Ajker Patrika

দুর্ঘটনায় দুই পা হারালেন সংবাদ পাঠিকা

ঠাকুরগাঁও প্রতিনিধি
আহত সংবাদ পাঠিকা মনি চৌধুরী। ছবি: সংগৃহীত
আহত সংবাদ পাঠিকা মনি চৌধুরী। ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বেতারের সংবাদ পাঠিকা মনি চৌধুরী (৩৫) গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় তিনি তাঁর দুটি পা হারিয়েছেন। বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের চৌধুরীহাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মনি চৌধুরী ওই এলাকার মৃত মহিউদ্দিন চৌধুরীর মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাংলাদেশ বেতার, ঠাকুরগাঁও অফিসে সংবাদ পাঠের উদ্দেশ্যে ভাইয়ের মোটরসাইকেলে করে যাচ্ছিলেন মনি। পথিমধ্যে চৌধুরীহাট বাজার এলাকায় হঠাৎ মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন তিনি। ঠিক তখনই পেছন থেকে আসা দ্রুতগতির একটি ১০ চাকার ট্রাক তাঁর ওপর দিয়ে চলে যায়।

স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাঁর একটি পা কেটে ফেলেন। অবস্থার অবনতি হলে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর আরেকটি পাও কেটে ফেলতে হয়।

ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসক মঞ্জুরুল ইসলাম বলেন, ‘রোগীর আঘাত অত্যন্ত জটিল ও আশঙ্কাজনক ছিল। একাধিক স্থানে গুরুতর ক্ষত ও রক্তক্ষরণ হওয়ায় তাৎক্ষণিকভাবে সার্জিক্যাল ব্যবস্থা নিতে হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।’

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ারে আলম খান জানান, খবর পেয়ে হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি আটক করেছে। তবে চালক পালিয়ে গেছেন। তাঁর পরিচয় শনাক্তে কাজ চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুরাদনগরে বাড়ি ঘেরাও করে মা-ছেলেসহ ৩ জনকে পিটিয়ে হত্যা

যৌতুকের জন্য নির্যাতনের শিকার নারীরা সব ক্ষেত্রে সরাসরি মামলা করতে পারবেন না

যুক্তরাষ্ট্রের সঙ্গে ১০ বছর মেয়াদি প্রতিরক্ষা চুক্তিতে যাচ্ছে ভারত: পেন্টাগন

চাচাকে বিয়ে করতে না পেরে ৪৫ দিনের মাথায় স্বামীকে খুন করলেন নববধূ

ফরিদগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত