ফাইনালের দুঃখ ঘুচল উইলিয়ামসনের
ভাগ্যিস, আইসিসি রিজার্ভ ডে রেখেছিল বলে! নাহলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ভাসিয়েই নিয়েছিল ইংল্যান্ডের বেরসিক বৃষ্টি! প্রায় তিন দিনই যে বৃষ্টির পেটে তলিয়ে গিয়েছিল। বাকি যেটুকু খেলা হয়েছে তাতে শেষ হাসিটা কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ডই হাসল। অবশেষে একটি শিরোপার ছোঁয়ার সুযোগ পেলেন উইলিয়ামসন।