Ajker Patrika

পরিচয় মিলেছে খণ্ডিত সেই মরদেহের

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
পরিচয় মিলেছে খণ্ডিত সেই মরদেহের

গাজীপুরের কালীগঞ্জে অজ্ঞাতপরিচয় হিসেবে যে যুবকের মরদেহের তিনটি খণ্ডিত অংশ (দুই হাত ও কোমর থেকে ঊরু) উদ্ধার করা হয়েছিল তাঁর পরিচয় মিলেছে। গতকাল রোববার মরদেহের বাকি অংশগুলোও উদ্ধার করেছে কালীগঞ্জ থানার উলুখোলা ফাঁড়ি পুলিশ। 
নিহত যুবকের নাম সবুজ বার্নাড ঘোষাল (৩২)। তিনি উপজেলার নাগরী ইউনিয়নের পানজোড়া গ্রামের অমূল্য বার্নাড ঘোষালের ছেলে। তৈরি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করতেন।

এর আগে গত শনিবার সকালে উপজেলার নাগরী ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য মানিক মিয়ার ভাড়া বাড়ির সামনের ডোবা থেকে মরদেহের তিন টুকরো উদ্ধার করা হয়। গতকাল মিলেছে মরদেহের বাকি অংশ। মুখমণ্ডল উদ্ধারের পর তাঁকে শনাক্ত করেন স্বজনেরা।

মরদেহের বাকি অংশ উদ্ধার ও পরিচয় শনাক্তের বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মাদ ছানোয়ার হোসেন জানান, খণ্ডিত মরদেহের একাধিক টুকরো উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থার প্রক্রিয়া চলছে।

জানা গেছে, গত ২৮ সেপ্টেম্বর বেলা ৪টা ৬ মিনিটে সবুজ তাঁর কর্মস্থল থেকে বের হন। এরপর তিনি আর কারখানায় বা বাড়িতে ফেরেননি। এ ঘটনায় গত ২৯ সেপ্টেম্বর কালীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করা হয়েছিল। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত