ক্রীড়া ডেস্ক
জিততে হলে ওয়েস্ট ইন্ডিজকে করতে হতো নতুন রেকর্ড। গ্রেনাডার সেন্ট জর্জেস পার্কে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে উইন্ডিজ তা করতে পারে কিনা, সেটাই ছিল দেখার অপেক্ষা। কিন্তু অস্ট্রেলিয়ার বোলিং তোপে মুখ থুবড়ে পড়ল ক্যারিবীয়রা।
গ্রেনাডায় ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চতুর্থ ইনিংসে রেকর্ড ২১৭ রান তাড়া করে জিতেছিল বাংলাদেশ। এটা এই মাঠে টেস্টে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। ক্যারিবীয়দের কাছে এবার ১৬ বছরের পুরোনো রেকর্ড ভাঙার সুবর্ণ সুযোগ এসেছিল। কিন্তু সিরিজের দ্বিতীয় টেস্টে উইন্ডিজকে ১৩৩ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। তাতে তিন ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল অজিরা।
দ্বিতীয় ইনিংসে ৬৪.৩ ওভারে ৭ উইকেটে ২২১ রানে গতকাল গ্রেনাডায় চতুর্থ দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। কিন্তু চতুর্থ দিনে কেবল ৭ ওভার খেলতে পারে অজিরা। ২২ রান যোগ করতেই সফরকারীরা হারায় শেষ ৩ উইকেট। ৭২তম ওভারের তৃতীয় বলে জশ হ্যাজলউডকে বোল্ড করে অস্ট্রেলিয়ার ইনিংসের ইতি টানলেন আলজারি জোসেফ। দ্বিতীয় ইনিংসে অজিদের দুই ব্যাটার স্টিভ স্মিথ (৭১) ও ক্যামেরন গ্রিন (৫২) ফিফটি করেছেন। ওয়েস্ট ইন্ডিজের শামার জোসেফ নিয়েছেন ৪ উইকেট। দুটি করে উইকেট নিয়েছেন আলজারি জোসেফ, জাস্টিন গ্রিভস ও জেইডেন সিলস।
৭১.৩ ওভারে অস্ট্রেলিয়া ২৪৩ রানে অলআউট হলে লিডসহ তাদের স্কোর হয়ে যায় ২৭৬ রান। ২৭৭ রানের লক্ষ্যে নেমে ৩৩ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। পঞ্চম উইকেটে ৩৮ রানের জুটি গড়েন শাই হোপ ও রস্টন চেজ। এই জুটির স্থায়িত্ব ছিল ৪৭ বল। ২১তম ওভারের তৃতীয় বলে হোপকে (১৭) কট এন্ড বোল্ড করে জুটি ভাঙেন হ্যাজলউড।
পঞ্চম উইকেটের হোপ-চেজের জুটি ভাঙার পর আবার নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে ওয়েস্ট ইন্ডিজের। ৭২ রানে শেষ ৬ উইকেট হারিয়ে ১৪৩ রানে গুটিয়ে যায় উইন্ডিজ। দ্বিতীয় ইনিংসে স্বাগতিকেরা খেলতে পেরেছে ৩৪.৩ ওভার। এই ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ ৩৪ রান করেছেন অধিনায়ক চেজ। ৪১ বলের ইনিংসে ১ চার ও ২ ছক্কা। অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক, নাথান লায়ন নিয়েছেন তিনটি করে উইকেট। হ্যাজলউড পেয়েছেন ২ উইকেট। একটি করে উইকেট নিয়েছেন প্যাট কামিন্স ও বিউ ওয়েবস্টার।
গ্রেনাডায় সিরিজের দ্বিতীয় টেস্টেও টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়া অধিনায়ক কামিন্স। প্রথম ইনিংসে অজিরা ২৮৬ রানে গুটিয়ে গেছে। এই ইনিংসে সর্বোচ্চ ৬৩ রান আসে উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারির ব্যাট থেকে। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের আলজারি জোসেফ পেয়েছেন ৪ উইকেট। এরপর ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম ইনিংসে ২৫৩ রানে অলআউট হয়েছে। ৭৫ রান করেছেন ক্যারিবীয় ব্যাটার ব্র্যান্ডন কিং। প্রথম ইনিংসেও ৩ উইকেট পেয়েছেন অজি স্পিনার লায়ন। প্রথম ও দ্বিতীয় ইনিংসে ৬৩ ও ৩০ রান করে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন ক্যারি।
গ্রেনাডায় ওয়ানডে, টি-টোয়েন্টি নিয়মিত হলেও টেস্ট তেমন একটা হয় না। অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের চলমান দ্বিতীয় টেস্টটা এই মাঠে এখন পর্যন্ত হওয়া পঞ্চম টেস্ট। এর আগে তিনবার গ্রানাডায় টেস্টে চতুর্থ ইনিংসে রান তাড়া করে জয়ের ঘটনা রয়েছে।
গ্রেনাডায় টেস্টে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড
স্কোর দল প্রতিপক্ষ সাল
২১৭/৬ বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ২০০৯
১৪৪/১ ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ ২০১৫
২৮/০ ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ড ২০২২
জিততে হলে ওয়েস্ট ইন্ডিজকে করতে হতো নতুন রেকর্ড। গ্রেনাডার সেন্ট জর্জেস পার্কে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে উইন্ডিজ তা করতে পারে কিনা, সেটাই ছিল দেখার অপেক্ষা। কিন্তু অস্ট্রেলিয়ার বোলিং তোপে মুখ থুবড়ে পড়ল ক্যারিবীয়রা।
গ্রেনাডায় ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চতুর্থ ইনিংসে রেকর্ড ২১৭ রান তাড়া করে জিতেছিল বাংলাদেশ। এটা এই মাঠে টেস্টে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। ক্যারিবীয়দের কাছে এবার ১৬ বছরের পুরোনো রেকর্ড ভাঙার সুবর্ণ সুযোগ এসেছিল। কিন্তু সিরিজের দ্বিতীয় টেস্টে উইন্ডিজকে ১৩৩ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। তাতে তিন ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল অজিরা।
দ্বিতীয় ইনিংসে ৬৪.৩ ওভারে ৭ উইকেটে ২২১ রানে গতকাল গ্রেনাডায় চতুর্থ দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। কিন্তু চতুর্থ দিনে কেবল ৭ ওভার খেলতে পারে অজিরা। ২২ রান যোগ করতেই সফরকারীরা হারায় শেষ ৩ উইকেট। ৭২তম ওভারের তৃতীয় বলে জশ হ্যাজলউডকে বোল্ড করে অস্ট্রেলিয়ার ইনিংসের ইতি টানলেন আলজারি জোসেফ। দ্বিতীয় ইনিংসে অজিদের দুই ব্যাটার স্টিভ স্মিথ (৭১) ও ক্যামেরন গ্রিন (৫২) ফিফটি করেছেন। ওয়েস্ট ইন্ডিজের শামার জোসেফ নিয়েছেন ৪ উইকেট। দুটি করে উইকেট নিয়েছেন আলজারি জোসেফ, জাস্টিন গ্রিভস ও জেইডেন সিলস।
৭১.৩ ওভারে অস্ট্রেলিয়া ২৪৩ রানে অলআউট হলে লিডসহ তাদের স্কোর হয়ে যায় ২৭৬ রান। ২৭৭ রানের লক্ষ্যে নেমে ৩৩ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। পঞ্চম উইকেটে ৩৮ রানের জুটি গড়েন শাই হোপ ও রস্টন চেজ। এই জুটির স্থায়িত্ব ছিল ৪৭ বল। ২১তম ওভারের তৃতীয় বলে হোপকে (১৭) কট এন্ড বোল্ড করে জুটি ভাঙেন হ্যাজলউড।
পঞ্চম উইকেটের হোপ-চেজের জুটি ভাঙার পর আবার নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে ওয়েস্ট ইন্ডিজের। ৭২ রানে শেষ ৬ উইকেট হারিয়ে ১৪৩ রানে গুটিয়ে যায় উইন্ডিজ। দ্বিতীয় ইনিংসে স্বাগতিকেরা খেলতে পেরেছে ৩৪.৩ ওভার। এই ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ ৩৪ রান করেছেন অধিনায়ক চেজ। ৪১ বলের ইনিংসে ১ চার ও ২ ছক্কা। অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক, নাথান লায়ন নিয়েছেন তিনটি করে উইকেট। হ্যাজলউড পেয়েছেন ২ উইকেট। একটি করে উইকেট নিয়েছেন প্যাট কামিন্স ও বিউ ওয়েবস্টার।
গ্রেনাডায় সিরিজের দ্বিতীয় টেস্টেও টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়া অধিনায়ক কামিন্স। প্রথম ইনিংসে অজিরা ২৮৬ রানে গুটিয়ে গেছে। এই ইনিংসে সর্বোচ্চ ৬৩ রান আসে উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারির ব্যাট থেকে। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের আলজারি জোসেফ পেয়েছেন ৪ উইকেট। এরপর ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম ইনিংসে ২৫৩ রানে অলআউট হয়েছে। ৭৫ রান করেছেন ক্যারিবীয় ব্যাটার ব্র্যান্ডন কিং। প্রথম ইনিংসেও ৩ উইকেট পেয়েছেন অজি স্পিনার লায়ন। প্রথম ও দ্বিতীয় ইনিংসে ৬৩ ও ৩০ রান করে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন ক্যারি।
গ্রেনাডায় ওয়ানডে, টি-টোয়েন্টি নিয়মিত হলেও টেস্ট তেমন একটা হয় না। অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের চলমান দ্বিতীয় টেস্টটা এই মাঠে এখন পর্যন্ত হওয়া পঞ্চম টেস্ট। এর আগে তিনবার গ্রানাডায় টেস্টে চতুর্থ ইনিংসে রান তাড়া করে জয়ের ঘটনা রয়েছে।
গ্রেনাডায় টেস্টে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড
স্কোর দল প্রতিপক্ষ সাল
২১৭/৬ বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ২০০৯
১৪৪/১ ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ ২০১৫
২৮/০ ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ড ২০২২
বাংলাদেশের জার্সিতে মোহাম্মদ সাইফউদ্দিন সবশেষ খেলেছেন গত বছরের মে মাসে। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে তাঁর ১৪ মাসের অপেক্ষা ফুরোল। বারবার আসা-যাওয়ার মধ্যে থাকা বাংলাদেশের ২৮ বছর বয়সী অলরাউন্ডার এবার আন্তর্জাতিক ক্রিকেটে নিজের জায়গাটা শক্ত করতে চান।
৪০ মিনিট আগেনেতৃত্বে অভিষেকে কোনো অধিনায়কের ট্রিপল সেঞ্চুরি এত দিন ছিল না টেস্ট ক্রিকেটে। সেই কীর্তি এবার গড়লেন উইয়ান মুল্ডার। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে করলেন ট্রিপল সেঞ্চুরি।
১ ঘণ্টা আগেদুদিন আগে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল জানিয়েছিলেন, সেপ্টেম্বরে দক্ষিণ এশিয়ার দেশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। যদিও এর আগে শোনানো হয়েছিল ইউরোপ সফরের বুলি। কিন্তু ইউরোপের সব দলই ব্যস্ত থাকবে বিশ্বকাপ বাছাইয়ে। শেষমেশ তাই নেপালকে বেছে নিল বাফুফে।
১ ঘণ্টা আগেপ্রতিযোগিতামূলক ক্রিকেটে দাসুন শানাকা সবশেষ খেলেছেন এ বছরের ফেব্রুয়ারিতে। ডাম্বুলার হয়ে ক্যান্ডির বিপক্ষে ম্যাচটা ছিল প্রথম শ্রেণির। তবে আন্তর্জাতিক ক্রিকেটে সবশেষ তিনি খেলেছেন গত বছরের জুলাইয়ে। বাংলাদেশ সিরিজ দিয়ে অবশেষে তাঁর অপেক্ষা ফুরোল লঙ্কান এই অলরাউন্ডারের।
২ ঘণ্টা আগে