Ajker Patrika

সংস্কারকাজ শুরু সেই রাস্তার

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
সংস্কারকাজ শুরু সেই রাস্তার

মানিকগঞ্জের ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের বড় কুষ্টিয়া এলাকার ভাঙনকবলিত রাস্তাটির সংস্কারকাজ অবশেষে শুরু হয়েছে। 
গতকাল শনিবার সরেজমিনে দেখা যায়, উপজেলা এলজিইডির কর্মকর্তাদের তত্ত্বাবধানে রাস্তাটির গর্ত ভরাটের কাজ চলছে। সংস্কারকাজ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হামিদুর রহমান, মানিকগঞ্জ এলজিইডির সহকারী সিনিয়র প্রকৌশলী আশরাফ উদ্দিন ভূঁইয়া, উপজেলা নির্বাহী প্রকৌশলী সাজ্জাকুর রহমান, পয়লা ইউপির চেয়ারম্যান হারুন অর রশিদ প্রমুখ।

এর আগে, ৫ অক্টোবর দৈনিক আজকের পত্রিকায় ‘ঘিওরে রাস্তায় গর্ত, ঝুঁকি নিয়ে চলাচল’ শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। পরে বিষয়টি নজরে আসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। নেওয়া হয় সংস্কারের উদ্যোগ। এদিকে, রাস্তার সংস্কার কাজ শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন এলাকাবাসী।

উপজেলা নির্বাহী প্রকৌশলী সাজ্জাকুর রহমান বলেন, ‘অতিরিক্ত লোকবল দিয়ে সংস্কার কাজ শুরু করা হয়েছে। আশা করছি দুদিনের মধ্যে কাজ শেষ হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হামিদুর রহমান বলেন, ‘পয়লা ইউনিয়নের বড় কুষ্টিয়া এলাকায় রাস্তার সংস্কার কাজ শুরু হয়েছে। পর্যায়ক্রমে তেরশ্রী বাজার থেকে উলাইল বাজার পর্যন্ত পাঁচ কিলোমিটার রাস্তা সংস্কার করা হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত