ঢাকা: আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতাটাই হবে অনেক গর্বের। তবে বিশেষ অর্জনে আর্থিক পুরস্কার থাকাটাও একটা রীতি। আইসিসিও তাই জানিয়ে দিল টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যে দল জিতবে তারা পাবে বড় অঙ্কের আর্থিক পুরস্কার ।
চ্যাম্পিয়ন দল পাবে ১৬ লাখ ডলার (বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে ১৩ কোটিরও বেশি)। সঙ্গে আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের বিশেষ ট্রফি (মেস) তো থাকছেই। এবারের মেসটির নকশা করেছে ইংলিশ বিলাসবহুল ব্র্যান্ড থমাস লাইট। অন্যদিকে রানার্স আপ দল পাবে ৮ লাখ ডলার (৬ কোটি ৭৫ লাখ টাকা) আর যদি ম্যাচ ড্র হলে ২৪ লাখ ডলার (২০ কোটি ২৫ লাখ) ভাগ করে নেবে ফাইনালের দল ভারত ও নিউজিল্যান্ড।
শুধু ফাইনাল খেলা দুটি দলই নয়, অর্থপুরষ্কার মিলবে বাকি দলগুলোরও। টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় তিন নাম্বারে থাকা অস্ট্রেলিয়া পাচ্ছে সাড়ে চার লাখ ডলার (৩ কোটি ৮১ লাখ টাকা)। চতুর্থ হওয়া ইংল্যান্ডের প্রাপ্তি সাড়ে তিন লাখ ডলার (প্রায় ৩ কোটি টাকা)। পাঁচে থাকা পাকিস্তানে পাবে ২ লাখ ডলার (১ কোটি ৭০ লাখ টাকা)। শেষ চার দল দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও বাংলাদেশ পাচ্ছে এক লাখ ডলার (প্রায় ৮৫ লাখ টাকা) করে।
১৮ জুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে সাউদাম্পটনের রোজ বোলে শিরোপার লড়াইয়ে নামবে ভারত-নিউজিল্যান্ড। প্রথম দল হিসেবে টেস্ট চ্যাম্পিয়নশিপ শিরোপা কার ঘরে উঠবে, তা নিয়ে এরইমধ্যে আলাপ-আলোচনা শুরু হয়ে গিয়েছে। করোনা মহামারিতে সবগুলো ম্যাচ মাঠে না গড়ালে ম্যাচের সংখ্যা কমিয়ে পয়েন্ট প্রক্রিয়ায় পরিবর্তন এনেছিল আইসিসি। শতকরা হিসেবে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দলের ফাইনাল খেলার কথা জানিয়েছিল আইসিসি। ১১ ম্যাচের ৭ টিতে জিতে শতকরা হিসেবে (৭০.০) শীর্ষে উঠে সবার আগে ফাইনাল নিশ্চিত করেছিল নিউজিল্যান্ড। এরপর এ বছরের মার্চে ১৭ ম্যাচের ১২টিতে জিতে দ্বিতীয় দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছিল ভারত।
ঢাকা: আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতাটাই হবে অনেক গর্বের। তবে বিশেষ অর্জনে আর্থিক পুরস্কার থাকাটাও একটা রীতি। আইসিসিও তাই জানিয়ে দিল টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যে দল জিতবে তারা পাবে বড় অঙ্কের আর্থিক পুরস্কার ।
চ্যাম্পিয়ন দল পাবে ১৬ লাখ ডলার (বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে ১৩ কোটিরও বেশি)। সঙ্গে আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের বিশেষ ট্রফি (মেস) তো থাকছেই। এবারের মেসটির নকশা করেছে ইংলিশ বিলাসবহুল ব্র্যান্ড থমাস লাইট। অন্যদিকে রানার্স আপ দল পাবে ৮ লাখ ডলার (৬ কোটি ৭৫ লাখ টাকা) আর যদি ম্যাচ ড্র হলে ২৪ লাখ ডলার (২০ কোটি ২৫ লাখ) ভাগ করে নেবে ফাইনালের দল ভারত ও নিউজিল্যান্ড।
শুধু ফাইনাল খেলা দুটি দলই নয়, অর্থপুরষ্কার মিলবে বাকি দলগুলোরও। টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় তিন নাম্বারে থাকা অস্ট্রেলিয়া পাচ্ছে সাড়ে চার লাখ ডলার (৩ কোটি ৮১ লাখ টাকা)। চতুর্থ হওয়া ইংল্যান্ডের প্রাপ্তি সাড়ে তিন লাখ ডলার (প্রায় ৩ কোটি টাকা)। পাঁচে থাকা পাকিস্তানে পাবে ২ লাখ ডলার (১ কোটি ৭০ লাখ টাকা)। শেষ চার দল দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও বাংলাদেশ পাচ্ছে এক লাখ ডলার (প্রায় ৮৫ লাখ টাকা) করে।
১৮ জুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে সাউদাম্পটনের রোজ বোলে শিরোপার লড়াইয়ে নামবে ভারত-নিউজিল্যান্ড। প্রথম দল হিসেবে টেস্ট চ্যাম্পিয়নশিপ শিরোপা কার ঘরে উঠবে, তা নিয়ে এরইমধ্যে আলাপ-আলোচনা শুরু হয়ে গিয়েছে। করোনা মহামারিতে সবগুলো ম্যাচ মাঠে না গড়ালে ম্যাচের সংখ্যা কমিয়ে পয়েন্ট প্রক্রিয়ায় পরিবর্তন এনেছিল আইসিসি। শতকরা হিসেবে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দলের ফাইনাল খেলার কথা জানিয়েছিল আইসিসি। ১১ ম্যাচের ৭ টিতে জিতে শতকরা হিসেবে (৭০.০) শীর্ষে উঠে সবার আগে ফাইনাল নিশ্চিত করেছিল নিউজিল্যান্ড। এরপর এ বছরের মার্চে ১৭ ম্যাচের ১২টিতে জিতে দ্বিতীয় দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছিল ভারত।
দুর্দান্ত হ্যাটট্রিক করেছেন সাগরিকা। বাংলাদেশের মেয়েরা আবারও জিতেছেন সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ। হ্যাটট্রিকের প্রথম গোল ও জয় সাগরিকা উৎসর্গ করেছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে নিহত ব্যক্তিদের প্রতি।
৭ ঘণ্টা আগেআত্মবিশ্বাস নাকি জেদ—কোনটি বেশি কাজ করছিল মোসাম্মত সাগরিকার। জেদকে এগিয়ে রাখলে মন্দ হবে না। কারণ, নেপালের বিপক্ষেই লাল কার্ড দেখে তিন ম্যাচ মাঠের বাইরে থাকতে হয়েছে তাঁকে। ফেরার ম্যাচেও প্রতিপক্ষ নেপাল। প্রতিশোধের মঞ্চে নেপালকে একাই গুঁড়িয়ে দিলেন সাগরিকা। হ্যাটট্রিকসহ ৪ গোল করে বাংলাদেশকে ভাসালেন শি
৯ ঘণ্টা আগেসমীকরণটা সহজ—ড্র করলেই মিলবে শিরোপা। শুধু ড্র নয়, বাংলাদেশ হাঁটছে জয়ের পথে। অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপে শেষ ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে অলিখিত ফাইনাল। বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রথমার্ধ শেষে নেপালের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আছে বাংলাদেশ।
১০ ঘণ্টা আগেস্টেডিয়ামে বাইরের খাবার ও পানীয় নিয়ে ঢোকার ব্যাপারে দীর্ঘদিন নিষিদ্ধ থাকলেও বাংলাদেশ-পাকিস্তান সিরিজের জন্য সেটা তুলে নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষণা দেওয়া হয়েছিল—দর্শক চাইলে হালকা খাবার ও পানীয় সঙ্গে করে আনতে পারবেন। তবে গতকাল প্রথম টি-টোয়েন্টির পরই সিদ্ধান্ত বদলে ফেলে বোর্ড।
১৩ ঘণ্টা আগে