মার্কিনরা যেভাবে ক্রিকেট বুঝতে চাইছে
একবার চিন্তা করুন, বাংলাদেশের কোনো জাতীয় দৈনিক ক্রিকেট খেলাটা বোঝাতে একটি বিশেষ প্রতিবেদন বা ফিচার প্রকাশ করলে, তাতে পাঠকের মনে কী বিস্ময় আর বিরক্তি তৈরি করবে! এখন বাংলাদেশের ঘরে ঘরেই তো ‘ক্রিকেট বিশেষজ্ঞ’! দল আর দলের খেলোয়াড়দের চুলচেরা বিশ্লেষণে আগের মতো শুধু চায়ের কাপেই ঝড় ওঠে না, দর্শকদের ক্রিকেট