পাকা রাস্তায় মাটির স্তর নিয়ন্ত্রণ হারাচ্ছে যান
মুন্সিগঞ্জের সিরাজদিখানে মাটিবাহী যানবাহনের দৌরাত্ম্যে বেহাল হয়ে পড়ছে পাকা সড়ক। মাহিন্দ্রা, ট্রলি ও ডাম্প ট্রাক থেকে পিচঢালাই রাস্তায় মাটি পড়ে এক ইঞ্চি পরিমাণ আস্তরণ তৈরি হয়েছে। রাস্তার পাশে থাকা বাসিন্দারা ধুলাবালি থেকে ঘরবাড়ি ও নিজেদের রক্ষা করতে সকাল-সন্ধ্যা রাস্তায় পানি ছিটিয়ে থাকেন।