Ajker Patrika

আসবাবের সঙ্গে ইয়াবা আসে কক্সবাজার থেকে কুরিয়ারে

গাজীপুর প্রতিনিধি
আসবাবের সঙ্গে ইয়াবা আসে কক্সবাজার থেকে কুরিয়ারে

ড্রেসিং টেবিলের ভেতর ইয়াবা ঢুকিয়ে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কক্সবাজার থেকে গাজীপুর পাচারকালে সন্দেহভাজন রোহিঙ্গা সদস্যকে গ্রেপ্তার করেছে গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি)। এ সময় ড্রেসিং টেবিলের পেছন দিকে কাঠের ভেতর থেকে ৬ হাজার ইয়াবা জব্দ করা হয়েছে।

গতকাল শনিবার সকালে এ তথ্য জানিয়েছেন জিএমপির উপকমিশনার (অপরাধ-দক্ষিণ) আবু তোরাব মো. শামসুর রহমান। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার পর গ্রেপ্তার সাঈদ মোহাম্মদ নোবেলকে গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

উপকমিশনার বলেন, ‘গোপন সূত্রে জানতে পারি, দীর্ঘদিন একটি চক্র কক্সবাজার থেকে বিভিন্ন ব্যবহারিক জিনিসের সঙ্গে কুরিয়ারে গাজীপুরে মাদক পাচার করছে। এ নিয়ে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। সেই সূত্রে রেড-এক্স পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কক্সবাজার থেকে একটি কাঠের ড্রেসিং টেবিলের ভেতরে ইয়াবা গাজীপুরে আনার খবর জানা যায়।’

পুলিশ কর্মকর্তা আবু তোরাব জানান, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে গত শুক্রবার রাতে মহানগরীর বাসন থানার নলজানী এলাকায় রেড-এক্স পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের অফিসে অভিযান চালায় পুলিশ। অভিযানে কুরিয়ার অফিস থেকে ডেলিভারি নিয়ে যাওয়ার সময় ড্রেসিং টেবিলসহ সাঈদ মোহাম্মদ নোবেলকে আটক করা হয়। পরে টেবিলের ভেতরে বক্সের মধ্য থেকে ৬ হাজার ইয়াবা জব্দ করা হয়, এবং নোবেলকে গ্রেপ্তার করা হয়।

ওই পুলিশ কর্মকর্তা আরও জানান, গ্রেপ্তার সাঈদ মোহাম্মদ নোবেল কক্সবাজারের উখিয়া থানার রোহিঙ্গা ক্যাম্পের কাছের পাগলিরবিল এলাকার সাবের আহাম্মদের ছেলে। তিনি একটি এনআইডির ফটোকপি দেখালেও তাঁর দাদার পরিচয় বা অন্য কোনো সূত্র জানাতে পারেননি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত