Ajker Patrika

তুরাগে মাটি খুঁড়ে পাওয়া গেল মর্টার শেল

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
মাটি খনন করে পাওয়া মর্টার শেল। ছবি: আজকের পত্রিকা
মাটি খনন করে পাওয়া মর্টার শেল। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর তুরাগে মাটি খনন করে একটি মর্টার শেল পাওয়া গেছে। তুরাগের ফুলবাড়িয়া এলাকার ডাচ্‌-বাংলা ব্যাংকসংলগ্ন এলাকায় মোশাররফ হোসেনের জমি থেকে গতকাল বুধবার (২ জুলাই) রাতে এটি পাওয়া যায়।

আজ বৃহস্পতিবার বিকেলে ডিএমপির তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

ওসি মনিরুল ইসলাম বলেন, ‘বুধবার দিবাগত রাত ১২টা ৫ মিনিটে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর কলের মাধ্যমে জানতে পারি, ফুলবাড়িয়া এলাকায় একটি মর্টার শেল পাওয়া গেছে। পরে তুরাগ থানার একটি টহল টিম সেখানে গিয়ে সাদা ব্যাগে রক্ষিত অবস্থায় ১২ ইঞ্চি দৈর্ঘ্যের মর্টার শেলটি উদ্ধার করে।’

ওসি বলেন, মোশাররফ হোসেন এক্সকাভেটর (খননযন্ত্র) দিয়ে মাটি খোঁড়ার সময় মর্টার শেলটি পাওয়া যায়। পরে খবর পেয়ে উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম (অতিরিক্ত ডিআইজি) ঘটনাস্থল পরিদর্শন করেন।

ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) বোম্ব ডিসপোজাল ইউনিটিকে খবর দেওয়া হলে, তারা এসে মর্টার শেলটি হেফাজতে নিয়ে দিয়াবাড়ি এলাকার নিরাপদ স্থানে নিষ্ক্রিয় করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুরাদনগরে বাড়ি ঘেরাও করে মা-ছেলেসহ ৩ জনকে পিটিয়ে হত্যা

যৌতুকের জন্য নির্যাতনের শিকার নারীরা সব ক্ষেত্রে সরাসরি মামলা করতে পারবেন না

যুক্তরাষ্ট্রের সঙ্গে ১০ বছর মেয়াদি প্রতিরক্ষা চুক্তিতে যাচ্ছে ভারত: পেন্টাগন

চাচাকে বিয়ে করতে না পেরে ৪৫ দিনের মাথায় স্বামীকে খুন করলেন নববধূ

ফরিদগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত