Ajker Patrika

কলেজছাত্রীকে ধর্ষণ ও অশ্লীল ভিডিও ছড়িয়ে দেওয়ায় বিজিবি সদস্য গ্রেপ্তার

শরীয়তপুর প্রতিনিধি
সুলাইমান মুন্সি। ছবি: সংগৃহীত
সুলাইমান মুন্সি। ছবি: সংগৃহীত

শরীয়তপুরে এক কলেজছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে একাধিকবার ধর্ষণ এবং সেই ধর্ষণের দৃশ্য গোপনে মোবাইল ফোনে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে সুলাইমান মুন্সি (২৬) নামে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ রোববার (৬ জুলাই) বিকেলে তাকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠায় পুলিশ।

সুলাইমান মুন্সি শরীয়তপুর সদর উপজেলার কাশাভোগ গ্রামের মোতালেব মুন্সির ছেলে। তার স্ত্রী ও এক ছেলে রয়েছে।

সুলাইমান পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ক্যাম্পে সিপাহী পদে কর্মরত বলে জানান পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন।

মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে, শরীয়তপুর সদর উপজেলার মেয়ে ও একটি কলেজের অনার্স ৪র্থ বর্ষের ছাত্রীর সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন সুলাইমান মুন্সি।

প্রেমের সম্পর্কের জের ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই ছাত্রীকে বিভিন্ন জায়গায় নিয়ে একাধিকবার ধর্ষণ করে সুলাইমান। গত ২৮ জুন বিকেল পৌনে ৫টার দিকে শরীয়তপুর জেলা শহরের হোটেল মেরিডিয়ান এর ৫ম তলায় রুম ভাড়া নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করে সুলাইমান।

ধর্ষণের সময় কৌশলে অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করে সুলাইমান। একপর্যায়ে ওই ছাত্রী জানতে পারে সুলাইমান বিবাহিত এবং তার একটি পুত্র সন্তান আছে।

পরে ওই ছাত্রী তাকে বিয়ের চাপ দিলে সে টালবাহানা করে এবং একপর্যায়ে বিয়ে করতে অস্বীকৃতি জানায়।

এরপরেও সুলাইমান ওই ছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক বজায় রাখতে চাপ প্রয়োগ করে। এতে ওই ছাত্রী রাজী না হওয়ায় তার ওপর ক্ষিপ্ত হয় সুলাইমান।

পরবর্তীতে পরিবার ওই ছাত্রীর অন্যত্র বিয়ে ঠিক করে। আজ রোববার (৬ জুলাই) ছিল ওই ছাত্রীর বিয়ের অনুষ্ঠানের দিন।

সুলাইমান এ খবর জানতে পেরে সামাজিক যোগযোগ মাধ্যম ব্যবহার করে ওই ছাত্রীর আত্মীয় স্বজনসহ বিভিন্ন ব্যক্তির নিকট উক্ত অশ্লীল ছবি ও ভিডিও ছড়িয়ে দেয়। এতে ওই ছাত্রী ও তার পরিবারের মান সম্মান ক্ষুণ্ন হয় এবং বিয়ে ভেঙে যায়।

আজ সকালে সুলাইমান ওই ছাত্রীর বাড়ি গিয়ে বিভিন্ন লোকজনকে অশ্লীল ছবি ও ভিডিও দেখাতে থাকে। এ সময় এলাকাবাসী তাকে ধরে বেঁধে রাখে এবং পুলিশে খবর দেয়। খবর পেয়ে পালং মডেল থানা পুলিশ সুলাইমানকে আটক করে থানায় নিয়ে আসে।

পরে ওই ছাত্রী বাদী হয়ে পালং মডেল থানায় সুলাইমনের বলে বিরুদ্ধে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা করলে বিকেলে সুলাইমানকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায় পুলিশ।

এ বিষয়ে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলায় আজ এক বিজিবি সদস্যকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দ্রুত আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খানসামায় ১১ বছর আগের ঘটনায় সাবেক জামায়াত নেতার মামলা

‘স্ত্রী পরিচয়ে’ নারীর সঙ্গে রেস্ট হাউসে থানার ওসি, খবর পেয়ে ছাত্রদল নেতার হাঙ্গামা

হুসাইন (রা.)-এর হত্যার পেছনে দায়ীদের মৃত্যু হয়েছিল যেভাবে

বিশেষ ফ্লাইটে ২৫০ জনকে সীমান্তে এনেছে ভারত, পাঠাবে বাংলাদেশে

হানিমুন থেকে ফিরেই মার্কিন আটককেন্দ্রে ১৪০ দিন, রাষ্ট্রহীন এক তরুণীর মর্মান্তিক অভিজ্ঞতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত