Ajker Patrika

স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে কিশোরীকে ধর্ষণ

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে কিশোরীকে ধর্ষণ

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত শনিবার দিবাগত রাতে হাসপাতালের ১৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী কিশোরীর মা গতকাল রোববার দুপুরে সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযুক্ত মো. রাজিব মিয়া (২২) ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার কমলাপুর গ্রামের বাসিন্দা। তিনি সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আউটসোর্সিং ওয়ার্ড বয় হিসেবে কর্মরত আছেন।

জানা গেছে, ওই কিশোরী ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়লে গত বৃহস্পতিবার স্বজনেরা তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। গত শনিবার দিবাগত রাতে ওয়ার্ড বয় রাজিব কৌশলে হাসপাতালের ওয়ার্ডে ঢুকে কিশোরীকে ধর্ষণ করেন। গতকাল রোববার মায়ের কাছে ঘটনা খুলে বলে ভুক্তভোগী কিশোরী।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আঞ্জুমান আরা বলেন, ‘ওসি সাহেবকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি।’ সিরাজদিখান থানার পরিদর্শক (তদন্ত) আজগর হোসেন বলেন, ‘অভিযোগ পেয়েছি, আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত