Ajker Patrika

বাংলাদেশের রেকর্ড ভাঙতে গিয়ে মুখ থুবড়ে পড়ল ওয়েস্ট ইন্ডিজ

ক্রীড়া ডেস্ক    
অস্ট্রেলিয়ার কাছে দ্বিতীয় টেস্টে পাত্তাই পেল না ওয়েস্ট ইন্ডিজ। ছবি: ক্রিকইনফো
অস্ট্রেলিয়ার কাছে দ্বিতীয় টেস্টে পাত্তাই পেল না ওয়েস্ট ইন্ডিজ। ছবি: ক্রিকইনফো

জিততে হলে ওয়েস্ট ইন্ডিজকে করতে হতো নতুন রেকর্ড। গ্রেনাডার সেন্ট জর্জেস পার্কে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে উইন্ডিজ তা করতে পারে কিনা, সেটাই ছিল দেখার অপেক্ষা। কিন্তু অস্ট্রেলিয়ার বোলিং তোপে মুখ থুবড়ে পড়ল ক্যারিবীয়রা।

গ্রেনাডায় ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চতুর্থ ইনিংসে রেকর্ড ২১৭ রান তাড়া করে জিতেছিল বাংলাদেশ। এটা এই মাঠে টেস্টে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। ক্যারিবীয়দের কাছে এবার ১৬ বছরের পুরোনো রেকর্ড ভাঙার সুবর্ণ সুযোগ এসেছিল। কিন্তু সিরিজের দ্বিতীয় টেস্টে উইন্ডিজকে ১৩৩ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। তাতে তিন ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল অজিরা।

দ্বিতীয় ইনিংসে ৬৪.৩ ওভারে ৭ উইকেটে ২২১ রানে গতকাল গ্রেনাডায় চতুর্থ দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। কিন্তু চতুর্থ দিনে কেবল ৭ ওভার খেলতে পারে অজিরা। ২২ রান যোগ করতেই সফরকারীরা হারায় শেষ ৩ উইকেট। ৭২তম ওভারের তৃতীয় বলে জশ হ্যাজলউডকে বোল্ড করে অস্ট্রেলিয়ার ইনিংসের ইতি টানলেন আলজারি জোসেফ। দ্বিতীয় ইনিংসে অজিদের দুই ব্যাটার স্টিভ স্মিথ (৭১) ও ক্যামেরন গ্রিন (৫২) ফিফটি করেছেন। ওয়েস্ট ইন্ডিজের শামার জোসেফ নিয়েছেন ৪ উইকেট। দুটি করে উইকেট নিয়েছেন আলজারি জোসেফ, জাস্টিন গ্রিভস ও জেইডেন সিলস।

৭১.৩ ওভারে অস্ট্রেলিয়া ২৪৩ রানে অলআউট হলে লিডসহ তাদের স্কোর হয়ে যায় ২৭৬ রান। ২৭৭ রানের লক্ষ্যে নেমে ৩৩ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। পঞ্চম উইকেটে ৩৮ রানের জুটি গড়েন শাই হোপ ও রস্টন চেজ। এই জুটির স্থায়িত্ব ছিল ৪৭ বল। ২১তম ওভারের তৃতীয় বলে হোপকে (১৭) কট এন্ড বোল্ড করে জুটি ভাঙেন হ্যাজলউড।

পঞ্চম উইকেটের হোপ-চেজের জুটি ভাঙার পর আবার নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে ওয়েস্ট ইন্ডিজের। ৭২ রানে শেষ ৬ উইকেট হারিয়ে ১৪৩ রানে গুটিয়ে যায় উইন্ডিজ। দ্বিতীয় ইনিংসে স্বাগতিকেরা খেলতে পেরেছে ৩৪.৩ ওভার। এই ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ ৩৪ রান করেছেন অধিনায়ক চেজ। ৪১ বলের ইনিংসে ১ চার ও ২ ছক্কা। অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক, নাথান লায়ন নিয়েছেন তিনটি করে উইকেট। হ্যাজলউড পেয়েছেন ২ উইকেট। একটি করে উইকেট নিয়েছেন প্যাট কামিন্স ও বিউ ওয়েবস্টার।

গ্রেনাডায় সিরিজের দ্বিতীয় টেস্টেও টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়া অধিনায়ক কামিন্স। প্রথম ইনিংসে অজিরা ২৮৬ রানে গুটিয়ে গেছে। এই ইনিংসে সর্বোচ্চ ৬৩ রান আসে উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারির ব্যাট থেকে। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের আলজারি জোসেফ পেয়েছেন ৪ উইকেট। এরপর ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম ইনিংসে ২৫৩ রানে অলআউট হয়েছে। ৭৫ রান করেছেন ক্যারিবীয় ব্যাটার ব্র্যান্ডন কিং। প্রথম ইনিংসেও ৩ উইকেট পেয়েছেন অজি স্পিনার লায়ন। প্রথম ও দ্বিতীয় ইনিংসে ৬৩ ও ৩০ রান করে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন ক্যারি।

গ্রেনাডায় ওয়ানডে, টি-টোয়েন্টি নিয়মিত হলেও টেস্ট তেমন একটা হয় না। অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের চলমান দ্বিতীয় টেস্টটা এই মাঠে এখন পর্যন্ত হওয়া পঞ্চম টেস্ট। এর আগে তিনবার গ্রানাডায় টেস্টে চতুর্থ ইনিংসে রান তাড়া করে জয়ের ঘটনা রয়েছে।

গ্রেনাডায় টেস্টে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড

স্কোর দল প্রতিপক্ষ সাল

২১৭/৬ বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ২০০৯

১৪৪/১ ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ ২০১৫

২৮/০ ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ড ২০২২

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অবিশ্বাস্য কম খরচে বাংলাদেশিদের গোল্ডেন ভিসা দেবে দুবাই, সুবিধা কী

৫ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা

কলেজছাত্রীকে ধর্ষণ ও অশ্লীল ভিডিও ছড়িয়ে দেওয়ায় বিজিবি সদস্য গ্রেপ্তার

১৭ বছর পর সাইফ পাওয়ার টেকের বিদায়, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল চালাবে চিটাগং ড্রাইডক

ছেলেকে চড়, খেপে গিয়ে শিক্ষককে বেদম পেটালেন অভিভাবক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত