Ajker Patrika

জায়গাটা ধরে রাখতে কঠিন কাজটাই এবার করবেন সাইফউদ্দিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে ১৪ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। ছবি: ক্রিকইনফো
শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে ১৪ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। ছবি: ক্রিকইনফো

বাংলাদেশের জার্সিতে মোহাম্মদ সাইফউদ্দিন সবশেষ খেলেছেন গত বছরের মে মাসে। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে তাঁর ১৪ মাসের অপেক্ষা ফুরোল। বারবার আসা-যাওয়ার মধ্যে থাকা বাংলাদেশের ২৮ বছর বয়সী অলরাউন্ডার এবার আন্তর্জাতিক ক্রিকেটে নিজের জায়গাটা শক্ত করতে চান।

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে আজ সাইফউদ্দিনের সঙ্গে রওনা দিয়েছেন শেখ মেহেদী হাসান ও শরীফুল ইসলাম। লঙ্কায় উড়াল দেওয়ার আগে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন তিনি। দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা এই ক্রিকেটার জানিয়েছেন, সুযোগ পাওয়ার চেয়ে দলে জায়গা পাকাপোক্ত করাটা কঠিন। ২৮ বছর বয়সী বাংলাদেশি অলরাউন্ডার বলেন, ‘যাত্রাটা অনেক দীর্ঘ ছিল। ১৩ মাস পর জাতীয় দলে আবার সুযোগ পেয়েছি। সুযোগ পাওয়ার চেয়ে জায়গা ধরে রাখা অনেক কঠিন। লক্ষ্য থাকবে সেটাই। কয়েকটা ক্যাম্প করেছি মিরপুর এবং চট্টগ্রামে কয়েকটা ক্যাম্প করেছি। চেষ্টা করেছি নিজেকে ছাড়িয়ে যাওয়ার। কতটা পেরেছি বলতে পারছি না। হয়তো নির্বাচকেরা সন্তুষ্ট ছিলেন। সেকারণে এই সুযোগ পাওয়া।’

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩৮ ম্যাচে ৮.৭১ ইকোনমিতে নিয়েছেন ৪২ উইকেট। ব্যাটিংয়ে ১৮.৭২ গড় ও ১১৪.৪৪ স্ট্রাইকরেটে করেন ২০৬ রান। কোনো ফিফটিও করতে পারেননি। একসময়ের সম্ভাবনাময় এই পেসার আন্তর্জাতিক ক্রিকেটে যে বলার মতো কিছু করতে পারেননি, সেটা পরিসংখ্যানেই স্পষ্ট। ১৪ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে বোলিংয়ে নতুন কী অস্ত্র কাজে লাগাতে যাচ্ছেন? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে সাইফউদ্দিন বলেন,‘সুইং, ইয়র্কার, লাইন-লেংথ ঠিক রাখা—এগুলো নিয়ে কাজ করেছি। ক্যাম্পে নাজমুল (হোসেন) ভাই ছিলেন। তাঁর সঙ্গে কথা বলেছি। চেষ্টা করে যাচ্ছি। দেখি কী হয়।’

শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোর প্রেমাদাসায় পরশু দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের ১৬ রানের জয়ে ব্যাটার তানজিম হাসান সাকিবের দারুণ অবদান রয়েছে। আট নম্বরে নেমে ২১ বলে ৩৩ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। দুটি করে চার ও ছক্কা মারেন সেই ম্যাচে। ছক্কা দুটিই মেরেছেন ওয়ানিন্দু হাসারাঙ্গার বলে। পাল্লেকেলেতে আগামীকাল তৃতীয় ওয়ানডের পর শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।

টি-টোয়েন্টি সিরিজে সাইফউদ্দিনের সঙ্গে থাকছেন তানজিম হাসান সাকিবও। সাইফউদ্দিনের মতে দলের ভালোর জন্যই একাধিক পেস বোলিং অলরাউন্ডার প্রয়োজন। বাংলাদেশের এই অলরাউন্ডার বলেন, ‘তানজিম সাকিবের যদি গত ম্যাচের (শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে) পারফরম্যান্স দেখুন। তার ছোট একটা ক্যামিও বাংলাদেশের জয়ে দারুণ কাজে লেগেছে। আপনি ইংল্যান্ড দলটা দেখুন। দুই-তিনজন পেস বোলিং অলরাউন্ডার খেলে। যত বেশি অলরাউন্ডার খেলবে, দলের জন্য তত ভালো। ব্যাটিং হোক কিংবা বোলিং—চেষ্টা করব ভালো কিছু করার।’

২০২৪ বিপিএলে ৯ ম্যাচে ১৫ উইকেট নিয়ে গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে সুযোগ পেয়েছিলেন। জিম্বাবুয়ে সিরিজে ৪ ম্যাচে ৮ উইকেট নিয়েছিলেন। দুর্দান্ত পারফরম্যান্সের পরও টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা হয়নি তাঁর। এ বছরের বিপিএলে অবশ্য বলার মতো কিছু করতে পারেননি সাইফউদ্দিন। রংপুর রাইডার্সের জার্সিতে ১২ উইকেটের পাশাপাশি ব্যাটিংয়ে ১৫৮.৩১ স্ট্রাইকরেটে করেন ১১১ রান। কদিন আগে লাল দল-সবুজ দলের প্রস্তুতি ম্যাচে দারুণ পারফরম্যান্স করে নজর কাড়েন তিনি। সবুজ দলের হয়ে এক ম্যাচে আট নম্বরে নেমে ৩৮ বলে ৫৬ রান করে অপরাজিত থাকেন সাইফউদ্দিন। ৩ চার ও ৪ ছক্কা মারেন তিনি। প্রস্তুতি ম্যাচ অবশ্য ৫০ ওভারের ছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অবিশ্বাস্য কম খরচে বাংলাদেশিদের গোল্ডেন ভিসা দেবে দুবাই, সুবিধা কী

উপজেলা পর্যায়ে আদালত সম্প্রসারণে একমত সব দল

ফিলিস্তিনপন্থী সংগঠন নিষিদ্ধের পক্ষে ভোট দিলেন টিউলিপ–রুশনারা

গাজার নিয়ন্ত্রণ হারাচ্ছে হামাস, মাথাচাড়া দিচ্ছে সশস্ত্র সন্ত্রাসীরা

মহাবিশ্বের আয়ু আর ২০০০ কোটি বছর, পৃথিবীর ধ্বংস কবে, জানালেন বিজ্ঞানীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত