Ajker Patrika

গঙ্গাচড়ায় চালককে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাই

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি 
রংপুরের গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আহত অটোরিকশাচালক ইউনুস আলী সুমন। ছবি: আজকের পত্রিকা
রংপুরের গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আহত অটোরিকশাচালক ইউনুস আলী সুমন। ছবি: আজকের পত্রিকা

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় চালককে ছুরিকাঘাত করে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার বড়াইবাড়ী-গঙ্গাচড়া রোডের বড়াইবাড়ী তেলের পাম্পসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আহত অটোরিকশাচালকের নাম ইউনুস আলী সুমন (৩৫)। তিনি উপজেলার কোলকোন্দ ইউনিয়নের দক্ষিণ কোলকোন্দ ঘোনটারী গ্রামের আইয়ুব আলীর ছেলে। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সুমন বলেন, ‘নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার আনোয়ারমারী মাদ্রাসার চারজন ছাত্র নাকি পালিয়ে গেছে। সেই ছাত্রদের এক অভিভাবক আবার মাদ্রাসায় নিয়ে যাবে বলে রংপুরের বাংলাদেশ ব্যাংক মোড় থেকে আমার অটোরিকশা ভাড়া করে দেন এক সিএনজিচালক। ভাড়া নিয়ে আমি আনোয়ারমারীর উদ্দেশে রওনা হই। রাত গভীর হওয়ায় গঙ্গাচড়া বাজারে এসে ছোট ভাই জিহাদকে সঙ্গে নিয়ে আনোয়ারমারী যাই। পরে আনোয়ারমারীতে তাদের নামিয়ে দিয়ে বাড়ির উদ্দেশে রওনা হই।’

আহত অটোচালক বলেন, ‘পথিমধ্যে উপজেলার বড়াইবাড়ী তেলের পাম্প পার হলে ফাঁকা স্থানে রাস্তায় কলাগাছ ফেলে আমাদের পথ আটকে দেয় ছয়-সাতজনের একটি ডাকাত দল। সে সময় আমার অটো ভাড়া করে দেওয়া ওই সিএনজিচালক রংপুর থেকে বড়াইবাড়ীর উদ্দেশে যান। আমার সামনে তাঁর সিএনজিচালিত অটোরিকশা আটকিয়ে কী যেন কথা বলে ডাকাতেরা তাঁকে ছেড়ে দেয়। পরে আমাদের দুই ভাইকে বেধড়ক মারধর এবং আমাকে মাথায় ও চোখের ওপরের অংশে ছুরিকাঘাত করে অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যায় ডাকাত দল। ছোট ভাই জিহাদের সঙ্গে থাকা মোবাইল ফোন দিয়ে বাসায় ফোন দিলে আমার বাবা, চাচা, ভগ্নিপতি আমাদের উদ্ধার করে গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।’

এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান আজকের পত্রিকাকে বলেন, ‘এ ধরনের কোনো অভিযোগ আমাদের কাছে কেউ করেনি। আপনার কাছ থেকে জানলাম। এ ধরনের কোনো ঘটনা ঘটেছে কি না, খোঁজখবর নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘অপারেশন সিঁদুরে’ তিন শত্রুর মোকাবিলা করেছে ভারত, অন্য দেশের নাম জানালেন সেনা কর্মকর্তা

যুবলীগ নেতাকে ধরতে নয়, বাসাটি ঘেরাওয়ের নেপথ্যে অন্য কারণ

‘একটা মার্ডার করেছি, আরও ১০০টা মার্ডার করব’, ভিডিও ভাইরাল

মহাকাশে হারিয়ে গেল ৯ কোটি ডলারের স্যাটেলাইট, জলবায়ু গবেষণায় বড় ধাক্কা

ভুল করার পর জাদেজাকে কী বলে সতর্ক করেছেন বাংলাদেশের আম্পায়ার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত