সাবান
ত্বকে ব্যবহারের জন্য সুগন্ধি সাবান আমরা একটু বেশি করেই কিনি। ঘরে মজুত থাকে নিত্যদিনের প্রয়োজনীয় এই প্রসাধনী। বছরের এই শেষ সময়ে সাবানের মোড়কে একটু নজর দিন। দেখুন তো, মেয়াদ আছে কি না এখনো। সাবানের মেয়াদ শেষ হলে তা ত্বকে ব্যবহারের উপযোগিতা হারিয়ে ফেলে। তবে মেয়াদোত্তীর্ণ সাবান ব্যবহার করা যাবে অন্য কাজে