Ajker Patrika

১১২ বছরের রেকর্ড ভাঙলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৬ জুলাই ২০২৫, ২১: ৩৩
প্রোটিয়া অধিনায়ক হিসাবে সর্বোচ্চ রানের রেকর্ড রানে দ্বিশত রান উদযাপন। ছবি: এএফপি
প্রোটিয়া অধিনায়ক হিসাবে সর্বোচ্চ রানের রেকর্ড রানে দ্বিশত রান উদযাপন। ছবি: এএফপি

জুনে লর্ডসে প্রথমবারের মতো টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে দক্ষিণ আফ্রিকা। সেই উদ্‌যাপনের রেশ কাটতে না-কাটতেই শুরু হয়েছে নতুন চক্রের মিশন। সফরে এসেছে জিম্বাবুয়েতে, দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে। সিরিজের প্রথম টেস্টে বুলাওয়েতে ৩২৮ রানের বিশাল জয় পায় প্রোটিয়ারা, যেখানে অধিনায়কত্বের দায়িত্বে ছিলেন কেশব মহারাজ।

দ্বিতীয় টেস্টে মহারাজের পরিবর্তে নেতৃত্ব পান অলরাউন্ডার উইয়ান মুল্ডার। আর সেই সুযোগটাই যেন মুল্ডার কাজে লাগালেন ইতিহাস গড়ে। ব্যাট হাতে খেলেছেন অসাধারণ এক ইনিংস, তুলে নিয়েছেন দ্বিশতক। অধিনায়ক হিসেবে দক্ষিণ আফ্রিকার টেস্ট ইতিহাসে প্রথম ম্যাচেই সর্বোচ্চ রানের ইনিংসের মালিক এখন তিনি। ভেঙেছেন ১১২ বছরের পুরোনো রেকর্ড।

এই রেকর্ড আগে ছিল হার্বি টেলরের দখলে। যিনি ১৯১৩ সালে অধিনায়ক হিসেবে নিজের অভিষেক টেস্টে করেছিলেন ১০৯ রান। সেই ইনিংস ছাপিয়ে মুল্ডার আজ বুলাওয়ের মাঠে ২১৪ বলে করেন দুর্দান্ত একটি দ্বিশতক। এর আগে শতক পূর্ণ করেন ১১৬ বলে।

প্রোটিয়া ব্যাটারদের মধ্যে টেস্টের প্রথম দিনেই দ্বিশতক হাঁকানো তৃতীয় ব্যাটার তিনি—তালিকায় তাঁর আগে যদিও ছিলেন গ্রায়েম স্মিথ ও গ্যারি কার্স্টেন।

চলতি সিরিজে মুল্ডারের এটি দ্বিতীয় শতক। আজ প্রথমে ব্যাট করতে নেমেই দক্ষিণ আফ্রিকা রান তুলেছেন ওয়ানডে ছন্দে। ম্যাচের প্রথম সেশনেই ২৮ ওভারে তুলে ফেলে ১১৩ রান, হারায় ২ উইকেট। এরপর দ্বিতীয় সেশনে ব্যাটিংয়ের গতি আরও বাড়ে। মুল্ডার ও ডেভিড বেডিংহাম মিলে গড়েন ২১৯ বলে ১৮৪ রানের দুর্দান্ত জুটি। বেডিংহাম ১০১ বলে করেন ৮২ রান, আউট হন দ্বিতীয় সেশনের একমাত্র শিকার হিসেবে।

এরপর মুল্ডার লুয়ান-ড্রে প্রেটোরিয়াসকে সঙ্গে নিয়ে ইনিংসটিকে আরও বড় করেন। তাঁর ব্যাটিংয়ের আধিপত্যে যেন দিশেহারা হয়ে পড়ে স্বাগতিক জিম্বাবুয়ে।

প্রথম ম্যাচে ছিলেন কেবল দলের অংশ, অধিনায়কত্বে ছিলেন না। কিন্তু দ্বিতীয় টেস্টে দায়িত্ব পেয়েই যেভাবে ব্যাট হাতে নেতৃত্ব দিয়েছেন মুল্ডার, তাতে দক্ষিণ আফ্রিকার অধিনায়কত্বের ইতিহাসে নিজের জায়গা পাকা করে নিচ্ছেন দ্রুতই।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকা ৭৮ ওভারে ৪ উইকেট হারিয়ে তুলেছে ৪৪২ রান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘স্ত্রী পরিচয়ে’ নারীর সঙ্গে রেস্ট হাউসে থানার ওসি, খবর পেয়ে ছাত্রদল নেতার হাঙ্গামা

হানিমুন থেকে ফিরেই মার্কিন আটককেন্দ্রে ১৪০ দিন, রাষ্ট্রহীন এক তরুণীর মর্মান্তিক অভিজ্ঞতা

ভরদুপুরে স্ত্রী-কন্যার সামনে বোরকা পরা অস্ত্রধারীদের গুলি, নিহতের মুখ গেছে থেঁতলে

৫ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা

কলেজছাত্রীকে ধর্ষণ ও অশ্লীল ভিডিও ছড়িয়ে দেওয়ায় বিজিবি সদস্য গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত