Ajker Patrika

থানা–হাইওয়ে পুলিশের ঠেলাঠেলি, ৬ ঘণ্টা ধরে পড়ে আছে লাশ

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মহাসড়কের পাশে আজ শুক্রবার সকালে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ পাওয়া যায়। ছবি: আজকের পত্রিকা
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মহাসড়কের পাশে আজ শুক্রবার সকালে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ পাওয়া যায়। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মহাসড়কের পাশে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ পাওয়া গেছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় আনুমানিক ৪৫ বছর বয়সী ওই ব্যক্তির লাশ পাওয়া যায়।

খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা ও শিমরাইল হাইওয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এলেও তাঁরা লাশ উদ্ধার নিয়ে ঠেলাঠেলি করছেন। থানা-পুলিশ বলছে, লাশ মহাসড়কে পাওয়া গেছে, তাই হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করবে।

আবার হাইওয়ে পুলিশ বলছে, এটি সড়ক দুর্ঘটনা নয়। লাশে আঘাতের চিহ্ন দেখা গেছে, এটি হত্যাকাণ্ড হতে পারে; তাই লাশ থানা-পুলিশ উদ্ধার করবে। তাঁদের এই ঠেলাঠেলিতে সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত ছয় ঘণ্টা ধরে লাশ মহাসড়কেই পড়ে রয়েছে।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকাল ৯টার দিকে মহাসড়কের পাশে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখেন পথচারীরা। তাঁরা থানা ও হাইওয়ে পুলিশে খবর দেন। সাড়ে ৯টার দিকে হাইওয়ে ও থানা-পুলিশের টিম ঘটনাস্থলে আসে। কিন্তু তাদের কেউ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেনি।

ঘটনাস্থলে থাকা শিমরাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জুলহাস উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘লাশ দেখে সড়ক দুর্ঘটনা মনে হচ্ছে না। লাশে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করছি, কেউ হয়তো লাশ এনে এখানে ফেলে গেছে। থানা-পুলিশ লাশ বুঝে নিতে গড়িমসি করছে। আমরা ঘটনাস্থলে আছি। তাদের লাশ বুঝিয়ে দেওয়ার জন্য কথা বলছি।’

লাশ উদ্ধারে গড়িমসির বিষয়ে জানতে চাইলে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, ‘লাশ যেহেতু মহাসড়কে, সে ক্ষেত্রে হাইওয়ে পুলিশের লাশ বুঝে নেওয়ার কথা। তবে লাশের মাথায় দাগ থাকায় তারা (হাইওয়ে পুলিশ) বলছে, আমাদের বুঝে নিতে। আমাদের টিম ঘটনাস্থলের সিসিটিভির ফুটেজ দেখছে। সমস্যা নেই, এটা বুঝে নেওয়া নিয়ে ঝামেলা হবে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরি অধ্যাদেশ: বরখাস্তের দণ্ড বদলে বাধ্যতামূলক অবসর

‘অপারেশন সিঁদুরে’ তিন শত্রুর মোকাবিলা করেছে ভারত, অন্য দেশের নাম জানালেন সেনা কর্মকর্তা

‘একটা মার্ডার করেছি, আরও ১০০টা মার্ডার করব’, ভিডিও ভাইরাল

ভুল করার পর জাদেজাকে কী বলে সতর্ক করেছেন বাংলাদেশের আম্পায়ার

মহাকাশে হারিয়ে গেল ৯ কোটি ডলারের স্যাটেলাইট, জলবায়ু গবেষণায় বড় ধাক্কা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত