Ajker Patrika

পনির সংরক্ষণের উপায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ১২: ২৭
পনির সংরক্ষণের উপায়

অনেক সময় পিৎজা বানানোর পর পনির রয়ে যায়। সব পনির একই পদ্ধতিতে সংরক্ষণ করা যায় না। দীর্ঘদিন ভালো রাখতে কিছু বিষয় জেনে নিতে পারেন।

  • কত দিন ভালো থাকবে তা নির্ভর করে পনির কতটা শক্ত তার ওপর।
  • ব্যবহার শেষে বাকি পনির প্লাস্টিকে পেঁচিয়ে রাখুন। পারমিজানো, চ্যাডার ও গোর্গেনজোলা পনির এ পদ্ধতিতে রাখলে ভালো থাকবে।
  • ব্রি,ক্যামেম্বার ও গোট পনির প্লাস্টিকের কনটেইনারে রাখুন।
  • সবজির বক্সে সব ধরনের পনিরই রাখা যায়। সেখানে ফ্রিজের তাপমাত্রা সব সময় একই রকম থাকে।
  • মোজেরলা পনির যে প্যাকেটে বিক্রি হয়, সেই প্যাকেটে রাখাই ভালো। আলাদা বক্সে সংরক্ষণের প্রয়োজন নেই

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত