Ajker Patrika

কাপড় কেনায় ভুল এড়িয়ে চলুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ০৮: ৪০
কাপড় কেনায় ভুল এড়িয়ে চলুন

কাপড় চিনে কেনাকাটা করা বেশ কঠিন কাজ; বিশেষ করে ঘরে বসে অনলাইনে অর্ডার করলে কাপড়ের মান কেমন তা বোঝা যায় না। হাতে ধরে নেড়েচেড়ে দেখলেও অনেক সময় দ্বিধায় পড়তে হয়। ভালো কাপড়ের বৈশিষ্ট্য কী কী তা জেনে নিয়ে কাপড় কিনতে হবে। ঠকতে না চাইলে কাপড় কেনার সময় ৫ ভুল এড়িয়ে চলুন।

সেলাই ছাড়া ছাড়া নয়

জিনসের প্যান্ট কেনার সময় ভেতরের দিকে গুটিয়ে দেখুন। যদি সেলাইয়ের জায়গায় সুতাগুলো আঁটসাঁট না থেকে ছাড়া ছাড়া বা ঢিলেঢালা থাকে, তবে বুঝতে হবে জিনসের প্যান্টটা দীর্ঘস্থায়ী হবে না। ভালো মানের জিনসের প্যান্টের সেলাই হবে পুরু ও আঁটসাঁট।

বাটন ও জিপারের চেন পরীক্ষা না করা

বাটন হোলের সেলাই কেমন তা দেখে নিন। সুতা উঠে থাকলে সাবধান। বাটনও পরীক্ষা করে নিন। সস্তা বাটনের সঙ্গে কাপড়ের রঙের তফাত থাকে। জিপারের চেন সহজে খোলা যাচ্ছে কি না, সেটাও দেখে নিন। তবে মনে রাখবেন, জিপার দিয়ে পুরো কাপড়ের মান যাচাই করা যায় না।

প্রিন্টের প্যাটার্ন না মেলা

একটি কাপড়ে অনেক প্রিন্ট থাকে। দেখে নিন প্রতিটি প্রিন্ট একই রকমের কি না। খারাপ মানের হলে কিছু প্রিন্ট পুরোপুরি ছাপা থাকবে না। যেমন কাপড়ে হরিণের প্রিন্ট থাকলে কোনো কোনো প্রিন্টে হরিণের মাথা থাকবে না।

আলোতে যাচাই না করা

সূর্যের আলোতে নিলে কাপড় ভেদ করে অনেক বেশি আলো চলে এলে বুঝবেন কাপড়ের মান খারাপ।

টেনে ধরে না দেখা

কাপড় কয়েক সেকেন্ড টেনে ধরে রাখুন। স্ট্রেচি হলে টানা যাবে। নয়তো একই রকম থাকবে। টেনে ধরার পর আগের অবস্থায় ফিরে গেলে বুঝবেন কাপড়ের মান ভালো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত