বাজারে সরু সড়ক, জটে কষ্ট
মানিকগঞ্জের ঘিওরে গুরুত্বপূর্ণ ৯টি স্থানে সড়কের ওপরই বসছে বাজার। প্রতিদিন সকালেই এসব বাজারে ভাসমান ব্যবসায়ীরা সবজি, মাছ, দুধ, ফলমূলের পসরা সাজিয়ে বসেন। এতে প্রায়ই সৃষ্টি হচ্ছে যানজটের। ভোগান্তি পোহাতে হচ্ছে পথচারী ও যাত্রীদের।