ক্রীড়া ডেস্ক
এজবাস্টনে গতকাল ভারত-ইংল্যান্ড টেস্টের দ্বিতীয় দিন রবীন্দ্র জাদেজা ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। দুর্দান্ত ব্যাটিংয়ের পাশাপাশি পিচের বিপজ্জনক এলাকার ওপর দিয়ে হাঁটার ঘটনা তো রয়েছেই। এমনকি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নিয়মভঙ্গের অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে।
২০২৪-২৫ মৌসুমের বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ভারতের ভরাডুবির পর বিসিসিআই কঠোর নিয়ম চালু করে। যার মধ্যে একটি হলো ক্রিকেটারদের দলের সঙ্গেই ঘোরাঘুরি করতে হবে। একা কোথাও যেতে পারবেন না। তবে জাদেজা এজবাস্টন টেস্টের দ্বিতীয় দিনে সতীর্থদের আগেই পৌঁছে গিয়েছিলেন। দলের ভালোর জন্যই এমনটা করেছিলেন বলে দিনের খেলা শেষে জানিয়েছেন জাদেজা। ভারতীয় বাঁহাতি ব্যাটারের মতে এই ঘটনায় তাঁর কোনো শাস্তি হবে না। ক্রিকইনফোর বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস আজ এক প্রতিবেদনে জানিয়েছে।
জাদেজা পরশু টেস্টের প্রথম দিন শেষ করেছিলেন ৪১ রান করে। নিজের ইনিংসটা শেষ পর্যন্ত গতকাল টেনে নিয়ে গেছেন ৮৯ রানে। নতুন বলে ব্যাটিং অনুশীলন করতেই আগেভাগে মাঠে আসেন বলে দ্বিতীয় দিনের খেলা শেষে জানিয়েছেন জাদেজা। ভারতের বাঁহাতি ব্যাটার বলেন,‘মাঝেমধ্যে আমার মনে হয় আমার যাওয়া উচিত ও নেটে অতিরিক্ত সময় দেওয়া উচিত। কারণ, বল তখনো নতুন ছিল। আমার মনে হয়েছিল, যদি নতুন বল ঠিকমতো দেখতে পারি, তাহলে ইনিংসের বাকি সময় ব্যাটিং করা সহজ হবে। সৌভাগ্যবশত আমি লাঞ্চ পর্যন্ত ব্যাটিং করতে পেরেছিলাম।’
ষষ্ঠ উইকেটে জাদেজার সঙ্গে শুবমান গিল গড়েন ২০৩ রানের জুটি। বিশাল এই জুটি ভাঙার পর আরও একটি শতরানের জুটি গড়তে অবদান রাখেন গিল। ওয়াশিংটন সুন্দরের সঙ্গে সপ্তম উইকেটে ১৪৪ রানের জুটি গড়েন গিল। টেস্ট ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি করা গিল থেমেছেন ২৬৯ রানে। সতীর্থদের প্রশংসা করে গিল বলেন, ‘ওয়াশিংটন সুন্দর এসে শুবমানের সঙ্গে দারুণ ব্যাটিং করেছে। যত বেশি ইংল্যান্ডে আপনি ব্যাটিং করবেন, ততই আপনার জন্য ভালো। যেকোনো সময় বল সুইং করতে পারে। সেক্ষেত্রে এজ হয়ে কিংবা বোল্ড হয়ে আউট হতে পারেন।’
টেস্ট ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি জাদেজা মিস করেছেন ১১ রানের জন্য। তবু দলের প্রয়োজনে তিনি যে ইনিংসটা খেলেছেন, তাতে তিনি অনেক খুশি। ভারতীয় এই বাঁহাতি ব্যাটার বলেন, ‘দলের জন্য যখন অবদান রাখবেন, তখন ভালো লাগবে। ভারতের বাইরে যখন আপনাকে দলের বেশি প্রয়োজন, তখন অবদান রাখতে পারলে আরও ভালো লাগবে। ৫ উইকেটে ২১০-এর পরে (আসলে ৫ উইকেটে ২১১ রান) দলকে এগিয়ে নিতে বড় একটা জুটি দরকার। আমি এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি।’
গিলের টেস্ট ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরিতে ভারত প্রথম ইনিংস করেছে ৫৮৭ রান। এজবাস্টনে ইংল্যান্ড এরপর ব্যাটিংয়ে নেমে বেশ চাপে পড়ে। ৭.১ ওভারে ২৫ রানে হারিয়ে ফেলে ৩ উইকেট। চতুর্থ উইকেটে ৮১ বলে ৫২ রানের জুটি গড়ে ফেলেছেন হ্যারি ব্রুক ও জো রুট। ২০ ওভারে ৩ উইকেটে ৭৭ রানে শেষ করেছে দ্বিতীয় দিনের খেলা।
আরও পড়ুন:
ভুল করার পর জাদেজাকে কী বলে সতর্ক করেছেন বাংলাদেশের আম্পায়ার
এজবাস্টনে গতকাল ভারত-ইংল্যান্ড টেস্টের দ্বিতীয় দিন রবীন্দ্র জাদেজা ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। দুর্দান্ত ব্যাটিংয়ের পাশাপাশি পিচের বিপজ্জনক এলাকার ওপর দিয়ে হাঁটার ঘটনা তো রয়েছেই। এমনকি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নিয়মভঙ্গের অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে।
২০২৪-২৫ মৌসুমের বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ভারতের ভরাডুবির পর বিসিসিআই কঠোর নিয়ম চালু করে। যার মধ্যে একটি হলো ক্রিকেটারদের দলের সঙ্গেই ঘোরাঘুরি করতে হবে। একা কোথাও যেতে পারবেন না। তবে জাদেজা এজবাস্টন টেস্টের দ্বিতীয় দিনে সতীর্থদের আগেই পৌঁছে গিয়েছিলেন। দলের ভালোর জন্যই এমনটা করেছিলেন বলে দিনের খেলা শেষে জানিয়েছেন জাদেজা। ভারতীয় বাঁহাতি ব্যাটারের মতে এই ঘটনায় তাঁর কোনো শাস্তি হবে না। ক্রিকইনফোর বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস আজ এক প্রতিবেদনে জানিয়েছে।
জাদেজা পরশু টেস্টের প্রথম দিন শেষ করেছিলেন ৪১ রান করে। নিজের ইনিংসটা শেষ পর্যন্ত গতকাল টেনে নিয়ে গেছেন ৮৯ রানে। নতুন বলে ব্যাটিং অনুশীলন করতেই আগেভাগে মাঠে আসেন বলে দ্বিতীয় দিনের খেলা শেষে জানিয়েছেন জাদেজা। ভারতের বাঁহাতি ব্যাটার বলেন,‘মাঝেমধ্যে আমার মনে হয় আমার যাওয়া উচিত ও নেটে অতিরিক্ত সময় দেওয়া উচিত। কারণ, বল তখনো নতুন ছিল। আমার মনে হয়েছিল, যদি নতুন বল ঠিকমতো দেখতে পারি, তাহলে ইনিংসের বাকি সময় ব্যাটিং করা সহজ হবে। সৌভাগ্যবশত আমি লাঞ্চ পর্যন্ত ব্যাটিং করতে পেরেছিলাম।’
ষষ্ঠ উইকেটে জাদেজার সঙ্গে শুবমান গিল গড়েন ২০৩ রানের জুটি। বিশাল এই জুটি ভাঙার পর আরও একটি শতরানের জুটি গড়তে অবদান রাখেন গিল। ওয়াশিংটন সুন্দরের সঙ্গে সপ্তম উইকেটে ১৪৪ রানের জুটি গড়েন গিল। টেস্ট ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি করা গিল থেমেছেন ২৬৯ রানে। সতীর্থদের প্রশংসা করে গিল বলেন, ‘ওয়াশিংটন সুন্দর এসে শুবমানের সঙ্গে দারুণ ব্যাটিং করেছে। যত বেশি ইংল্যান্ডে আপনি ব্যাটিং করবেন, ততই আপনার জন্য ভালো। যেকোনো সময় বল সুইং করতে পারে। সেক্ষেত্রে এজ হয়ে কিংবা বোল্ড হয়ে আউট হতে পারেন।’
টেস্ট ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি জাদেজা মিস করেছেন ১১ রানের জন্য। তবু দলের প্রয়োজনে তিনি যে ইনিংসটা খেলেছেন, তাতে তিনি অনেক খুশি। ভারতীয় এই বাঁহাতি ব্যাটার বলেন, ‘দলের জন্য যখন অবদান রাখবেন, তখন ভালো লাগবে। ভারতের বাইরে যখন আপনাকে দলের বেশি প্রয়োজন, তখন অবদান রাখতে পারলে আরও ভালো লাগবে। ৫ উইকেটে ২১০-এর পরে (আসলে ৫ উইকেটে ২১১ রান) দলকে এগিয়ে নিতে বড় একটা জুটি দরকার। আমি এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি।’
গিলের টেস্ট ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরিতে ভারত প্রথম ইনিংস করেছে ৫৮৭ রান। এজবাস্টনে ইংল্যান্ড এরপর ব্যাটিংয়ে নেমে বেশ চাপে পড়ে। ৭.১ ওভারে ২৫ রানে হারিয়ে ফেলে ৩ উইকেট। চতুর্থ উইকেটে ৮১ বলে ৫২ রানের জুটি গড়ে ফেলেছেন হ্যারি ব্রুক ও জো রুট। ২০ ওভারে ৩ উইকেটে ৭৭ রানে শেষ করেছে দ্বিতীয় দিনের খেলা।
আরও পড়ুন:
ভুল করার পর জাদেজাকে কী বলে সতর্ক করেছেন বাংলাদেশের আম্পায়ার
জয়ের জন্য চতুর্থ ইনিংসে উইন্ডিজের দরকার ছিল ২০৪ রান। দ্বিতীয় ইনিংস শুরু করে মিচেল স্টার্কের বোলিং তোপের মুখে পড়ে তারা। প্রথম ওভারেই ৩ উইকেট খোয়ানোর পর স্টার্কের তৃতীয় ওভারে স্বাগতিকেরা হারায় আরও দুই উইকেট। পরে স্কট বোল্যান্ড ও জশ হ্যাজলউডও উইকেট শিকারের দৌড়ে যোগ দিলে মাত্র ১৪.৩ ওভারেই ওয়েস্ট ইন্ডিজ
১১ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে উজ্জ্বল নাম সাকিব আল হাসান। ব্যাটিংয়ে-বোলিংয়ে আস্থার প্রতীক। বিশ্বের সর্বকালের সেরা অলরাউন্ডারদের একজনও বটে। মাঠের পারফরম্যান্স থেকে শুরু করে আন্তর্জাতিক স্বীকৃতি—সব জায়গায় তার উপস্থিতিই দলকে এনে দেয় বাড়তি আত্মবিশ্বাস। প্রায় ১ বছর ধরে তাঁকে ছাড়াই খেলছে বাংলাদেশ দল।
১২ ঘণ্টা আগেইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি ইতিহাস গড়ল কিট চুক্তিতে। জার্মান ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক পুমার সঙ্গে তারা নতুন এক চুক্তি করেছে, যার মূল্য ১ বিলিয়ন পাউন্ড—বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৪ হাজার ৭০০ কোটি টাকা!
১৩ ঘণ্টা আগেসকাল থেকে মুষলধারে বৃষ্টি। তাতে বসুন্ধরা কিংস অ্যারেনার অবস্থা নাজেহাল। তবু সেখানে হয় প্রথমার্ধের খেলা। মাঠের পরিস্থিতি আরও অবনতি হওয়ায় দ্বিতীয়ার্ধে বদলে যায় ভেন্যু। দুই ভেন্যুতে পৌনে ৫ ঘণ্টার খেলায় ভুটানকে ৪-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। হ্যাটট্রিক করেন শান্তি মার্দি।
১৪ ঘণ্টা আগে