Ajker Patrika

রাজধানীতে বিড়াল ধরতে গিয়ে দশতলার ছাদ থেকে পড়ে স্কুলছাত্র নিহত

ঢামেক প্রতিবেদক
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ী মাতুয়াইল এলাকায় দশতলা ভবনের ছাদে বিড়াল ধরতে গিয়ে নিচে পড়ে আদিব আদনান (১২) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার (৩ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে যাত্রাবাড়ী মাতুয়াইল কেরানী মোড় এলাকার একটি বাসায় ঘটনাটি ঘটে।

আহত অবস্থায় স্বজনরা ওই স্কুল ছাত্রকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত ৮টার দিকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেলে মৃত আদিবের বড় ভাই রেদোয়ান ফাহিম বলেন, তাঁরা মাতুয়াইলের ওই দশতলা ভবনের পাঁচতলায় ভাড়া থাকেন। তাঁদের বাড়ি বগুড়া জেলার শেরপুর থানার খন্দোকারপাড়া এলাকায়। বাবার নাম আমিনুল ইসলাম। আদিব শামসুল হক স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র ছিল।

তিনি আরও বলেন, ‘আমাদের বাসায় একটি পালিত বিড়াল আছে। সন্ধ্যার দিকে পালিত বিড়ালটিকে ধরতে গিয়েছিল দশতলার ছাদে। সেখান থেকে নিচে পড়ে যায়। দেখতে পেয়ে তাঁকে হাসপাতালে নিয়ে আসলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, যাত্রাবাড়ী এলাকা থেকে স্বজনরা ওই শিশুটিকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজনরা জানান, দশতলা ছাদের ওপর থেকে নিচে পড়ে গিয়েছিল সে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুরাদনগরে বাড়ি ঘেরাও করে মা-ছেলেসহ ৩ জনকে পিটিয়ে হত্যা

যৌতুকের জন্য নির্যাতনের শিকার নারীরা সব ক্ষেত্রে সরাসরি মামলা করতে পারবেন না

যুক্তরাষ্ট্রের সঙ্গে ১০ বছর মেয়াদি প্রতিরক্ষা চুক্তিতে যাচ্ছে ভারত: পেন্টাগন

চাচাকে বিয়ে করতে না পেরে ৪৫ দিনের মাথায় স্বামীকে খুন করলেন নববধূ

ফরিদগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত