নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে যৌতুকের টাকা না পেয়ে কাজল রেখা (২৪) নামের বাক্প্রতিবন্ধী এক গৃহবধূর হাত-পা বেঁধে শীতলক্ষ্যা নদীতে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী ও শাশুড়িকে আটক করেছে পুলিশ।
গতকাল রোববার সকালে উপজেলার পিতলগঞ্জ এলাকার শীতলক্ষ্যা নদীতে কাজলকে হাত-পা বাঁধা অবস্থায় দেখতে পায় স্থানীয় নৌকার মাঝি মনসুর হোসেন। তিনি দ্রুত স্থানীয়দের সহযোগিতায় তাঁকে উদ্ধার করেন। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তিনি এখন আশঙ্কামুক্ত বলে জানা গেছে।
কাজল উপজেলার কেন্দুয়া এলাকার আম্বর আলীর মেয়ে। কাজলের পরিবার বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন। আটক ব্যক্তিরা হলেন ওই গৃহবধূর স্বামী জুলহাস মিয়া ও শাশুড়ি সাহেরা খাতুন।
কাজলের বোন আলেয়া বেগম বলেন, সাত বছর আগে জুলহাসের সঙ্গে কাজলের বিয়ে হয়। বিয়েতে যৌতুক হিসেবে এক লাখ টাকা, এক ভরি স্বর্ণ, সেলাই মেশিনসহ আসবাব দেওয়া হয়। তাঁদের তানজিলা (৪) নামে একটি মেয়ে সন্তান রয়েছে। কয়েক মাস ধরে কাজলকে আবারও যৌতুকের টাকা এনে দিতে নির্যাতন শুরু করে শ্বশুরবাড়ির লোকজন। টাকা দিতে না পারায় বিভিন্ন সময় মারধর করেছে তারা। এ নিয়ে স্থানীয়ভাবে বিচার সালিসও হয়েছে।
আলেয়ার অভিযোগ, হাত-পা বেঁধে নদীতে ফেলে দিয়ে হত্যা করতে চেয়েছিল জুলহাস ও তাঁর পরিবার। তারা ভেবেছিল এভাবে মেরে ফেললে কেউ কিছু বুঝবে না। ঘরের ভেতরে মারলে তো দোষ তাদের ওপরেই পড়বে। বেঁচে যাওয়ায় এখন আসল ঘটনা বেরিয়ে এসেছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম সায়েদ বলেন, ‘এ ঘটনায় রূপগঞ্জ থানায় অভিযোগ করা হয়েছে। আমরা দুজন অভিযুক্তকে আটক করেছি। দ্রুতই মামলা গ্রহণ করা হবে।’
নারায়ণগঞ্জের রূপগঞ্জে যৌতুকের টাকা না পেয়ে কাজল রেখা (২৪) নামের বাক্প্রতিবন্ধী এক গৃহবধূর হাত-পা বেঁধে শীতলক্ষ্যা নদীতে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী ও শাশুড়িকে আটক করেছে পুলিশ।
গতকাল রোববার সকালে উপজেলার পিতলগঞ্জ এলাকার শীতলক্ষ্যা নদীতে কাজলকে হাত-পা বাঁধা অবস্থায় দেখতে পায় স্থানীয় নৌকার মাঝি মনসুর হোসেন। তিনি দ্রুত স্থানীয়দের সহযোগিতায় তাঁকে উদ্ধার করেন। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তিনি এখন আশঙ্কামুক্ত বলে জানা গেছে।
কাজল উপজেলার কেন্দুয়া এলাকার আম্বর আলীর মেয়ে। কাজলের পরিবার বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন। আটক ব্যক্তিরা হলেন ওই গৃহবধূর স্বামী জুলহাস মিয়া ও শাশুড়ি সাহেরা খাতুন।
কাজলের বোন আলেয়া বেগম বলেন, সাত বছর আগে জুলহাসের সঙ্গে কাজলের বিয়ে হয়। বিয়েতে যৌতুক হিসেবে এক লাখ টাকা, এক ভরি স্বর্ণ, সেলাই মেশিনসহ আসবাব দেওয়া হয়। তাঁদের তানজিলা (৪) নামে একটি মেয়ে সন্তান রয়েছে। কয়েক মাস ধরে কাজলকে আবারও যৌতুকের টাকা এনে দিতে নির্যাতন শুরু করে শ্বশুরবাড়ির লোকজন। টাকা দিতে না পারায় বিভিন্ন সময় মারধর করেছে তারা। এ নিয়ে স্থানীয়ভাবে বিচার সালিসও হয়েছে।
আলেয়ার অভিযোগ, হাত-পা বেঁধে নদীতে ফেলে দিয়ে হত্যা করতে চেয়েছিল জুলহাস ও তাঁর পরিবার। তারা ভেবেছিল এভাবে মেরে ফেললে কেউ কিছু বুঝবে না। ঘরের ভেতরে মারলে তো দোষ তাদের ওপরেই পড়বে। বেঁচে যাওয়ায় এখন আসল ঘটনা বেরিয়ে এসেছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম সায়েদ বলেন, ‘এ ঘটনায় রূপগঞ্জ থানায় অভিযোগ করা হয়েছে। আমরা দুজন অভিযুক্তকে আটক করেছি। দ্রুতই মামলা গ্রহণ করা হবে।’
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
২ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
৫ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
৬ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫