ক্রীড়া ডেস্ক
জুনে লর্ডসে প্রথমবারের মতো টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে দক্ষিণ আফ্রিকা। সেই উদ্যাপনের রেশ কাটতে না-কাটতেই শুরু হয়েছে নতুন চক্রের মিশন। সফরে এসেছে জিম্বাবুয়েতে, দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে। সিরিজের প্রথম টেস্টে বুলাওয়েতে ৩২৮ রানের বিশাল জয় পায় প্রোটিয়ারা, যেখানে অধিনায়কত্বের দায়িত্বে ছিলেন কেশব মহারাজ।
দ্বিতীয় টেস্টে মহারাজের পরিবর্তে নেতৃত্ব পান অলরাউন্ডার উইয়ান মুল্ডার। আর সেই সুযোগটাই যেন মুল্ডার কাজে লাগালেন ইতিহাস গড়ে। ব্যাট হাতে খেলেছেন অসাধারণ এক ইনিংস, তুলে নিয়েছেন দ্বিশতক। অধিনায়ক হিসেবে দক্ষিণ আফ্রিকার টেস্ট ইতিহাসে প্রথম ম্যাচেই সর্বোচ্চ রানের ইনিংসের মালিক এখন তিনি। ভেঙেছেন ১১২ বছরের পুরোনো রেকর্ড।
এই রেকর্ড আগে ছিল হার্বি টেলরের দখলে। যিনি ১৯১৩ সালে অধিনায়ক হিসেবে নিজের অভিষেক টেস্টে করেছিলেন ১০৯ রান। সেই ইনিংস ছাপিয়ে মুল্ডার আজ বুলাওয়ের মাঠে ২১৪ বলে করেন দুর্দান্ত একটি দ্বিশতক। এর আগে শতক পূর্ণ করেন ১১৬ বলে।
প্রোটিয়া ব্যাটারদের মধ্যে টেস্টের প্রথম দিনেই দ্বিশতক হাঁকানো তৃতীয় ব্যাটার তিনি—তালিকায় তাঁর আগে যদিও ছিলেন গ্রায়েম স্মিথ ও গ্যারি কার্স্টেন।
চলতি সিরিজে মুল্ডারের এটি দ্বিতীয় শতক। আজ প্রথমে ব্যাট করতে নেমেই দক্ষিণ আফ্রিকা রান তুলেছেন ওয়ানডে ছন্দে। ম্যাচের প্রথম সেশনেই ২৮ ওভারে তুলে ফেলে ১১৩ রান, হারায় ২ উইকেট। এরপর দ্বিতীয় সেশনে ব্যাটিংয়ের গতি আরও বাড়ে। মুল্ডার ও ডেভিড বেডিংহাম মিলে গড়েন ২১৯ বলে ১৮৪ রানের দুর্দান্ত জুটি। বেডিংহাম ১০১ বলে করেন ৮২ রান, আউট হন দ্বিতীয় সেশনের একমাত্র শিকার হিসেবে।
এরপর মুল্ডার লুয়ান-ড্রে প্রেটোরিয়াসকে সঙ্গে নিয়ে ইনিংসটিকে আরও বড় করেন। তাঁর ব্যাটিংয়ের আধিপত্যে যেন দিশেহারা হয়ে পড়ে স্বাগতিক জিম্বাবুয়ে।
প্রথম ম্যাচে ছিলেন কেবল দলের অংশ, অধিনায়কত্বে ছিলেন না। কিন্তু দ্বিতীয় টেস্টে দায়িত্ব পেয়েই যেভাবে ব্যাট হাতে নেতৃত্ব দিয়েছেন মুল্ডার, তাতে দক্ষিণ আফ্রিকার অধিনায়কত্বের ইতিহাসে নিজের জায়গা পাকা করে নিচ্ছেন দ্রুতই।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকা ৭৮ ওভারে ৪ উইকেট হারিয়ে তুলেছে ৪৪২ রান।
জুনে লর্ডসে প্রথমবারের মতো টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে দক্ষিণ আফ্রিকা। সেই উদ্যাপনের রেশ কাটতে না-কাটতেই শুরু হয়েছে নতুন চক্রের মিশন। সফরে এসেছে জিম্বাবুয়েতে, দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে। সিরিজের প্রথম টেস্টে বুলাওয়েতে ৩২৮ রানের বিশাল জয় পায় প্রোটিয়ারা, যেখানে অধিনায়কত্বের দায়িত্বে ছিলেন কেশব মহারাজ।
দ্বিতীয় টেস্টে মহারাজের পরিবর্তে নেতৃত্ব পান অলরাউন্ডার উইয়ান মুল্ডার। আর সেই সুযোগটাই যেন মুল্ডার কাজে লাগালেন ইতিহাস গড়ে। ব্যাট হাতে খেলেছেন অসাধারণ এক ইনিংস, তুলে নিয়েছেন দ্বিশতক। অধিনায়ক হিসেবে দক্ষিণ আফ্রিকার টেস্ট ইতিহাসে প্রথম ম্যাচেই সর্বোচ্চ রানের ইনিংসের মালিক এখন তিনি। ভেঙেছেন ১১২ বছরের পুরোনো রেকর্ড।
এই রেকর্ড আগে ছিল হার্বি টেলরের দখলে। যিনি ১৯১৩ সালে অধিনায়ক হিসেবে নিজের অভিষেক টেস্টে করেছিলেন ১০৯ রান। সেই ইনিংস ছাপিয়ে মুল্ডার আজ বুলাওয়ের মাঠে ২১৪ বলে করেন দুর্দান্ত একটি দ্বিশতক। এর আগে শতক পূর্ণ করেন ১১৬ বলে।
প্রোটিয়া ব্যাটারদের মধ্যে টেস্টের প্রথম দিনেই দ্বিশতক হাঁকানো তৃতীয় ব্যাটার তিনি—তালিকায় তাঁর আগে যদিও ছিলেন গ্রায়েম স্মিথ ও গ্যারি কার্স্টেন।
চলতি সিরিজে মুল্ডারের এটি দ্বিতীয় শতক। আজ প্রথমে ব্যাট করতে নেমেই দক্ষিণ আফ্রিকা রান তুলেছেন ওয়ানডে ছন্দে। ম্যাচের প্রথম সেশনেই ২৮ ওভারে তুলে ফেলে ১১৩ রান, হারায় ২ উইকেট। এরপর দ্বিতীয় সেশনে ব্যাটিংয়ের গতি আরও বাড়ে। মুল্ডার ও ডেভিড বেডিংহাম মিলে গড়েন ২১৯ বলে ১৮৪ রানের দুর্দান্ত জুটি। বেডিংহাম ১০১ বলে করেন ৮২ রান, আউট হন দ্বিতীয় সেশনের একমাত্র শিকার হিসেবে।
এরপর মুল্ডার লুয়ান-ড্রে প্রেটোরিয়াসকে সঙ্গে নিয়ে ইনিংসটিকে আরও বড় করেন। তাঁর ব্যাটিংয়ের আধিপত্যে যেন দিশেহারা হয়ে পড়ে স্বাগতিক জিম্বাবুয়ে।
প্রথম ম্যাচে ছিলেন কেবল দলের অংশ, অধিনায়কত্বে ছিলেন না। কিন্তু দ্বিতীয় টেস্টে দায়িত্ব পেয়েই যেভাবে ব্যাট হাতে নেতৃত্ব দিয়েছেন মুল্ডার, তাতে দক্ষিণ আফ্রিকার অধিনায়কত্বের ইতিহাসে নিজের জায়গা পাকা করে নিচ্ছেন দ্রুতই।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকা ৭৮ ওভারে ৪ উইকেট হারিয়ে তুলেছে ৪৪২ রান।
মেলবোর্ন থেকে এজবাস্টন—ভারতের ম্যাচ মানেই যেন ‘লাইমলাইটে’ চলে আসবেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। কখনো টিভি আম্পায়ার, কখনোবা মাঠের আম্পায়ার হিসেবে তাঁর সিদ্ধান্ত নিয়ে কথাবার্তা হবেই। এবার সৈকতের আম্পায়ারিং নজর কেড়েছে ভারতীয় ধারাভাষ্যকার হার্শা ভোগলের।
১৯ মিনিট আগেজিততে হলে ওয়েস্ট ইন্ডিজকে করতে হতো নতুন রেকর্ড। গ্রেনাডার সেন্ট জর্জেস পার্কে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে উইন্ডিজ তা করতে পারে কিনা, সেটাই ছিল দেখার অপেক্ষা। কিন্তু অস্ট্রেলিয়ার বোলিং তোপে মুখ থুবড়ে পড়ল ক্যারিবীয়রা।
১ ঘণ্টা আগেমঞ্চের বাইরে তখন অপেক্ষারত অবস্থায় দাঁড়িয়ে ফুটবলাররা। জায়ান্ট স্ক্রিনে চলছিল নারী এশিয়ান কাপ বাছাইয়ের পারফরম্যান্সের কিছু ঝলক। মনিকা চাকমা, আফঈদা খন্দকার, মারিয়া মান্দারা খানিকটা ঘাড় বেঁকিয়ে দেখছিলেন তা, আর কানে ভেসে আসছিল ভক্ত সমর্থকদের চিৎকার।
২ ঘণ্টা আগেএজবাস্টনে ভারত-ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্টটা হয়ে ওঠে গিলময়। ভারতীয় অধিনায়ক দুই ইনিংসেই সেঞ্চুরি করেছেন। এমনকি ইংল্যান্ডের ইনিংসের শেষটাও হয়েছে তাঁর হাত ধরে। তিনি ক্যাচ ধরতেই ভারতীয় ক্রিকেট দলের উল্লাস শুরু। ৩৩৬ রানে জিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ এখন ১-১ সমতায়।
১২ ঘণ্টা আগে