Ajker Patrika

সরকারি স্থাপনাতেই ইউক্যালিপটাস, ধ্বংস শুধু নার্সারির চারা

এম কে দোলন বিশ্বাস, ইসলামপুর (জামালপুর) 
জামালপুরের ইসলামপুরে ইউক্যালিপটাস ও আকাশমণিগাছের ছয় হাজার চারা ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। ছবি: আজকের পত্রিকা
জামালপুরের ইসলামপুরে ইউক্যালিপটাস ও আকাশমণিগাছের ছয় হাজার চারা ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। ছবি: আজকের পত্রিকা

পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার কথা বলে জামালপুরের ইসলামপুরে ইউক্যালিপটাস ও আকাশমণিগাছের ছয় হাজার চারা ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি বাসভবনসহ সরকারি বিভিন্ন স্থাপনায় এখনো এসব ক্ষতিকর গাছ রয়ে গেছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরকার ইউক্যালিপটাস ও আকাশমণিগাছের চারা তৈরি, রোপণ ও বিক্রয় নিষিদ্ধ করেছে। পরিবেশ রক্ষার এই উদ্যোগকে সামাজিক আন্দোলন হিসেবে গড়ে তুলতে গত মঙ্গলবার (১ জুলাই) উপজেলা পরিষদ চত্বরে ৬ হাজার ১০০ চারা ধ্বংস করা হয়। এতে নেতৃত্ব দেন ইউএনও মো. তৌহিদুর রহমান।

চারা ধ্বংসে ক্ষতিগ্রস্ত ছয়টি নার্সারির মালিককে ইউক্যালিপটাস ও আকাশমণিগাছের প্রতি চারার জন্য চার টাকা হারে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। চেক বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা এ এল এম রেজুয়ান ও অতিরিক্ত কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান আখন্দ উপস্থিত ছিলেন।

তবে সরকারি স্থাপনায় থাকা বড় ইউক্যালিপটাসগাছ রেখে নার্সারির চারা ধ্বংস করায় প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা। অনেকে বলছেন, ইউএনওর বাসভবন ‘যমুনা’র প্রবেশপথেই একটি বড় ইউক্যালিপটাসগাছ রয়েছে, যেটি ঝুঁকিপূর্ণ। এ ছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও টেলিফোন এক্সচেঞ্জ চত্বরে রয়েছে আরও বড় ইউক্যালিপটাসগাছ।

সরেজমিনে দেখা যায়, ইউএনওর সরকারি বাসভবনের প্রবেশপথে থাকা ইউক্যালিপটাসগাছটির ডালপালা ছাঁটা হলেও মূল গাছটি অক্ষত রয়েছে। ঝড়-বৃষ্টিতে এটি বিপজ্জনক হয়ে উঠতে পারে।

ইসলামপুর উপজেলা কৃষি কর্মকর্তা এ এল এম রেজুয়ান বলেন, ‘ইউক্যালিপটাসগাছ প্রচুর পানি শোষণ করে। এ গাছ যেখানে জন্মায়, সেখানে অন্য প্রজাতির গাছের জন্ম নেওয়ার সুযোগ কমে যায়।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ এ এম আবু তাহের জানান, স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে কিছু ক্ষতিকারক গাছ রয়েছে। সেগুলো অপসারণের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে ইউএনও মো. তৌহিদুর রহমান বলেন, ‘সরকারি বাসভবন যমুনার প্রাঙ্গণে একটি ইউক্যালিপটাসগাছ রয়েছে। এটি পুরোনো গাছ। সরকারি নির্দেশনা এলে এসব গাছ অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, পরিবেশের জন্য ক্ষতিকর বিবেচনায় ইউক্যালিপটাস ও আকাশমণিগাছের চারা তৈরি, রোপণ ও বিক্রয় ১৫ মে থেকে নিষিদ্ধ। এতে বলা হয়, এ গাছ মাটি রুক্ষ করে তোলে এবং জীববৈচিত্র্য নষ্ট করে। এসবের বদলে দেশি ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপণের পরামর্শ দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুরাদনগরে বাড়ি ঘেরাও করে মা-ছেলেসহ ৩ জনকে পিটিয়ে হত্যা

যৌতুকের জন্য নির্যাতনের শিকার নারীরা সব ক্ষেত্রে সরাসরি মামলা করতে পারবেন না

যুক্তরাষ্ট্রের সঙ্গে ১০ বছর মেয়াদি প্রতিরক্ষা চুক্তিতে যাচ্ছে ভারত: পেন্টাগন

চাচাকে বিয়ে করতে না পেরে ৪৫ দিনের মাথায় স্বামীকে খুন করলেন নববধূ

ফরিদগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত