Ajker Patrika

দীর্ঘ হচ্ছে অজ্ঞাতনামা লাশের সারি, আতঙ্ক

কদমতলী (ঢাকা) প্রতিনিধি
দীর্ঘ হচ্ছে অজ্ঞাতনামা লাশের সারি, আতঙ্ক

রাজধানীর ডেমরায় দিন দিন দীর্ঘ হচ্ছে অজ্ঞাতনামা হিসেবে উদ্ধার করা লাশের সারি। কিন্তু এসব লাশের পরিচয় শনাক্ত ও হত্যারহস্য উদ্‌ঘাটন করতে পারেনি পুলিশ। এ জন্য থানা-পুলিশের গাফিলতিকে দায়ী করছেন স্থানীয় ব্যক্তিরা। এদিকে ধারাবাহিকভাবে একের পর এক লাশ উদ্ধারের ঘটনায় ডেমরাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, গত সোমবার দুপুরে ডেমরার ধার্মিকপাড়া এলাকার একটি জলাশয় থেকে অজ্ঞাতনামা এক তরুণীর (২৫) অর্ধগলিত লাশ উদ্ধার করে থানা-পুলিশ। লাশে পচন ধরে ফুলেফেঁপে চামড়া খসে পড়ায় পরিচয় শনাক্তের জন্য তাঁর আঙুলের ছাপ সংগ্রহ করতে পারেনি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ক্রাইম সিন ইউনিট। তবে ডিএনএ নমুনাসহ অন্যান্য প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করেছে তারা। গত ৩০ নভেম্বর বিকেলে সারুলিয়া টেংরা ক্যানালপাড় এলাকার নুর ইসলামের টিনশেড বাড়ির পেছনে ড্রেনেজ লাইনের মুখ থেকে বস্তাবন্দী একটি কঙ্কালসার লাশ উদ্ধার করে পুলিশ। পরিচয় মেলেনি তাঁর। কঙ্কালটি নারী না পুরুষের, তা-ও নিশ্চিত হওয়া যায়নি। কঙ্কালের শরীর থেকে হাড়গুলো খুলে পড়ছিল।

গত ২৬ অক্টোবর ভোরে ভুট্টু চত্বর এলাকার সড়কে বৃষ্টির পানিতে ভাসমান অবস্থায় আনুমানিক ৩৫ বছর বয়সী অজ্ঞাতনামা এক নারীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়। পরিচয় শনাক্ত হয়নি তাঁরও। তবে গত ২৬ অক্টোবর ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে দ্রুত ও বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে মৃত্যু ঘটানোর অপরাধে অজ্ঞাতনামা যানবাহনের চালকের নামে মামলা করে। তবে কাউকে আটক বা গ্রেপ্তার করা যায়নি।

আরও জানা যায়, গত ২২ আগস্ট বাঁশের পুল এলাকার আফরা প্যাকেজিং অ্যান্ড প্রিন্টিং মিলসংলগ্ন এলাকা থেকে ফাতেমা বেগম (৩৭) নামের এক বুদ্ধিপ্রতিবন্ধী নারীর লাশ উদ্ধার করে পুলিশ। ওই নারীর শরীরে আঘাতের চিহ্ন থাকায় প্রাথমিকভাবে পুলিশের ধারণা ছিল কে বা কারা তাঁকে হত্যা করে ডেমরায় ফেলে গেছে। তবে খুনিরা এখনো অধরা।

গত ১৪ মে বিকেলে ডেমরার করিম মিলের পুকুরের পশ্চিম পাড় থেকে আনুমানিক ২৫ বছর বয়সী অজ্ঞাতনামা এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ, যাঁর পরিচয় এখনো মেলেনি। হত্যার কোনো রহস্য উদ্‌ঘাটন করতে পারেনি পুলিশ। এদিকে ডেমরার ৪ নম্বর গেট এলাকায় সাইফুল ইসলাম (৩০) নামের ডাম্প ট্রাকের এক চালক খুনের ১০ মাস অতিবাহিত হলেও খুনের রহস্যের কোনো হদিস পাওয়া যায়নি। সাইফুলের তলপেটে ও বুকে ধারালো ছুরিকাঘাতের চিহ্ন ছিল। লাশের পাশ থেকে জব্দ করা হয় কাঠের বাঁটযুক্ত ধারালো ছুরি ও একটি রড।

এলাকাবাসীর অভিযোগ, ইদানীং প্রায়ই লাশ উদ্ধার হচ্ছে ডেমরায়। এসব ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে জনমনে। ডেমরায় ক্রমেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে বলে অভিযোগ স্থানীয় ব্যক্তিদের।

বাঁশের পুল এলাকার বাসিন্দা আলমগীর জানান, রাজধানীর ডেমরায় গত দেড় বছরে ধারাবাহিকভাবে অজ্ঞাতনামা লাশের সন্ধান মিলছে। কিন্তু কারা এসব ঘটনার সঙ্গে জড়িত, পুলিশ তা উদ্‌ঘাটন করে আসামিদের ধরতে পারছে না। এ ছাড়া অন্যান্য অপরাধ বেড়েই চলেছে। 
স্টাফ কোয়ার্টার এলাকার মহসিন বলেন, ডেমরায় বিভিন্ন অপরাধ ও লাশ উদ্ধারের ঘটনা বাড়ছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছে স্থানীয় বাসিন্দারা।

ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘অজ্ঞাতনামা হিসেবে উদ্ধার করা লাশের পরিচয় শনাক্তের জন্য বিভিন্ন গণমাধ্যম, থানায় ছবিসহ বার্তা পাঠানো হয়েছে। খুনের রহস্য উদ্‌ঘাটনে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। আশা করছি, দ্রুত এসব ঘটনার রহস্য উদ্‌ঘাটন করতে পারব।’

এসব বিষয়ে কথা বলতে ওয়ারী বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) জিয়াউল আহসানের মোবাইল ফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত