গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরীতে পাইকারি কাপড়ের মার্কেটে লাগা আগুনে মালামালসহ দেড় শতাধিক দোকান পুড়ে যায়। মার্কেটের ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডে শতকোটি টাকার মালামাল পুড়ে গেছে।
গত রোববার রাত সোয়া ৯টার দিকে মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকার হাজি আব্দুর রহিম পাইকারি কাপড়ের মার্কেটে অগ্নিকাণ্ড ঘটে। এ সময় পাশের হোসেন মার্কেটেও আগুন ছড়িয়ে পড়ে। পরে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।
আগুনে কোনো হতাহতের খবর জানা যায়নি। তবে এ ঘটনায় মহানগরীর বাসন থানায় একটি জিডি করেছেন মার্কেটের ব্যবসায়ী সমিতির সভাপতি। জিডির বরাত দিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মালেক খসরু খান জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে দুটি মার্কেটের প্রায় ২০০ দোকান পুড়ে গেছে। এই ঘটনা তদন্তের ভার থানার উপপরিদর্শক (এসআই) ফারুককে দেওয়া হয়েছে।
মার্কেটের ব্যবসায়ী রংধনু ফ্যাশনের ম্যানেজার রমজান আলী জানান, রাত সোয়া ৯টার দিকে মার্কেটে আগুন দেখতে পেয়ে দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। মুহূর্তেই আগুন তাঁর দোকানে লেগে যায়। দোকানে শীতের কাপড়, শাড়ি, লুঙ্গি, থ্রি-পিসসহ ৩০ লাখ টাকার মালামাল মজুত করা ছিল। কোনো কিছুই বের করে আনতে পারেননি। দাঁড়িয়ে চোখের সামনে লাখ লাখ টাকার মালামাল পুড়ে যাওয়া দেখা ছাড়া আর কিছুই করার ছিল না।
মার্কেটের আজিজ হাউসের মালিক আব্দুল আজিজ জানান, তাঁর দোকানে ৬০ লাখ টাকার মালামাল মজুত করা ছিল। আগুনে সব মালই পুড়ে গেছে। দোকান থেকে কোনো মালামাল বের করতে পারেননি। তাঁর মতো মার্কেটের অন্য দোকানদারেরাও মালামাল বের করতে পারেননি।
ব্যবসায়ীরা জানান, হাজি আব্দুর রহিম পাইকারি কাপড়ের মার্কেটের ২০০ দোকান ও ৩০০টি ভিটা ভাড়া নিয়ে ছোট-বড় ৫০০ থেকে ৬০০ জন ব্যবসায়ী ব্যবসা করতেন। পাইকারি বাজার হিসেবে দেশের বিভিন্ন স্থান থেকে ক্রেতারা আসতেন। এ ছাড়া সারা দিন টুকটাক ব্যবসা হলেও সন্ধ্যার পর মার্কেটে প্রচুর ভিড় হতো।
মার্কেটের ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল মতিন বলেন, ‘মার্কেটে ৫০০ থেকে ৬০০ মানুষ ব্যবসা পরিচালনা করতেন। শীতের বিভিন্ন ধরনের কাপড়সহ শাড়ি, লুঙ্গি, থ্রি-পিস, ওড়না, কম্বল সব দোকানেই পরিপূর্ণ ছিল। রোববার রাত ৯টার পর হঠাৎই মার্কেটের দক্ষিণ পাশ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এ সময় পাশের হোসেন মার্কেটে আগুন ছড়িয়ে পড়ে।’ মার্কেটের ব্যবসায়ীদের দাবি, দেড় শতাধিক দোকান মালামালসহ পুড়ে গেছে। এতে শতকোটি টাকার ক্ষতি হয়েছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফীন বলেন, ‘চান্দনা চৌরাস্তা এলাকার হাজি আব্দুর রহিম পাইকারি কাপড়ের মার্কেটে আগুনের খবরে গাজীপুর ফায়ার সার্ভিসের চারটি ও টঙ্গী থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। মার্কেটের রাস্তা খুব সরু হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশ এবং আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শেষ করতে বেশ বেগ পেতে হয়েছে। প্রায় তিন ঘণ্টা ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।
গাজীপুর মহানগরীতে পাইকারি কাপড়ের মার্কেটে লাগা আগুনে মালামালসহ দেড় শতাধিক দোকান পুড়ে যায়। মার্কেটের ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডে শতকোটি টাকার মালামাল পুড়ে গেছে।
গত রোববার রাত সোয়া ৯টার দিকে মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকার হাজি আব্দুর রহিম পাইকারি কাপড়ের মার্কেটে অগ্নিকাণ্ড ঘটে। এ সময় পাশের হোসেন মার্কেটেও আগুন ছড়িয়ে পড়ে। পরে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।
আগুনে কোনো হতাহতের খবর জানা যায়নি। তবে এ ঘটনায় মহানগরীর বাসন থানায় একটি জিডি করেছেন মার্কেটের ব্যবসায়ী সমিতির সভাপতি। জিডির বরাত দিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মালেক খসরু খান জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে দুটি মার্কেটের প্রায় ২০০ দোকান পুড়ে গেছে। এই ঘটনা তদন্তের ভার থানার উপপরিদর্শক (এসআই) ফারুককে দেওয়া হয়েছে।
মার্কেটের ব্যবসায়ী রংধনু ফ্যাশনের ম্যানেজার রমজান আলী জানান, রাত সোয়া ৯টার দিকে মার্কেটে আগুন দেখতে পেয়ে দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। মুহূর্তেই আগুন তাঁর দোকানে লেগে যায়। দোকানে শীতের কাপড়, শাড়ি, লুঙ্গি, থ্রি-পিসসহ ৩০ লাখ টাকার মালামাল মজুত করা ছিল। কোনো কিছুই বের করে আনতে পারেননি। দাঁড়িয়ে চোখের সামনে লাখ লাখ টাকার মালামাল পুড়ে যাওয়া দেখা ছাড়া আর কিছুই করার ছিল না।
মার্কেটের আজিজ হাউসের মালিক আব্দুল আজিজ জানান, তাঁর দোকানে ৬০ লাখ টাকার মালামাল মজুত করা ছিল। আগুনে সব মালই পুড়ে গেছে। দোকান থেকে কোনো মালামাল বের করতে পারেননি। তাঁর মতো মার্কেটের অন্য দোকানদারেরাও মালামাল বের করতে পারেননি।
ব্যবসায়ীরা জানান, হাজি আব্দুর রহিম পাইকারি কাপড়ের মার্কেটের ২০০ দোকান ও ৩০০টি ভিটা ভাড়া নিয়ে ছোট-বড় ৫০০ থেকে ৬০০ জন ব্যবসায়ী ব্যবসা করতেন। পাইকারি বাজার হিসেবে দেশের বিভিন্ন স্থান থেকে ক্রেতারা আসতেন। এ ছাড়া সারা দিন টুকটাক ব্যবসা হলেও সন্ধ্যার পর মার্কেটে প্রচুর ভিড় হতো।
মার্কেটের ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল মতিন বলেন, ‘মার্কেটে ৫০০ থেকে ৬০০ মানুষ ব্যবসা পরিচালনা করতেন। শীতের বিভিন্ন ধরনের কাপড়সহ শাড়ি, লুঙ্গি, থ্রি-পিস, ওড়না, কম্বল সব দোকানেই পরিপূর্ণ ছিল। রোববার রাত ৯টার পর হঠাৎই মার্কেটের দক্ষিণ পাশ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এ সময় পাশের হোসেন মার্কেটে আগুন ছড়িয়ে পড়ে।’ মার্কেটের ব্যবসায়ীদের দাবি, দেড় শতাধিক দোকান মালামালসহ পুড়ে গেছে। এতে শতকোটি টাকার ক্ষতি হয়েছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফীন বলেন, ‘চান্দনা চৌরাস্তা এলাকার হাজি আব্দুর রহিম পাইকারি কাপড়ের মার্কেটে আগুনের খবরে গাজীপুর ফায়ার সার্ভিসের চারটি ও টঙ্গী থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। মার্কেটের রাস্তা খুব সরু হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশ এবং আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শেষ করতে বেশ বেগ পেতে হয়েছে। প্রায় তিন ঘণ্টা ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫