Ajker Patrika

ঢাকাতেই নিজস্ব বাসস্থান নেই ১ কোটি মানুষের

আবির হাকিম, ঢাকা
ঢাকাতেই নিজস্ব বাসস্থান নেই ১ কোটি মানুষের

জীবিকার তাগিদে ২০০১ সালে শেরপুর থেকে রাজধানী ঢাকায় আসেন সাখাওয়াত আলী জুয়েল। ২০ বছর ধরে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন তিনি। থাকেন আজিমপুরে একটি ভাড়া বাসায়। দীর্ঘদিন ঢাকায় থেকেও এখন পর্যন্ত নিজস্ব কোনো বাসস্থানের ব্যবস্থা করতে পারেননি তিনি। সরকারের বিভিন্ন আবাসন প্রকল্প থাকলেও উচ্চমূল্য এবং ঋণ সহজলভ্য না হওয়ায় জুয়েল আবাসনের ব্যবস্থা করতে পারেননি বলে জানান।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের হিসাবে, রাজধানী ঢাকায় বসবাসকারী প্রায় এক কোটি মানুষের নিজস্ব কোনো বাসস্থান নেই। এই বিপুলসংখ্যক মানুষকে ভাড়া বাসায়, সরকারি বাসায় বা বস্তিতে বসবাস করতে হয়। এর মধ্যে বস্তিবাসী থাকেন সরকারি জায়গায়। এ ছাড়া নিম্ন ও মধ্যবিত্তদের অধিকাংশেরই নিজস্ব কোনো বাসস্থান নেই।

বিভিন্ন দেশে স্বল্প সুদে সরকার আবাসনের জন্য কম আয়ের মানুষকে ঋণ দিয়ে থাকে। বাংলাদেশে তা থাকলেও নানা জটিলতার কারণে এ ঋণের সুবিধা নিম্ন ও মধ্যবিত্তরা পান না। এ কারণে সবার জন্য আবাসন নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হলেও নিম্ন ও মধ্যবিত্তরা আবাসন পাচ্ছেন না। সরকারের বিভিন্ন আবাসন প্রকল্প থাকলেও এর সুবিধাভোগীরা হলেন সম্পদশালী, সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন পেশার মানুষ। বাস্তুহারা, দরিদ্র, নিম্নবিত্ত ও নিম্নমধ্যবিত্তরা এসব সুবিধা পাচ্ছেন না। তবে বাস্তুহারা মানুষের জন্য রয়েছে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প। এ অবস্থার মধ্য দিয়েই আজ সোমবার বাংলাদেশসহ বিশ্বে পালিত হচ্ছে ‘বিশ্ব বসতি দিবস’।

২০১৮ সালে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাবের এক গবেষণায় দেখা গেছে, ডেভেলপার প্রতিষ্ঠানের ১ হাজার বর্গফুটের একটি অ্যাপার্টমেন্ট কেনার জন্য একটি পরিবারের মাসিক আয় ন্যূনতম প্রায় ৯৫ হাজার টাকা হওয়া প্রয়োজন। এ রকম আয় সাধারণত উচ্চবিত্ত এবং উচ্চমধ্যবিত্ত শ্রেণির মানুষের ক্ষেত্রেই জোগান দেওয়া সম্ভব।

পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) হিসাবমতে, ঢাকা শহরে মাত্র ৫ শতাংশ মানুষ উচ্চবিত্ত শ্রেণির অন্তর্ভুক্ত, অন্যদিকে মধ্যবিত্ত ৪৫ শতাংশ এবং বাকি ৫০ শতাংশ মানুষই নিম্নবিত্ত শ্রেণির অন্তর্ভুক্ত। এর মধ্যে বেশির ভাগ মানুষ আবাসনের চাহিদা পূরণ করে ভাড়া বাসায় আশ্রয় নিয়ে।

এ বিষয়ে ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের (আইপিডি) নির্বাহী পরিচালক অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান বলেন, ‘নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির জন্য ফরমাল হাউজিংয়ের ব্যবস্থা রাষ্ট্র করে। কিন্তু বাংলাদেশে এ ধরনের সুযোগ না থাকায় নগর এলাকায় বস্তি তৈরি হয়। এর বাইরে মানুষ যেভাবে থাকে সেগুলোকেও কোয়ালিটি হাউজিং বলা যায় না। এর মূল কারণ হচ্ছে, ভূমির ওপর সরকারের নিয়ন্ত্রণ নেই।’ তিনি বলেন, ‘ক্ষেত্রবিশেষে সরকার যা করছে নাগরিকের জন্য তা পর্যাপ্ত নয়। সরকার যদি বেসরকারি খাতে হাউজিংগুলোকে ভূমির ব্যবস্থা করে দিতে পারে তাতে মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের আবাসন-সংকটের একটা গতি হতে পারে।’

শেল্‌টেক্‌ প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ বলেন, ‘কম আয়ের মানুষের আবাসনের জন্য সরকারকে ডেভেলপারদের উৎসাহিত করতে হবে, সরকারি-বেসরকারি অংশীদারত্বের ব্যবস্থা চালু করতে হবে।’

রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট লায়ন শরীফ আলী খান বলেন, ‘আবাসন প্রতিষ্ঠানগুলো যাতে কম খরচে আবাসন সরবরাহ করতে পারে, সে ক্ষেত্রে সরকারকে সহযোগিতা করতে হবে।’

এদিকে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘দেশের বিত্তবান, মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত, এমনকি যাদের কোনো কিছু নেই অর্থাৎ যারা ভাসমান বস্তিবাসী তাদের জন্যও সরকার বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে। একজন লোকও দেশে আবাসহীন থাকবে না।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত