ঢাকা: ভারতকে ৮ উইকেটে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম শিরোপা জিতেছে নিউজিল্যান্ড। ফাইনালের হার যে মানতে পারছেন না বিরাট কোহলি, ম্যাচ শেষে ভারত অধিনায়কের কথাতেই তা স্পষ্ট! টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অন্তত তিন ম্যাচের সিরিজ হওয়া উচিত বলে মনে করেন কোহলি। কোহলির ঠিক উল্টো ভাবনা মাইকেল ভনের।
দুই বছরে নয় দলের লড়াই শেষে সাউদাম্পটনে নির্ধারিত হয়েছে এই মুহূর্তে টেস্টের সেরা দল নিউজিল্যান্ড। তবে এক ম্যাচ দিয়ে সেরা বাছাই করার ব্যাপারটা পীড়া দিচ্ছে কোহলিকে। আর তাই ফাইনাল শেষে এক প্রকার ক্ষোভের সুরেই বলেছেন, ‘দেখুন, সত্যি বলতে এক ম্যাচ দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের সেরা দল নির্ধারণের সিদ্ধান্তের সঙ্গে আমি পুরোপুরি একমত নই। এটা একটা সিরিজ হতে পারত। অন্তত তিন টেস্টের সিরিজ হতে পারত। এতে কোনো দলের যেমন ঘুরে দাঁড়ানোর সুযোগ থাকত। অন্য দলের সুযোগ থাকত প্রতিপক্ষকে উড়িয়ে দেওয়ার। দুই দিন ভালো ক্রিকেট খেলে একটা দল জয় ফেলো। আর অন্য দল খারাপ হয়ে গেল এর সঙ্গে আমি একমত নই।’
কোহলির এমন কথার পর ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ প্রশ্ন রাখে, ‘কোহলির সঙ্গে একমত কি না?’ কোহলির সঙ্গে যে একমত নন সেটা জানিয়েছেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক ভন। ভনের মতে, ফাইনাল হওয়া উচিত এক ম্যাচেরই। ভন প্রশ্ন তুলেছেন ক্রিকেটের ব্যস্ত সূচি নিয়েও। ভারত অধিনায়ককে এক প্রকার খোঁচা দিয়েই লিখেছেন, ‘কীভাবে এই সূচি নির্ধারিত হবে? ফাইনালের বছর কি আইপিএল দুই সপ্তাহের জন্য কমিয়ে আনা হবে, যেন ওই সময়টাতে সূচি নির্ধারণ করা যায়? এই ব্যাপারে সন্দেহ আছে। ফাইনাল হওয়া উচিত এক ম্যাচেরই। খেলোয়াড়েরা জানে এই এক ম্যাচে তাদের সেরাটা দিতে হবে। এটাই তো তাদেরকে কিংবদন্তি বানায়।’
ঢাকা: ভারতকে ৮ উইকেটে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম শিরোপা জিতেছে নিউজিল্যান্ড। ফাইনালের হার যে মানতে পারছেন না বিরাট কোহলি, ম্যাচ শেষে ভারত অধিনায়কের কথাতেই তা স্পষ্ট! টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অন্তত তিন ম্যাচের সিরিজ হওয়া উচিত বলে মনে করেন কোহলি। কোহলির ঠিক উল্টো ভাবনা মাইকেল ভনের।
দুই বছরে নয় দলের লড়াই শেষে সাউদাম্পটনে নির্ধারিত হয়েছে এই মুহূর্তে টেস্টের সেরা দল নিউজিল্যান্ড। তবে এক ম্যাচ দিয়ে সেরা বাছাই করার ব্যাপারটা পীড়া দিচ্ছে কোহলিকে। আর তাই ফাইনাল শেষে এক প্রকার ক্ষোভের সুরেই বলেছেন, ‘দেখুন, সত্যি বলতে এক ম্যাচ দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের সেরা দল নির্ধারণের সিদ্ধান্তের সঙ্গে আমি পুরোপুরি একমত নই। এটা একটা সিরিজ হতে পারত। অন্তত তিন টেস্টের সিরিজ হতে পারত। এতে কোনো দলের যেমন ঘুরে দাঁড়ানোর সুযোগ থাকত। অন্য দলের সুযোগ থাকত প্রতিপক্ষকে উড়িয়ে দেওয়ার। দুই দিন ভালো ক্রিকেট খেলে একটা দল জয় ফেলো। আর অন্য দল খারাপ হয়ে গেল এর সঙ্গে আমি একমত নই।’
কোহলির এমন কথার পর ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ প্রশ্ন রাখে, ‘কোহলির সঙ্গে একমত কি না?’ কোহলির সঙ্গে যে একমত নন সেটা জানিয়েছেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক ভন। ভনের মতে, ফাইনাল হওয়া উচিত এক ম্যাচেরই। ভন প্রশ্ন তুলেছেন ক্রিকেটের ব্যস্ত সূচি নিয়েও। ভারত অধিনায়ককে এক প্রকার খোঁচা দিয়েই লিখেছেন, ‘কীভাবে এই সূচি নির্ধারিত হবে? ফাইনালের বছর কি আইপিএল দুই সপ্তাহের জন্য কমিয়ে আনা হবে, যেন ওই সময়টাতে সূচি নির্ধারণ করা যায়? এই ব্যাপারে সন্দেহ আছে। ফাইনাল হওয়া উচিত এক ম্যাচেরই। খেলোয়াড়েরা জানে এই এক ম্যাচে তাদের সেরাটা দিতে হবে। এটাই তো তাদেরকে কিংবদন্তি বানায়।’
গোড়ালির ওপরের অংশ—চিকিৎসা বিজ্ঞানের ভাষায় অ্যাকিলিস টেনডনের সমস্যায় ভুগছিলেন তাসকিন আহমেদ। এ জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে পরামর্শ নিতে লন্ডনে গিয়েছেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। চিকিৎসকদের সঙ্গে পরামর্শ শেষে জানা গেছে, আপাতত কোনো অস্ত্রোপচারের প্রয়োজন নেই তাঁর। এক বিজ্ঞপ্তিতে ব্যাপারটি নিশ্চিত
১৯ মিনিট আগেবাবা ক্রিস্টিয়ানো রোনালদোর পথে হাঁটা আরও আগেই শুরু করেছেন ক্রিস্টিয়ানো ডস সান্তোস, বেছে নিয়েছেন ফুটবলকে। এবার গায়ে জড়াতে যাচ্ছেন পর্তুগালের জার্সি। কোচ হোয়াও সান্তোসের ২২ সদস্যের পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে ডাক পেলেন রোনালদোর বড় ছেলে সান্তোস।
৩৫ মিনিট আগেসিরিজের প্রথম ওয়ানডেতেই ধাক্কা খেল বাংলাদেশ নারী ইমার্জিং দল। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকাকে শুরুতে বেশ চাপে রেখেছিল বাংলাদেশ। স্বাগতিকদের সেই হুংকার অবশ্য ছিল সাময়িক সময়ের জন্যই।
২ ঘণ্টা আগেঅনেক দিন ধরেই অসুস্থ হয়ে আর্জেন্টিনার একটি হাসপাতালে ভর্তি ছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার গালভান। হাসপাতালেই শেষ নিশ্বাস ত্যাগ করেছেন এ ডিফেন্ডার। দীর্ঘদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন। ৭৭ বছর বয়সী গালভান বেশ কয়েক সপ্তাহ ধরেই নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে কর্দোভার একটি হাসপাতালে ভর্তি ছিলেন।
২ ঘণ্টা আগে