ক্রীড়া ডেস্ক
পাকিস্তান দলে কোচিং সেটাপে অনেক দিন ধরেই আছেন আজহার মাহমুদ। দলটির বোলিং কোচ, সহকারী প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন তিনি। পাকিস্তানের সাবেক এই অলরাউন্ডারকে এবার প্রধান কোচ বানাল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
লাল বলের ক্রিকেটে পাকিস্তানের ভারপ্রাপ্ত কোচ হিসেবে আজ আজহারকে নিয়োগ দেওয়ার কথা পিসিবি এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে। বোর্ডের আশা তাঁর ক্রিকেটীয় ও কোচিং অভিজ্ঞতা দলের অনেক উপকারে আসবে। এক বিবৃতিতে পিসিবি বলেছে, ‘তাঁর (আজহার) ক্রিকেটীয় মস্তিষ্ক ভালো। দারুণ অভিজ্ঞতা নিয়ে নতুন এক দায়িত্ব পেয়েছেন তিনি। জাতীয় দলের সহকারী কোচ হিসেবে অনেক দিন কাজ করেছেন। দলের কৌশলগত ব্যাপারে তিনি দীর্ঘদিন ধরেই গুরুত্বপূর্ণ অংশ। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর হাতে কলমে অভিজ্ঞতা ও ইংলিশ কাউন্টি ক্রিকেটে তাঁর সফলতা এরই মধ্যে প্রমাণিত। এই পদটা (লাল বলের প্রধান কোচ) তাঁর জন্য যথার্থ।’
আজহার মূলত আকিব জাভেদের পদে এসেছেন। আকিব এতদিন লাল বলের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করেছিলেন। লাল বলের ভারপ্রাপ্ত প্রধান কোচ হিসেবে চুক্তির মেয়াদ ফুরোনোর আগ পর্যন্ত থাকছেন আজহার। ২০২৬-এর এপ্রিলে শেষ হবে তাঁর মেয়াদ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়েই শুরু হবে গিলেস্পির দায়িত্ব। সূচি এখনো জানা না গেলেও প্রোটিয়ারা এবার টেস্ট সিরিজ খেলবে পাকিস্তানে এসে।
২০২৪ সালের এপ্রিলে সাদা বল ও লাল বলে আলাদা কোচ নিয়োগ দিয়েছিল পিসিবি। সীমিত ওভারের ক্রিকেটের প্রধান কোচ হয়েছিলেন গ্যারি কারস্টেন ও জেসন গিলেস্পিকে দেওয়া হয়েছিল লাল বলের ক্রিকেটের প্রধান কোচের দায়িত্ব। দুজনকে দুই বছরের মেয়াদে নিয়োগ দেওয়া হলেও এক বছর হওয়ার আগেই চাকরি ছেড়েছিলেন। কারস্টেন পিসিবিকে বিদায় বলেছিলেন গত বছরের অক্টোবরে। একই বছরের ডিসেম্বরে গিলেস্পি ছেড়েছিলেন কোচের দায়িত্ব।
কারস্টেন-গিলেস্পি দুই মাসের ব্যবধানে চাকরি ছাড়লে আপদকালীন দায়িত্ব নিয়েছিলেন আকিব। অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে দুই সংস্করণেই কোচ হিসেবে কাজ করছিলেন আকিব। এ বছরের মে মাসে মাইক হেসন পাকিস্তানের সাদা বলের কোচ হিসেবে নিয়োগ পান। তাতে আকিবের থেকে এক সংস্করণের কোচের দায়িত্ব চলে যায়। আজ চলে গেল টেস্টের কোচের দায়িত্ব। হেসন বাংলাদেশকে টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই করে শুরুটা দারুণ করেছেন। আজহারও এমন শুরু করতে পারবেন কিনা, সেটা সময়ই বলে দেবে।
পাকিস্তান দলে কোচিং সেটাপে অনেক দিন ধরেই আছেন আজহার মাহমুদ। দলটির বোলিং কোচ, সহকারী প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন তিনি। পাকিস্তানের সাবেক এই অলরাউন্ডারকে এবার প্রধান কোচ বানাল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
লাল বলের ক্রিকেটে পাকিস্তানের ভারপ্রাপ্ত কোচ হিসেবে আজ আজহারকে নিয়োগ দেওয়ার কথা পিসিবি এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে। বোর্ডের আশা তাঁর ক্রিকেটীয় ও কোচিং অভিজ্ঞতা দলের অনেক উপকারে আসবে। এক বিবৃতিতে পিসিবি বলেছে, ‘তাঁর (আজহার) ক্রিকেটীয় মস্তিষ্ক ভালো। দারুণ অভিজ্ঞতা নিয়ে নতুন এক দায়িত্ব পেয়েছেন তিনি। জাতীয় দলের সহকারী কোচ হিসেবে অনেক দিন কাজ করেছেন। দলের কৌশলগত ব্যাপারে তিনি দীর্ঘদিন ধরেই গুরুত্বপূর্ণ অংশ। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর হাতে কলমে অভিজ্ঞতা ও ইংলিশ কাউন্টি ক্রিকেটে তাঁর সফলতা এরই মধ্যে প্রমাণিত। এই পদটা (লাল বলের প্রধান কোচ) তাঁর জন্য যথার্থ।’
আজহার মূলত আকিব জাভেদের পদে এসেছেন। আকিব এতদিন লাল বলের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করেছিলেন। লাল বলের ভারপ্রাপ্ত প্রধান কোচ হিসেবে চুক্তির মেয়াদ ফুরোনোর আগ পর্যন্ত থাকছেন আজহার। ২০২৬-এর এপ্রিলে শেষ হবে তাঁর মেয়াদ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়েই শুরু হবে গিলেস্পির দায়িত্ব। সূচি এখনো জানা না গেলেও প্রোটিয়ারা এবার টেস্ট সিরিজ খেলবে পাকিস্তানে এসে।
২০২৪ সালের এপ্রিলে সাদা বল ও লাল বলে আলাদা কোচ নিয়োগ দিয়েছিল পিসিবি। সীমিত ওভারের ক্রিকেটের প্রধান কোচ হয়েছিলেন গ্যারি কারস্টেন ও জেসন গিলেস্পিকে দেওয়া হয়েছিল লাল বলের ক্রিকেটের প্রধান কোচের দায়িত্ব। দুজনকে দুই বছরের মেয়াদে নিয়োগ দেওয়া হলেও এক বছর হওয়ার আগেই চাকরি ছেড়েছিলেন। কারস্টেন পিসিবিকে বিদায় বলেছিলেন গত বছরের অক্টোবরে। একই বছরের ডিসেম্বরে গিলেস্পি ছেড়েছিলেন কোচের দায়িত্ব।
কারস্টেন-গিলেস্পি দুই মাসের ব্যবধানে চাকরি ছাড়লে আপদকালীন দায়িত্ব নিয়েছিলেন আকিব। অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে দুই সংস্করণেই কোচ হিসেবে কাজ করছিলেন আকিব। এ বছরের মে মাসে মাইক হেসন পাকিস্তানের সাদা বলের কোচ হিসেবে নিয়োগ পান। তাতে আকিবের থেকে এক সংস্করণের কোচের দায়িত্ব চলে যায়। আজ চলে গেল টেস্টের কোচের দায়িত্ব। হেসন বাংলাদেশকে টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই করে শুরুটা দারুণ করেছেন। আজহারও এমন শুরু করতে পারবেন কিনা, সেটা সময়ই বলে দেবে।
জয়ের জন্য চতুর্থ ইনিংসে উইন্ডিজের দরকার ছিল ২০৪ রান। দ্বিতীয় ইনিংস শুরু করে মিচেল স্টার্কের বোলিং তোপের মুখে পড়ে তারা। প্রথম ওভারেই ৩ উইকেট খোয়ানোর পর স্টার্কের তৃতীয় ওভারে স্বাগতিকেরা হারায় আরও দুই উইকেট। পরে স্কট বোল্যান্ড ও জশ হ্যাজলউডও উইকেট শিকারের দৌড়ে যোগ দিলে মাত্র ১৪.৩ ওভারেই ওয়েস্ট ইন্ডিজ
১১ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে উজ্জ্বল নাম সাকিব আল হাসান। ব্যাটিংয়ে-বোলিংয়ে আস্থার প্রতীক। বিশ্বের সর্বকালের সেরা অলরাউন্ডারদের একজনও বটে। মাঠের পারফরম্যান্স থেকে শুরু করে আন্তর্জাতিক স্বীকৃতি—সব জায়গায় তার উপস্থিতিই দলকে এনে দেয় বাড়তি আত্মবিশ্বাস। প্রায় ১ বছর ধরে তাঁকে ছাড়াই খেলছে বাংলাদেশ দল।
১২ ঘণ্টা আগেইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি ইতিহাস গড়ল কিট চুক্তিতে। জার্মান ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক পুমার সঙ্গে তারা নতুন এক চুক্তি করেছে, যার মূল্য ১ বিলিয়ন পাউন্ড—বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৪ হাজার ৭০০ কোটি টাকা!
১৩ ঘণ্টা আগেসকাল থেকে মুষলধারে বৃষ্টি। তাতে বসুন্ধরা কিংস অ্যারেনার অবস্থা নাজেহাল। তবু সেখানে হয় প্রথমার্ধের খেলা। মাঠের পরিস্থিতি আরও অবনতি হওয়ায় দ্বিতীয়ার্ধে বদলে যায় ভেন্যু। দুই ভেন্যুতে পৌনে ৫ ঘণ্টার খেলায় ভুটানকে ৪-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। হ্যাটট্রিক করেন শান্তি মার্দি।
১৪ ঘণ্টা আগে