বাংলাদেশ-জিম্বাবুয়েই দক্ষিণ আফ্রিকার এই ক্রিকেটারের ‘প্রিয়’ প্রতিপক্ষ
৩৩ ইনিংসে ২ সেঞ্চুরি ও ১ ফিফটি, গড় ২৫.৬২—পরিসংখ্যানই বলে দিচ্ছে ফিফটিকে সেঞ্চুরিতে পরিণত করতে সিদ্ধহস্ত ভিয়ান মুলডার। টেস্টে ধৈর্যের পরীক্ষা কতটা দিতে পারেন, সে ব্যাপারেও কিছুটা ধারণা তো পাওয়া গেল। এমনকি এই অল্প কয়েক ইনিংসে তাঁর প্রিয় প্রতিপক্ষ কোন দল, সেটা স্পষ্ট বোঝা গেছে।