টাকা-সময় নষ্ট, মেলে না তথ্য
দিন থেকে বছর গড়ায়, গাঁটের পয়সাও শেষ হয়, তবু তথ্য মেলে না। তথ্যের জন্য আবেদন করে এভাবে হয়রানি ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন নাগরিকেরা। এ জন্য তথ্য কমিশনের কিছু সিদ্ধান্ত ও কর্মকর্তাদের আইন না মানার প্রবণতাকে দায়ী করেছেন ভুক্তভোগীরা।