Ajker Patrika

মৃত্যুর মীমাংসা লাখ টাকায়!

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
মৃত্যুর মীমাংসা লাখ টাকায়!

ঢাকার নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতার গাড়ি চাপায় প্রান্ত মন্ডল (১৫) নামে এক কিশোরের মৃত্যুর ঘটনাটি এক লাখ টাকায় মীমাংসা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ময়নাতদন্ত ছাড়াই কিশোরের মরদেহ সৎকার করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত শুক্রবার বেলা ১১টার দিকে নবাবগঞ্জের একটি ‘সুরক্ষিত স্থানে’ প্রান্ত মন্ডলের মামা সবুজ সরকার, খালাতো ভাই দিপক মাস্টার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান কিসমতসহ দলীয় নেতা-কর্মীরা বসে ঘটনাটির সমঝোতা করেন। এ সময় প্রান্তর মামার হাতে ১ লাখ টাকা তুলে দেন আরিফুর রহমান শিকদার।

গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-নবাবগঞ্জ সড়কে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার চিত্রকোট ইউনিয়নের মরিচা এলাকায় প্রান্ত মন্ডলকে চাপা দেয় নবাবগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিফুর শিকদারের গাড়ি। স্থানীয়রা তাকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রান্তকে মৃত ঘোষণা করেন। প্রান্ত মন্ডল সিরাজদিখানের উপজেলার কোলা ইউনিয়নের গৌরীপুরা গ্রামের পরশ মন্ডলের ছেলে।

পুলিশ ও প্রান্তের স্বজনেরা জানান, দুর্গাপূজা উপলক্ষে নবাবগঞ্জে মাসির (খালা) বাড়ি বেড়াতে গিয়ে ছিল প্রান্ত মন্ডল। বুধবার রাতে ফেরার পথে সড়ক পার হওয়ার সময় আরিফুর শিকদারের ব্যক্তিগত গাড়ি তাকে চাপা দেয়। তবে পরিবারের পক্ষে অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই বৃহস্পতিবার সিরাজদিখানের একটি শ্মশানে প্রান্ত মন্ডলের সৎকার হয়।

প্রত্যক্ষদর্শী নবাবগঞ্জের বাসিন্দা আবির জানান, গাড়ি চালক প্রথম থেকেই বেপরোয়া ছিল। দুর্ঘটনার আগে দ্রুত গতিতে মরিচা সেতুর ঢালের মোড় ঘুরতে গিয়ে গাড়িটি প্রায় পড়ে যাচ্ছিল। এর কিছু দূর যেতেই ওই দুর্ঘটনা ঘটে।

প্রান্ত মন্ডলের মামা সবুজ সরকার বলেন, ‘আমরা কোনো ঝামেলা চাই না। যেহেতু পরিবারটি অসহায়, তাই নবাবগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, প্রান্তর খালাতো ভাইসহ অনেক নেতার সিদ্ধান্তে পরিবারকে দেওয়ার জন্য নগদ ১ লাখ টাকা আরিফুর শিকদার আমার হাতে দিয়েছেন।’

আরিফুর রহমান শিকদার বলেন, ‘আমি ঘটনাটি শুনেছি। যেহেতু গাড়িটি ও ড্রাইভার আমার, তাই মানবিক দৃষ্টিকোণ থেকে ছেলেটির পরিবারকে কিছু আর্থিক সহযোগিতা করেছি। ঘটনাটির সমাধান হয়েছে।’

সিরাজদিখানের শেখরনগর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. নাসির উদ্দীন বলেন, ‘প্রান্ত মন্ডলের ঘটনায়  ১ লাখ টাকায় সমঝোতা হয়েছে শুনেছি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

পাগল বেশে রাস্তায় মেয়েদের উত্ত্যক্ত করা কন্টেন্ট ক্রিয়েটর সম্পর্কে যা জানা গেল

প্রধান উপদেষ্টার নতুন বিশেষ সহকারী কে এই আনিসুজ্জামান চৌধুরী

সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জাতিসংঘের ফলকার তুর্কের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল আইএসপিআর

হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত