নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শ্রীলঙ্কার বিপক্ষে দুটি ওয়ানডে সিরিজ জেতার রেকর্ড আছে বাংলাদেশের। দুটিই নিজেদের মাঠে (২০২১ ও ২০২৪)। লঙ্কায় গিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে কখনো ওয়ানডে সিরিজ জেতা হয়নি বাংলাদেশের। আজ সেই বিরল সুযোগ তাদের সামনে, জিতলেই মেহেদী হাসান মিরাজদের গড়া হবে নতুন কীর্তি। লঙ্কায় ৫০ ওভারের ক্রিকেটে লঙ্কাজয়ের সুযোগটা কাজে লাগাতে চায় বাংলাদেশ।
পাল্লেকেলেতে দলের প্রতিনিধি হয়ে আজ সংবাদ সম্মেলনে আসা পারভেজ হোসেন ইমনকে সিরিজ নির্ধারণী ম্যাচ জয়ের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসীই দেখাল। তরুণ ওপেনার বললেন, ‘সিরিজে ফিরতে পেরে ভালো লাগছে। মিরাজ ভাই, তানভীর ভাই, শামীম দারুণ বোলিং করেছে। এটা অবশ্যই আমাদের জন্য ভালো।’
সিরিজে ফেরা গেছে। এবার সিরিজ নিজেদের মুঠোয় পুড়ে নেওয়ার সুযোগ। এই সুযোগ কিছুতেই হাতছাড়া করতে চান না ইমন, ‘আমাদের একটা বড় সুযোগ। কাল ম্যাচ জিতলে ইনশা আল্লাহ ভালো একটা সিরিজ জিততে পারব। গত ম্যাচ জেতার পরে সবার মধ্যে আত্মবিশ্বাস ফিরেছে। সবাই হাসি খুশি আছে। আমরা চেষ্টা করব কালকের ম্যাচটা জেতার। এখানে আমরা আমাদের সেরাটা দেওয়ারই চেষ্টা করব।’
কলম্বোয় সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে জয় দিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে বাংলাদেশ। আর আত্মবিশ্বাস ফিরে পেতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে ইমনের ৬৭ রানের দারুণ ইনিংস। ব্যাটিংয়ে ধারাবাহিক ব্যর্থতায় বড় দায় দেখা হয় বাংলাদেশের টপ অর্ডারের ব্যাটারদের। ওপরের ব্যাটাররা ভালো করলে যে দলের ভালো স্কোর গড়া সম্ভব হয়, সে তো সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দেখাই গেল। চলতি শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশ দলের দুজন ওপেনারই রান পাচ্ছেন। ইমন মনে করেন, এটা ধরে রাখতে পারলে সামনে আরও সাফল্য আসবে। বাংলাদেশ ওপেনার বললেন, ‘আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে। এটা এখন নিয়মিত ধরে রাখতে হবে। বড় ম্যাচে এই বিষয়গুলো নিয়মিত থাকলে আমাদের কাজ সহজ হবে।’
রান পেলেও আফসোস থেকে যায় হাফ সেঞ্চুরি তিন অঙ্কে রূপ দিতে না পারায়। ইমন পরশু করেছেন ৬৭ রান, তানজিদ তামিম করেছেন ৬২ রান। ইমন মানছেন, থিতু হয়ে গেলে ইনিংস আরও বড় করা তাঁদের দায়িত্ব, ‘আমরা দুই ওপেনারই দুই ম্যাচে ইনিংস লম্বা করতে পারিনি। কিছুটা খারাপ লাগছিল। উইকেটে সেট হয়েছি। ওটাকে লম্বা করে এক শো করা যেত। খারাপ লাগছে। হৃদয় ভাইয়ের দুর্ভাগ্য, রান আউট হয়ে গেছেন। টিম মিটিংয়ে এটাই আলোচনা হয়েছে যদি উইকেটে কেউ সেট হয় তাহলে বড় ইনিংস খেলতে হবে।’
সিরিজ নির্ধারণী ম্যাচ হবে যে মাঠে, সেটির উইকেট নিয়ে কাল ইমন পরিষ্কার কিছু বলতে পারেননি, ‘উইকেট আসলে ম্যাচের দিন গিয়ে বুঝতে হবে, চাহিদা বুঝেই আমরা খেলার চেষ্টা করব।’
ধারণা করা হচ্ছে ক্যান্ডির উইকেট ব্যাটিং সহায়ক হবে। ইমনও জানালেন, উইকেট তাঁদের কাছে ভালো মনে হচ্ছে। শ্রীলঙ্কার ব্যাটিং কোচও মনে করেন কলম্বোর উইকেট আর ক্যান্ডির উইকেট এক নয়। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম দুর্দান্ত বোলিং করেছেন। কাল তানভীরের সঙ্গে সংবাদ সম্মেলনে এল দুই দলের দুই লেগ স্পিনারের প্রসঙ্গও—রিশাদ হোসেন ও ওয়ানিন্দু হাসারাঙ্গা। হাসারাঙ্গা নিয়মিত লঙ্কান একাদশে খেলছেন, তবে রিশাদ এখনো সুযোগ পাওয়ার অপেক্ষায়।
ইমন এক সময় তামিম ইকবালকে অনুসরণ করতেন। তাঁর আরেক পছন্দের খেলোয়াড় বিরাট কোহলির ক্যারিয়ারও শেষ দিকে। এখন তাঁর প্রিয় ক্রিকেটার ট্রাভিস হেড। হেড যেমন বড় মঞ্চে জ্বলে উঠতে পারেন, ইমন কি পারবেন আজ ‘ফাইনালে’ রূপ নেওয়া ম্যাচেও দারুণ কিছু করতে?
শ্রীলঙ্কার বিপক্ষে দুটি ওয়ানডে সিরিজ জেতার রেকর্ড আছে বাংলাদেশের। দুটিই নিজেদের মাঠে (২০২১ ও ২০২৪)। লঙ্কায় গিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে কখনো ওয়ানডে সিরিজ জেতা হয়নি বাংলাদেশের। আজ সেই বিরল সুযোগ তাদের সামনে, জিতলেই মেহেদী হাসান মিরাজদের গড়া হবে নতুন কীর্তি। লঙ্কায় ৫০ ওভারের ক্রিকেটে লঙ্কাজয়ের সুযোগটা কাজে লাগাতে চায় বাংলাদেশ।
পাল্লেকেলেতে দলের প্রতিনিধি হয়ে আজ সংবাদ সম্মেলনে আসা পারভেজ হোসেন ইমনকে সিরিজ নির্ধারণী ম্যাচ জয়ের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসীই দেখাল। তরুণ ওপেনার বললেন, ‘সিরিজে ফিরতে পেরে ভালো লাগছে। মিরাজ ভাই, তানভীর ভাই, শামীম দারুণ বোলিং করেছে। এটা অবশ্যই আমাদের জন্য ভালো।’
সিরিজে ফেরা গেছে। এবার সিরিজ নিজেদের মুঠোয় পুড়ে নেওয়ার সুযোগ। এই সুযোগ কিছুতেই হাতছাড়া করতে চান না ইমন, ‘আমাদের একটা বড় সুযোগ। কাল ম্যাচ জিতলে ইনশা আল্লাহ ভালো একটা সিরিজ জিততে পারব। গত ম্যাচ জেতার পরে সবার মধ্যে আত্মবিশ্বাস ফিরেছে। সবাই হাসি খুশি আছে। আমরা চেষ্টা করব কালকের ম্যাচটা জেতার। এখানে আমরা আমাদের সেরাটা দেওয়ারই চেষ্টা করব।’
কলম্বোয় সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে জয় দিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে বাংলাদেশ। আর আত্মবিশ্বাস ফিরে পেতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে ইমনের ৬৭ রানের দারুণ ইনিংস। ব্যাটিংয়ে ধারাবাহিক ব্যর্থতায় বড় দায় দেখা হয় বাংলাদেশের টপ অর্ডারের ব্যাটারদের। ওপরের ব্যাটাররা ভালো করলে যে দলের ভালো স্কোর গড়া সম্ভব হয়, সে তো সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দেখাই গেল। চলতি শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশ দলের দুজন ওপেনারই রান পাচ্ছেন। ইমন মনে করেন, এটা ধরে রাখতে পারলে সামনে আরও সাফল্য আসবে। বাংলাদেশ ওপেনার বললেন, ‘আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে। এটা এখন নিয়মিত ধরে রাখতে হবে। বড় ম্যাচে এই বিষয়গুলো নিয়মিত থাকলে আমাদের কাজ সহজ হবে।’
রান পেলেও আফসোস থেকে যায় হাফ সেঞ্চুরি তিন অঙ্কে রূপ দিতে না পারায়। ইমন পরশু করেছেন ৬৭ রান, তানজিদ তামিম করেছেন ৬২ রান। ইমন মানছেন, থিতু হয়ে গেলে ইনিংস আরও বড় করা তাঁদের দায়িত্ব, ‘আমরা দুই ওপেনারই দুই ম্যাচে ইনিংস লম্বা করতে পারিনি। কিছুটা খারাপ লাগছিল। উইকেটে সেট হয়েছি। ওটাকে লম্বা করে এক শো করা যেত। খারাপ লাগছে। হৃদয় ভাইয়ের দুর্ভাগ্য, রান আউট হয়ে গেছেন। টিম মিটিংয়ে এটাই আলোচনা হয়েছে যদি উইকেটে কেউ সেট হয় তাহলে বড় ইনিংস খেলতে হবে।’
সিরিজ নির্ধারণী ম্যাচ হবে যে মাঠে, সেটির উইকেট নিয়ে কাল ইমন পরিষ্কার কিছু বলতে পারেননি, ‘উইকেট আসলে ম্যাচের দিন গিয়ে বুঝতে হবে, চাহিদা বুঝেই আমরা খেলার চেষ্টা করব।’
ধারণা করা হচ্ছে ক্যান্ডির উইকেট ব্যাটিং সহায়ক হবে। ইমনও জানালেন, উইকেট তাঁদের কাছে ভালো মনে হচ্ছে। শ্রীলঙ্কার ব্যাটিং কোচও মনে করেন কলম্বোর উইকেট আর ক্যান্ডির উইকেট এক নয়। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম দুর্দান্ত বোলিং করেছেন। কাল তানভীরের সঙ্গে সংবাদ সম্মেলনে এল দুই দলের দুই লেগ স্পিনারের প্রসঙ্গও—রিশাদ হোসেন ও ওয়ানিন্দু হাসারাঙ্গা। হাসারাঙ্গা নিয়মিত লঙ্কান একাদশে খেলছেন, তবে রিশাদ এখনো সুযোগ পাওয়ার অপেক্ষায়।
ইমন এক সময় তামিম ইকবালকে অনুসরণ করতেন। তাঁর আরেক পছন্দের খেলোয়াড় বিরাট কোহলির ক্যারিয়ারও শেষ দিকে। এখন তাঁর প্রিয় ক্রিকেটার ট্রাভিস হেড। হেড যেমন বড় মঞ্চে জ্বলে উঠতে পারেন, ইমন কি পারবেন আজ ‘ফাইনালে’ রূপ নেওয়া ম্যাচেও দারুণ কিছু করতে?
ট্রিপল সেঞ্চুরি করার পথে কত জনেরই না রেকর্ড ভেঙেছেন ভিয়ান মুল্ডার। নিউজিল্যান্ডের গ্রাহাম ডাউলিং, দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ কিংবা হাশিম আমলা—কারোর রেকর্ডই অক্ষত থাকেনি। ট্রিপল সেঞ্চুরিতে পা রাখার পর তিনি যখন এগিয়ে যাচ্ছিলেন কোয়াড্রপল সেঞ্চুরির দিকে। তখন একটা আশঙ্কাই করা হচ্ছিল...
৪ ঘণ্টা আগেমিয়ানমারে যাওয়ার আগে নারী এশিয়ান কাপ বাছাইয়ে জয়ের রেকর্ড ছিল না বাংলাদেশের। দল নিয়ে প্রত্যাশার পারদও তাই খুব একটা উঁচুতে ওঠেনি। কিন্তু বাহরাইন ও মিয়ানমারকে হারিয়ে ইতিহাসই গড়ে ফেলেন ঋতুপর্ণা চাকমা-আফঈদা খন্দকাররা। প্রথমবারের মতো নাম লেখান এশিয়ান কাপের মূলপর্বে।
৫ ঘণ্টা আগেবাংলাদেশের নারী ফুটবল দলের বাঁকবদলের পেছনে অবদান রয়েছে পিটার বাটলারের। ইংলিশ এই কোচের অধীনে প্রথমবারের মতো এশিয়ান কাপে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। আগামী বছরের মার্চে অস্ট্রেলিয়া হবে নারী এশিয়ান কাপ। তবে বাটলার সেখানে থাকবেন কি না, নিশ্চিত নন।
৬ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৮ এশিয়া কাপে প্রথমবার খেলতে নেমেই সেমিফাইনালে পা রাখল বাংলাদেশ নারী দল। চীনের ডাজুতে আজ পুলের শেষ ম্যাচে হংকংকে ৩-০ গোলে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে তারা।
৮ ঘণ্টা আগে