশাহী বিভাগীয় বইমেলা। বিভাগীয় প্রশাসন ও জাতীয় গণগ্রন্থাগারের যৌথ আয়োজনে আগামী ৩১ অক্টোবর রাজশাহী কালেক্টরেট মাঠে শুরু হবে ৯ দিনব্যাপী এ বইমেলা। চলবে ৮ নভেম্বর পর্যন্ত। এ উপলক্ষে আজ সোমবার (২০ অক্টোবর) বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদের সভাপতিত্বে...
১ ঘণ্টা আগে