Ajker Patrika

নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে বিদ্রোহীদের গোলাগুলি, সতর্ক অবস্থানে বিজিবি

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি 
নাইক্ষ্যংছড়ি সীমান্তসংলগ্ন মিয়ানমার অংশে দুই বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে ঘণ্টাব্যাপী গোলাগুলির ঘটনায় সতর্ক অবস্থানে রয়েছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)। ছবি: আজকের পত্রিকা
নাইক্ষ্যংছড়ি সীমান্তসংলগ্ন মিয়ানমার অংশে দুই বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে ঘণ্টাব্যাপী গোলাগুলির ঘটনায় সতর্ক অবস্থানে রয়েছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)। ছবি: আজকের পত্রিকা

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তসংলগ্ন মিয়ানমার অংশে দুই বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে ঘণ্টাব্যাপী গোলাগুলির ঘটনায় বাংলাদেশ সীমান্তবর্তী কয়েকটি গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গোলাগুলির শব্দে কেঁপে ওঠে জামছড়ি, সাপমারা ঝিরিসহ আশপাশের কয়েকটি পাড়া।

স্থানীয় সময় আজ বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেল ৫টা থেকে সোয়া ৬টা পর্যন্ত এই গোলাগুলির ঘটনা ঘটে বলে জানিয়েছেন সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা।

ঘটনার পর থেকে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

জামছড়ি এলাকার বাসিন্দা আবদুচ্ছালাম, ছৈয়দ নূর ও গুরা মিয়া জানান, বিকেলে তাঁরা ভারী অস্ত্রের গুলির প্রচণ্ড শব্দ শুনেছেন। তাঁদের ভাষায়, ‘তুমুল যুদ্ধ বাধে দুই গ্রুপের মধ্যে।’

স্থানীয় কয়েকটি বিশ্বস্ত সূত্র জানায়, মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ) ও আরাকান সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষ হয়। সন্ধ্যা ৭টা পর্যন্ত এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

৪৪ নম্বর সীমান্ত পিলারসংলগ্ন এলাকার স্থানীয় শিক্ষক মো. আইয়ুব জানান, মিয়ানমারের ভেতর থেকে তিনি পরপর ১৭ রাউন্ড গুলির শব্দ শুনেছেন। জামছড়ির ছৈয়দ আলম বলেন, ‘প্রায় ৪৫ মিনিটে থেমে থেমে শতাধিক রাউন্ড গুলির শব্দ শুনেছি।’

সীমান্তবর্তী বাসিন্দাদের ধারণা, বর্তমানে মিয়ানমারে জান্তা সরকারের নিয়ন্ত্রণ থেকে দখল করা একটি চৌকি পুনরুদ্ধারের জন্য আরএসওর সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে আরাকান আর্মি। সংঘর্ষের পেছনে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সম্পৃক্ত থাকতে পারে বলে সন্দেহ করছেন তাঁরা।

এ পরিস্থিতিতে নাইক্ষ্যংছড়ি সীমান্তে দায়িত্বে থাকা ১১ বিজিবি ও ৩৪ বিজিবি তাদের টহল জোরদার করেছে। বিজিবির জওয়ানদের কঠোর অবস্থানে রাখা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

এ বিষয়ে ১১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম কপিল উদ্দিনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুরাদনগরে বাড়ি ঘেরাও করে মা-ছেলেসহ ৩ জনকে পিটিয়ে হত্যা

যৌতুকের জন্য নির্যাতনের শিকার নারীরা সব ক্ষেত্রে সরাসরি মামলা করতে পারবেন না

যুক্তরাষ্ট্রের সঙ্গে ১০ বছর মেয়াদি প্রতিরক্ষা চুক্তিতে যাচ্ছে ভারত: পেন্টাগন

চাচাকে বিয়ে করতে না পেরে ৪৫ দিনের মাথায় স্বামীকে খুন করলেন নববধূ

ফরিদগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত