Ajker Patrika

সাবান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ০৯: ০৬
সাবান

ত্বকে ব্যবহারের জন্য সুগন্ধি সাবান আমরা একটু বেশি করেই কিনি। ঘরে মজুত থাকে নিত্যদিনের প্রয়োজনীয় এই প্রসাধনী। বছরের এই শেষ সময়ে সাবানের মোড়কে একটু নজর দিন। দেখুন তো, মেয়াদ আছে কি না এখনো। সাবানের মেয়াদ শেষ হলে তা ত্বকে ব্যবহারের উপযোগিতা হারিয়ে ফেলে। তবে মেয়াদোত্তীর্ণ সাবান ব্যবহার করা যাবে অন্য কাজে।

জিপার আটকে গেলে

প্যান্ট, জ্যাকেট বা ব্যাকপ্যাকের জিপার আটকে গেলে জিপারের ওপর থেকে নিচ পর্যন্ত সাবান ঘষে নিন। এবার এক টানেই জিপার লেগে যাবে। এ জন্য ব্যাকপ্যাকের ছোট্ট পকেটে এক টুকরো সাবান রাখতে পারেন।

জুতার দুর্গন্ধ দূর করতে

শীতের সময় স্নিকার্স, কেডস, ক্যানভাস জুতায় দুর্গন্ধ হয়। সহজে জুতার দুর্গন্ধ দূর করতে সাহায্য করবে সাবান। একটি টিস্য়ুতে এক টুকরো সাবান মুড়ে দুই পাটি জুতার মধ্যে রেখে দিন এক দিন। দুর্গন্ধ একেবারেই উবে যাবে।

আয়নার চাকচিক্য ফিরে পেতে

ঘোলাটে দেখালে শুকনো সাবান আলতো করে ঘষে নিন পুরো আয়নায়। এরপর পরিষ্কার ওয়াইপার দিয়ে মুছে নিন ভালোভাবে। চকচকে হয়ে উঠবে।

গাছের পোকা দূর করতে

গাছের পাতায় অনেক সময় সাদা সাদা পোকা আসে। সাবান কুচি করে কেটে পানিতে ভালোভাবে ফেনা তৈরি করে নিন। এবার স্প্রে বোতলে এই পানি ভরে গাছের পাতায় স্প্রে করুন। পোকা আসবে না। এ ছাড়া জানালার ধার ঘেঁষে অনেক সময় পিঁপড়ার সারি দেখা যায়। ঘরে পিঁপড়ার প্রবেশ যাতে না হয়, সে জন্য সেখানে সাবান দিয়ে দাগ কেটে দিন।

বিছানার গন্ধ দূর করতে

টানা বৃষ্টি হলে বা ঠান্ডা পড়লে বিছানায় স্যাঁতসেঁতে গন্ধ হয়। সে গন্ধ দূর করতে এক টুকরো পাতলা সুতির কাপড়ে সাবান মুড়ে তোশকের নিচে রেখে দিন। সাবান ছোট ছোট টুকরো করে তোশকের নিচে কয়েক জায়গায় রাখলে দ্রুত স্যাঁতসেঁতে গন্ধ কেটে যাবে।

সূত্র: এক্সপার্ট হোম টিপস

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত