Ajker Patrika

অস্ট্রেলিয়ার বিপক্ষে ডাক মেরে উইন্ডিজ ক্রিকেটারের বিব্রতকর রেকর্ড

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৫ জুলাই ২০২৫, ১৪: ৫৩
ক্যারিয়ারের ১০০তম টেস্টে ডাক মারলেন ক্রেগ ব্রাথওয়েট। ছবি: ক্রিকইনফো
ক্যারিয়ারের ১০০তম টেস্টে ডাক মারলেন ক্রেগ ব্রাথওয়েট। ছবি: ক্রিকইনফো

টেস্ট ক্যারিয়ারের ১০০তম ম্যাচ বলে কথা। ক্রিকেটের রাজকীয় সংস্করণে মাইলফলকের ম্যাচ রাঙানোর স্বপ্ন থাকে সব ক্রিকেটারেরই। কিন্তু সবার সেই স্বপ্ন যে পূরণ হয় না। কারও কারও নাম উঠে যায় বিব্রতকর রেকর্ডে। ক্রেগ ব্রাথওয়েট যে সেই দুর্ভাগাদের একজন।

গ্রেনাডায় পরশু শুরু হয়েছে ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় টেস্ট। এই ম্যাচ ব্রাথওয়েটের ক্যারিয়ারের শততম টেস্ট। ১০০তম টেস্টে তিনি খেলতে পারলেন কেবল ৮ বল। জশ হ্যাজলউডের বলে কট অ্যান্ড বোল্ডের শিকার হয়ে বিব্রতকর রেকর্ডে নাম লেখালেন ব্রাথওয়েট। যে রেকর্ডটা ব্রাথওয়েট ভুলে থাকতে চাইবেন। ১০০তম টেস্টে ডাক মারা দশম ক্রিকেটার বনে গেলেন ক্যারিবীয় এই ওপেনার। তাঁর আগে সবশেষ এই বিব্রতকর রেকর্ডটি ছিল রবীচন্দ্রন অশ্বিনের। ২০২৪ সালে ধর্মশালায় ইংল্যান্ডের বিপক্ষে রানের খাতা খোলার আগেই আউট হয়েছিলেন অশ্বিন।

বোলাররা যেভাবে ছড়ি ঘোরাচ্ছেন, তাতে অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্ট ব্যাটারদের জন্য বধ্যভূমি হয়ে পড়েছে। ৪০ বল না যেতেই গড়ে একটি করে উইকেট পড়ছে। অস্ট্রেলিয়া লিডসহ দ্বিতীয় ইনিংসে ৪৫ রান করলেও এরই মধ্যে ২ উইকেট হারিয়ে ফেলেছে। ম্যাচে সবমাত্র দুই দিন শেষ হয়েছে। পাঁচ দিন তো দূরে থাক, ম্যাচ এখন চার দিনে গড়ায় কিনা, সেটা নিয়েই রয়েছে শঙ্কা।

গ্রেনাডায় পরশু শুরু হওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিনই ব্যাটিংয়ে নামেন ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার ক্রেগ ব্রাথওয়েট ও জন ক্যাম্পবেল। তবে আলোকস্বল্পতার কারণে ব্যাটিং করা হয়নি। গতকাল দ্বিতীয় দিন থেকে নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিং শুরু করে ক্যারিবীয়রা। ব্রাথওয়েটের ডাক মারার বিব্রতকর রেকর্ড দিয়ে ওয়েস্ট ইন্ডিজের উইকেট পড়া শুরু। একটা পর্যায়ে ওয়েস্ট ইন্ডিজের স্কোর দাঁড়ায় ৪৪.৪ ওভারে ৫ উইকেটে ১৬৯ রান।

চার নম্বরে নামা ব্র্যান্ডন কিং একপ্রান্তে দাঁড়িয়ে দেখতে থাকেন সতীর্থদের আসা-যাওয়া। তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের প্রথম ফিফটি। ষষ্ঠ উইকেটে শাই হোপের সঙ্গে ৫৮ রানের জুটি গড়তে অবদান রাখেন কিং। প্রথম টেস্ট ফিফটিকে সেঞ্চুরিতে রূপান্তর করার সম্ভাবনা তৈরি হলেও ২৫ রান আগে আউট হয়েছেন। তাঁকে ফিরিয়ে ষষ্ঠ উইকেটের জুটিটা ভাঙেন নাথান লায়ন। যেটা এই ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ রানের জুটি। ১০৮ বলে ৮ চার ও ৩ ছক্কায় কিং করেছেন ৭৫ রান।

কিং ছাড়া প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের আর কেউ ফিফটি করতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ৪০ রান করেন ওপেনার জন ক্যাম্পবেল। ক্যারিবীয়রা প্রথম ইনিংসে ২৫৩ রানে অলআউট হয়েছে। ৩৩ রানের লিড নিয়ে অস্ট্রেলিয়া শুরু করে দ্বিতীয় ইনিংসের খেলা। দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ১২ রানে শেষ করেছে দ্বিতীয় দিনের খেলা। এখন পর্যন্ত গ্রেনাডা টেস্টে ৮৭৭ বলের খেলা হয়েছে। পড়েছে ২২ উইকেট।

১০০তম টেস্টে শূন্য রানে আউট হওয়ার বিব্রতকর রেকর্ড

দল প্রতিপক্ষ

দিলীপ ভেংসরকার ভারত নিউজিল্যান্ড

অ্যালান বোর্ডার অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজ

কোর্টনি ওয়ালশ ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ড

মার্ক টেলর অস্ট্রেলিয়া ইংল্যান্ড

স্টিফেন ফ্লেমিং নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকা

ব্রেন্ডন ম্যাককালাম নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া

স্যার অ্যালিস্টার কুক ইংল্যান্ড অস্ট্রেলিয়া

চেতেশ্বর পূজারা ভারত অস্ট্রেলিয়া

রবীচন্দ্রন অশ্বিন ভারত ইংল্যান্ড

ক্রেগ ব্রাথওয়েট ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়া

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সাড়ে ৯ হাজার কোটি টাকা ব্যয়ে হার্ডিঞ্জের পাশে রেলসেতু

স্বরূপকাঠিতে বিএনপি সভাপতিকে ‘আ.লীগের দোসর’ বললেন পরাজিত প্রার্থী

বরযাত্রীদের বিলাসবহুল গাড়ি উঠে গেল কলেজের দেয়ালে, বরসহ নিহত ৮

ভারত-ইংল্যান্ড ম্যাচে বাংলাদেশের আম্পায়ারকে নিয়ে উত্তপ্ত পরিস্থিতির কারণ কী

রাশিয়াকে ইউক্রেন যুদ্ধে হারতে দিতে পারি না: ইইউকে চীন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত