Ajker Patrika

গাভাস্কার বলছেন ভারত জিতবে, ভন নিউজিল্যান্ডের পক্ষে

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

ঢাকা: সাউদাম্পটনে কাল টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। ২০১৯ সালের ১ আগস্ট এজবাস্টনে অ্যাশেজ দিয়ে আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছিল। দুই বছর ধরে চলা এই প্রতিযোগিতার শেষের শুরু হতে যাচ্ছে কাল। ক্রিকেটের সবচেয়ে কঠিন সংস্করণের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ হাসি কে হাসবেন—সেটা নিয়েই চলছে আলোচনা, গবেষণা। ক্রিকেট বিশ্লেষকদের কেউ নিউজিল্যান্ডের পক্ষে বাজি ধরেছেন, কেউ আবার ভারতের পক্ষে।

সুনীল গাভাস্কার, মাইকেল ভনসুনীল গাভাস্কার, সাবেক ভারত অধিনায়ক

আমি ভারতের পক্ষেই ভোট দেব। বোলিং-ব্যাটিং দুই বিভাগে বিরাট কোহলিরা দারুণ ভারসাম্যপূর্ণ দল। এই মুহূর্তে সাউদাম্পটনের আবহাওয়াও ভারতের পক্ষেই কথা বলছে। যত দ্রুত পিচের কাভার সরিয়ে নেওয়া হবে ভারতীয় স্পিনারদের ভালো করার সম্ভাবনা ততই বাড়বে।

মাইকেল ভন, সাবেক ইংল্যান্ড অধিনায়ক

আমার বাজি নিউজিল্যান্ডের পক্ষে। ইংল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ড টেস্ট সিরিজটা যেভাবে খেলেছে, তাতে নিউজিল্যান্ডের চ্যাম্পিয়ন হওয়া অসম্ভব কিছু নয়।  টেস্টে নিউজিল্যান্ড অনেক দিন ধরে ব্যাটিং, বোলিংয়ে দুর্দান্ত করছে। নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন হলে অবাক হওয়ার থাকবে না।

স্যার অ্যালিস্টার কুক, সাবেক ইংল্যান্ড অধিনায়ক

নিউজিল্যান্ডই জিতবে। নিউজিল্যান্ডের সেরা চার পেসার ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, নিল ওয়াগনার, ম্যাট হেনরি তো আছেই। ওদের বাঁহাতি স্পিনার এজাজ প্যাটেলের ওপর অনেক ভরসা করবে নিউজিল্যান্ড।

দুই দলের ব্যাটিং–বোলিংইসা গুহ, সাবেক ইংল্যান্ড নারী পেসার

আমার বাজি ভারতের পক্ষে। বিরাট কোহলির অধীনে ভারত খুব ভালো খেলবে বলে আশা করছি। প্রতিটি বিভাগেই ওদের গভীরতা অনেক। রোহিত শর্মা, শুভমন গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে—ব্যাটিং অর্ডারের এই ছয় ব্যাটসম্যান বিশ্বের যেকোনো বোলিং লাইন-আপকে তছনছ করে দিতে পারে! ভারতের বোলিং আক্রমণও খুব শক্তিশালী। খুব সম্ভবত ভারতের ইতিহাসে সেরা বোলিং আক্রমণ এটা।

ক্রেগ ম্যাকমিলান, সাবেক নিউজিল্যান্ড ব্যাটসম্যান

আমার বাজি নিউজিল্যান্ডের পক্ষে। উইলিয়ামসনদের প্রস্তুতি আমাকে আশাবাদী করেছে। সাউদাম্পটনে ফাইনালের আগে ইংল্যান্ডের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জেতা আসলেই দারুণ কিছু। খেলোয়াড়েরা সবাই দারুণ ছন্দে আছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত