ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বেতারের সংবাদ পাঠিকা মনি চৌধুরী (৩৫) গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় তিনি তাঁর দুটি পা হারিয়েছেন। বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের চৌধুরীহাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মনি চৌধুরী ওই এলাকার মৃত মহিউদ্দিন চৌধুরীর মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাংলাদেশ বেতার, ঠাকুরগাঁও অফিসে সংবাদ পাঠের উদ্দেশ্যে ভাইয়ের মোটরসাইকেলে করে যাচ্ছিলেন মনি। পথিমধ্যে চৌধুরীহাট বাজার এলাকায় হঠাৎ মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন তিনি। ঠিক তখনই পেছন থেকে আসা দ্রুতগতির একটি ১০ চাকার ট্রাক তাঁর ওপর দিয়ে চলে যায়।
স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাঁর একটি পা কেটে ফেলেন। অবস্থার অবনতি হলে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর আরেকটি পাও কেটে ফেলতে হয়।
ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসক মঞ্জুরুল ইসলাম বলেন, ‘রোগীর আঘাত অত্যন্ত জটিল ও আশঙ্কাজনক ছিল। একাধিক স্থানে গুরুতর ক্ষত ও রক্তক্ষরণ হওয়ায় তাৎক্ষণিকভাবে সার্জিক্যাল ব্যবস্থা নিতে হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।’
এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ারে আলম খান জানান, খবর পেয়ে হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি আটক করেছে। তবে চালক পালিয়ে গেছেন। তাঁর পরিচয় শনাক্তে কাজ চলছে।
ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বেতারের সংবাদ পাঠিকা মনি চৌধুরী (৩৫) গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় তিনি তাঁর দুটি পা হারিয়েছেন। বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের চৌধুরীহাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মনি চৌধুরী ওই এলাকার মৃত মহিউদ্দিন চৌধুরীর মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাংলাদেশ বেতার, ঠাকুরগাঁও অফিসে সংবাদ পাঠের উদ্দেশ্যে ভাইয়ের মোটরসাইকেলে করে যাচ্ছিলেন মনি। পথিমধ্যে চৌধুরীহাট বাজার এলাকায় হঠাৎ মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন তিনি। ঠিক তখনই পেছন থেকে আসা দ্রুতগতির একটি ১০ চাকার ট্রাক তাঁর ওপর দিয়ে চলে যায়।
স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাঁর একটি পা কেটে ফেলেন। অবস্থার অবনতি হলে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর আরেকটি পাও কেটে ফেলতে হয়।
ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসক মঞ্জুরুল ইসলাম বলেন, ‘রোগীর আঘাত অত্যন্ত জটিল ও আশঙ্কাজনক ছিল। একাধিক স্থানে গুরুতর ক্ষত ও রক্তক্ষরণ হওয়ায় তাৎক্ষণিকভাবে সার্জিক্যাল ব্যবস্থা নিতে হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।’
এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ারে আলম খান জানান, খবর পেয়ে হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি আটক করেছে। তবে চালক পালিয়ে গেছেন। তাঁর পরিচয় শনাক্তে কাজ চলছে।
ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) চলছে চরম শিক্ষক-সংকট। প্রয়োজনীয় শিক্ষকের অর্ধেকও সেখানে কর্মরত নেই। যাঁরা আছেন তাঁদের মধ্যে আবার অনেকে গেছেন শিক্ষাছুটিতে। ফলে পাঠদান, গবেষণাসহ অন্যান্য কাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
১ ঘণ্টা আগেচট্টগ্রামের কর্ণফুলীতে বাড়ির ছাদে খেলতে গিয়ে আসিম বিন সাইফ (১৩) নামের সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক শিশু মারা গেছে। আজ বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেল পৌনে ৫টার দিকে উপজেলার বড়উঠান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউসুফ মোহাম্মদের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শিশু স্থানীয় মোহাম্মদ সাইফুদ্দিনের পুত্র। দুই ভাই ও এক বোনের ম
৪ ঘণ্টা আগেযশোরে নারী-শিশুসহ একই পরিবারের তিনজনের ওপর অ্যাসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ তিনজনকে গুরুতর অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় আজ রাত সাড়ে ৮টার দিকে যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালীতে এ ঘটনা ঘটে।
৪ ঘণ্টা আগেরাজধানীর বনানীর একটি হোটেলে দুই নারীর ওপর হামলার ঘটনায় যুবদলের বহিষ্কৃত নেতা মনির হোসেনের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ জানিয়েছে, মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
৪ ঘণ্টা আগে